মুদ্রা সম্পর্কিত বিভিন্ন তথ্য

০১। বাংলাদেশে কাগজের নোট = ৯টি।

০২। বাংলাদেশে ব্যাংক নোট =৭টি।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৩। বাংলাদেশে প্রচলিত টাকার ব্যাংক নোট নয় = এক,  দুই ও পাঁচ টাকার নোট।

০৪। এক টাকার ,দুই টাকার নোটে স্বাক্ষর থাকে =অর্থ সচিবের।

০৫। ‘সবার জন্য শিক্ষা’ স্লোগান টি আছে= দুই টাকার মুদ্রায়।

০৬। বাংলাদেশে চালু পলিমার মুদ্রা মুদ্রিত হয় =অস্ট্রেলিয়ায়।

০৭। ৫০০ টাকার নোট কোন দেশে ছাপা হয়= জার্মানিতে ৷

০৮। ১ ও ৫ টাকার ধাতব মুদ্রা তৈরি করা হয় =কানাডায়।

০৯। সরকারি নোট =১, ২  ও ৫ টাকার নোট।

১০। বাংলাদেশে টাকা ছাপার জন্য বিশেষ কাগজ আমদানি করা হয়- সুইজারল্যান্ড থেকে।

১১। বিশ্বের সবচেয়ে সুন্দর কাগুজে মুদ্রা = বাংলাদেশের ২টাকার নোট।

১৩। ১ মার্কিন ডলার তৈরী করতে বাংলাদেশী =২১ টাকা খরচ হয়।

১৫। বাংলাদেশে ১ম নোট চালু হয়- ৪ মার্চ ১৯৭২ সালে ১০ টাকার নোট সর্বপ্রথম ছাপানো হয়।


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!