০১। বাংলাদেশে কাগজের নোট = ৯টি।
০২। বাংলাদেশে ব্যাংক নোট =৭টি।
০৩। বাংলাদেশে প্রচলিত টাকার ব্যাংক নোট নয় = এক, দুই ও পাঁচ টাকার নোট।
০৪। এক টাকার ,দুই টাকার নোটে স্বাক্ষর থাকে =অর্থ সচিবের।
০৫। ‘সবার জন্য শিক্ষা’ স্লোগান টি আছে= দুই টাকার মুদ্রায়।
০৬। বাংলাদেশে চালু পলিমার মুদ্রা মুদ্রিত হয় =অস্ট্রেলিয়ায়।
০৭। ৫০০ টাকার নোট কোন দেশে ছাপা হয়= জার্মানিতে ৷
০৮। ১ ও ৫ টাকার ধাতব মুদ্রা তৈরি করা হয় =কানাডায়।
০৯। সরকারি নোট =১, ২ ও ৫ টাকার নোট।
১০। বাংলাদেশে টাকা ছাপার জন্য বিশেষ কাগজ আমদানি করা হয়- সুইজারল্যান্ড থেকে।
১১। বিশ্বের সবচেয়ে সুন্দর কাগুজে মুদ্রা = বাংলাদেশের ২টাকার নোট।
১৩। ১ মার্কিন ডলার তৈরী করতে বাংলাদেশী =২১ টাকা খরচ হয়।
১৫। বাংলাদেশে ১ম নোট চালু হয়- ৪ মার্চ ১৯৭২ সালে ১০ টাকার নোট সর্বপ্রথম ছাপানো হয়।
আরো পড়ুন:
- বাংলা ভাষায় প্রথম নাটক
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)
- মুজিবনগর সরকার যেভাবে গঠিত হয়
- সাধারণ বিজ্ঞান নবম-দশম শ্রেণি
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম