ভবিষ্যতের বিশ্ব

২০২০ সালঃ

  • ২০২০ সালে কিয়োটো প্রটোকলের মেয়াদ শেষ হবে।
  • ২০২০ সালে চীন ও ভারত চাঁদে মানুষ পাঠাবে।
  • ২০২০ সালের মধ্যে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা হবে।

২০২১ সালঃ

  • ২০২১ সালে বাংলাদেশের 6ষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে।
  • ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে (প্রস্তাবঃবিশ্বব্যাংক।)
  • ২০২১ সালে ঢাবির জন্মশত বার্ষিকি পালিত হবে।

২০২২ থেকে ২০৪৭ সালঃ

  • ২০২২ সালে ২২তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে কাতারে।
  • ২০২৩ সালে 13তম ক্রিকেট বিশ্বকাপ হবে ভারতে।
  • ২০২৬ সালে 30 বছর মেয়াদি গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হবে।
  • ২০৩০ সালের মধ্যে বিশ্ব এইডস মুক্ত হবে… (জাতিসংঘ।)
  • ২০৪৭ সালে চীনের দ্বৈতনীতির মেয়াদ শেষ হবে।(ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট:)

২০৫০ সালঃ

  • ২০৫০ সালে বিশ্বের জনসংখ্যা হবে 960 কোটি।
  • ২০৫০ সালে জনসংখ্যায় শীর্ষদেশ হবে ভারত।

২০৬২ সাল থেকে ২১০০ পর্যন্তঃ

  • ২০৬২ সালে হ্যালির ধুমকেতু আবার দেখা যাবে।
  • ২১০০ সাল নাগাদ তলিয়ে যাবে যুক্তরাষ্ট্রের 17 শতাধিক শহর।

আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!