বিসিএস প্রিলি সিলেবাস বিশ্লেষণ

বাংলাদেশটা এভাবে পড়লে কেমন হয়?

বিসিএস প্রিলি সিলেবাস বিশ্লেষণ | খুব বেশি গুরুত্বপূর্ণঃ ১- ১৯৪৭-৭১ (৩-৪নাম্বার), ২- সংবিধান (৩) এবং ৩- সরকার ব্যবস্থা (৩) এই গেল ১০ নাম্বার। এখানে তথ্য পরিবর্তন খুবই কম হয়। এটা রিটেনের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ। যারা রিটেন পড়তে চান একসাথে ইন্টারের পৌরনীতি বই এ মুক্তিযুদ্ধ, সরকার ব্যবস্থা ও সংবিধান সম্পর্কিত যা যা প্রশ্ন আছে, শিখে ফেলুন। রিটেনের মিনিমাম (২০*৩+৫=৬৫ নাম্বার) কাভার হবে। প্রশ্ন কমন পেতেও পারেন, না পেলেও দেখবেন সব কাছাকাছি ধরনেরই হচ্ছে।

তারপর আসি সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণঃ ৪- রাজনৈতিক ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী (৩)৫- কৃষিজ সম্পদ(৩)৬- জনসংখ্যা ও আদমশুমারী (৩)এই ৯ নাম্বারের তিনটা অধ্যায় তুলনামূলক ছোট্ট ও সহজ। যা সহজেই আয়ত্ত্বে আনা সম্ভব।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

এবার আসি ছোট মরিচের ঝাল বেশি টাইপ অধ্যায়ঃ ৭- অর্থনীতি (৩)৮- শিল্প ও বাণিজ্য (৩)রিসেন্ট আর পুরানো এমসিকিউ সলভ করলেই অনেকটা আয়ত্ত্বে আনা যায় কিন্তু। ডাটা ভুলে যাবার সম্ভাবনা থাকে! সমস্যা কি! ছোট্ট ছোট্ট টোকেনে লিখে দেয়াল, বইয়ের চিপায় সেটে দিন। আর এই দুইটা চাপ্টার থেকে ব্যাংক ও অন্যান্য চাকরিতে কিন্তু আসে। তাহলে একটু কষ্ট করলে এক ঢিলে অনেক পাখি মারা যায় কিন্তু।

৯- শেষে আসে সাম্প্রতিক (৩) এইটার জন্য পাগল কইরা ফেলেন আর হয়েও যান। ভাই ২৫ এর ব্যবস্থা করে দিলাম। বাকি কিছু ছাড়েন! সব খেলে ত বমি করে দিবেন! ২০০ তে ১৮০ উঠিয়ে লাভ নেই, ১২০+ ই আলহামদুলিল্লাহ। তবে গুরুত্বপূর্ণ স্থাপনা, পেপার, গান, বই, সাহিত্য, বড় ছোট, স্থান এইরকম ৭-৮ টা ভাগ করে যতটুকু পারা যায় পড়ুন।

বিসিএস প্রিলি সিলেবাস বিশ্লেষণ | আর সাম্প্রতিক এর কিছু বই বের হয়, এইগুলা এক্সামের ১ মাস আগেরটা কিনবেন। যা পারা যায় রিসেন্ট ইস্যু দেখবেন। শেষসবার শেষে আর একটা টপিক, প্রাচীন বাংলার রাজ্যগুলো কই কই ছিল,মোঘল সাম্রাজ্য, উপনিবেশবাদ হাল্কার উপর ঝাপ্সা মেরে দিলে কিন্তু বাকি খেলা দেখানোর সম্ভাবনা ভালো।এটাই হল এনালাইসিস, এইভাবে নিজেকে ভাবুন,নিজের পড়াকে ভাবুন।টেবিলে বসে থাকলেই কি সব হয়,ভাই?একটা অনুরোধ ; প্রচুর এমসিকিউ সলভ করবেন। এটা খুব খুব গুরুত্বপূর্ণ। [সহায়ক বই ছিল আমার]১- প্রফেসরস২- এম্পিথ্রি৩-সকল বোর্ড বই॥॥॥॥বাংলাদেশ নিয়ে লেখার পর আজ এই তুলনামূলক ৫ টা সহজ বিষয় নিয়ে লিখলাম

১- গনিত ২-বিজ্ঞান ৩- ভূগোল ৪-মানসিক দক্ষতা ৫- বাংলা গ্রামার। এখানে আছে ৭০ নাম্বার। সর্বোচ্চ চেষ্টা করতে হবে এখান থেকে ৭০%+ মার্ক্স তোলার জন্য। মোটামুটি সহজ এগুলো। প্রশ্নও কমন পড়ে।গনিতের ক্ষেত্রে ক্লাস ৮ এর বইটা খুব ভালো করে করতে হবে। এখানে আমি একটা পরামর্শ দিতে চাই, সেটা হল ক্লাস এইটের একটা ভালো গাইড বই কিনে,বিভিন্ন স্কুলের ম্যাথ প্রশ্নও প্র‍্যাক্টিস করলে রিটেনের ম্যাথের অনেকখানি কাভার দেওয়া যাবে।তারপর ক্লাস নাইন-টেনের বই অবশ্যপাঠ্য।যা যা করা দরকারসবগুলো চাপ্টার (সমীকরণ এরগুলো বাদে) খুব ভালো ভাবে করে ফেলতে হবে।

জেনারেল ম্যাথপ্রিলি+রিটেন:-২,৯.১,১৩,১৬রিটেন:-৫.১,৫.২,৯.২,১০,১১.২,প্রিলি:-১(বিভিন্ন রুটের মান আর মূলদ, অমূলদ অংশটুকু দেখলেই হবে),৩.১,৩.২,১৭( সংজ্ঞা)প্রিলি+রিটেন এর চাপ্টার গুলো অবশ্যপাঠ্য।বৃত্তের ফর্মুলা আর কয়েকটা উপপাদ্য থেকে প্রশ্ন কিন্তু আসে। জ্যা,চাপ,ব্যাস,পরিধি বের করার উপায়,সংজ্ঞা দেখে যেতে হবে। তাই পুরো বইটা ই ভালো ভাবে করে ফেললে খুব সহজ হয়,সবচেয়ে ভালো হয় এটা গ্রুপলি পরীক্ষা/টিউশন করলে।

বাংলা গ্রামার সর্বোচ্চ গুরুত্ব দিন এটাতে। প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা খুবই বেশি এই টপিক থেকে।তবে সবচেয়ে বেশি খেয়াল রাখবেন১-বানান২- এক কথায় প্রকাশ৩-শুদ্ধ অশুদ্ধ৪- সমার্থক শব্দ৫-বাগধারাএই পাচটা টপিক থেকে রিটেনের ১০ নাম্বার কাভার হবে। আর প্রিলির মিনিমাম ৭-৮ নাম্বার কাভার হচ্ছে। এটা কিন্ত বিভিন্ন ব্যাংক+ অন্যান্য এক্সাম গুলোতে ভালো আসে। তারপর গুরুত্বপূর্ণ হল১- শব্দ (এখান থেকেও দুটো প্রশ্ন অন্তত আসে, কোনটি কোন দেশের শব্দ,কোনটি কি শব্দ, কিসে শব্দের দোষ এইগুলো দেখলেই হবে। ইউটিউব এ বিভিন্ন টেকনিক পাওয়া যায় কোন দেশের শব্দ কোনটি তা বুঝার জন্য।)

২- ধ্বনি পরিবর্তন: (সবগুলো উদাহরণ একটু কষ্ট করে শিখে ফেলুন, এটা অনেক হেল্পফুল সকল চাকরির এক্সামের জন্য৩- পদ (বিশেষন,অব্যয়,ক্রিয়ার কিছু উদাহরণ আছে যেমন কোনটা ক্রিয়া বিশেষন, অব্যয়ের বিশেষন)৪- সমাস৫- উপসর্গ ৬- ণ-ত্ব এবং ষ-ত্ব বিধানএখান থেকেও আরো ৫-৭ নাম্বার কমন পড়বে। তাহলে ১৫ এর মধ্যে ১১+ নাম্বার এর সহজ সমীকরন দিলাম।বাকি থাকে কিছু গলার কাটা চাপ্টার( প্রকৃতি, প্রত্যয়), থাকুক এই কাটাগুলো। উপরে ভাতের ব্যবস্থা করার টেকনিক দিলাম। সাদা ভাত গিললেই গলার কাটা নেমে যাবে।

বিজ্ঞানের জন্য জামিলস বিজ্ঞানটাই আমার জন্য যথেষ্ট মনে হয়েছে। এটাই রিভিউ কর বারবার।

মানসিক দক্ষতা: বানান, সম্পর্ক, এক কথায় প্রকাশ (বাংলা/ইংরেজী), বার বের করার নিয়ম এইগুলা চর্চা করলেই যথেষ্ট।মানসিক দক্ষতা কেউ হাইপ তুলবেন না। মানসিকভাবে নিজেকে প্রস্তুত ভাবুন। দেখবেন পরীক্ষার হলে এমনিই পারছেন।

ভূগোল: এম্পিথ্রি/যার কাছে যা আছে এর শুধু অব্জেক্টিভ দেখে যান। আর অল্প স্বল্প ভিতর থেকে যা পড়ছেন,তা ই দেখে যেতে থাকুন।যারা যারা এখনও রিটেনের প্রস্তুতির স্বপ্নে বিভোর তা মাথা থেকে বাদ দিন, নতুবা আবার অন্য কিছু হতে পারে।আমার টেকনিকগুলো ছিল স্বল্প সময়ের জন্য। দয়া করে যা বড় প্রস্তুতি নিয়েছে,তাদের সাথে না মিলানোর জন্য অনুরোধ রইলো। শেষ সময়টুকু কাজে লাগান আর প্রার্থনা করুন। আল্লাহ সহায় হবেনই।আরেকদিন চেষ্টা করব আন্তর্জাতিক নিয়ে লেখার।আমি সব বিষয়ে দক্ষ নই ভাই। এটা মানতে হবে। এটা হওয়াও কষ্টসাধ্য, তবে অনেকেই আছেন।[

বিসিএস প্রিলি সিলেবাস বিশ্লেষণ | মোহাম্মদ আলীম উল্লাহ খান | ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!