ব্যাকরণে যতি বা ছেদ চিহ্নের ব্যবহার

১। কমা কোথায় বসে?
উঃ- সম্বোধন পদের পর।

২। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণ করতে হলে কোন চিহ্ন ব্যবহার হয়? উঃ- ড্যাস।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

৩। কোনটি প্রান্তিক চিহ্ন?
উঃ- দাঁড়ি।

৪। তারিখ লেখতে কোন যতি চিহ্ন ব্যবহার হয়?
উঃ- কমা।

৫। বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি?
উঃ- ১২টি।

৬। নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
উঃ- ঢাকা,২১ফেব্রুয়ারি১৯৫২।

৭। কোন ছেদ চিহ্নে থামার প্রয়োজন নেই?
উঃ-বন্ধনী চিহ্ন/হাইফেন বা সংযোগ চিহ্ন/বিলুপ্তি বা লোপ চিহ্ন।

৮। বাংলা গদ্যে বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন-
উঃ- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৯। কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়?
উঃ-কোলন।

১০। নিচের কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে?
উঃ-হাইফেন।

১১। যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? উঃ-ড্যাস।

১২। ইলেক বা লোপ চিহ্ন দিতে হয়-
উঃ- বিলুপ্ত বর্ণের জন্য।

১৩। উদ্ধৃতি চিহ্ন কত প্রকার?
উঃ- দুই প্রকার।

১৪। প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি?
উঃ- প্রশ্নচিহ্ন।

১৫। সম্বোধন পদে কোন যতি চিহ্ন বসে?
উঃ- কমা।

১৬। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন যতি চিহ্ন বসে?
উঃ- কমা।

১৭। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে? উঃ- সেমিকোলন।

১৮। বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?
উঃ- সেমিকোলন।

১৯। হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে?
উঃ- বিস্ময় চিহ্ন।

২০। বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয়?
উঃ- ১বলার দ্বিগুণ সময়।

২১। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?
উঃ- বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য।

২২। ( ), { }, [ ] এগুলো কি চিহ্ন?
উঃ- বন্ধনী চিহ্ন।


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!