বিশ্বের কিছু আলোচিত উপজাতি যেমনঃ শিয়া, সুন্নি , হুতি , উইঘুর , তাতারী , মাউরি , জুলু ,পিগমি ইত্যাদি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলোঃ
০১। হুতিঃ
*** ইয়েমেনে শিয়া ধর্মাবলম্বী জাইদি সম্প্রদায় হুতি নামে পরিচিত। তাদের এই পরিচিতি হয়েছে এই আন্দোলনের প্রবক্তা হোসেইন বদরুদ্দিন আল হুতির নাম থেকে।
*** বসবাস – দেশটির রাজধানী সানা ও উত্তরাঞ্চলে । হুতিদের একটি অংশ ইয়েমেনের সিমান্তবর্তী সৌদিআরবের দক্ষিনাঞ্চলীয় জেলা নাজরানেও বসবাস করে থাকে।
*** ইয়েমেনে ৯৯.৫ শতাংশ মুসলমান, যার মধ্য ৭০ শতাংশ সুন্নী ও ৩০ শতাংশ শিয়া। এই ৩০ শতাংশ শিয়ারাই মুলত হুতি সম্প্রদায়। এই হুতিরা হচ্ছে ইরানের শিয়া সরকার, সিরিয়ার আসাদ সরকার ও ইরাকের শিয়া সরকার ও লেবাননের হিজবুল্লার সহযোগী সংঘঠন।
০২। উইঘুরঃ
*** চীনের একটি সংখ্যালঘু সম্প্রদায়ের নাম। যারা মুসলিম
০৩। তাতারীঃ
*** চেঙ্গিস খান ছিলেন – বিখ্যাত তাতার নেতা
০৪। মাউরিঃ
*** মাউরি অধিবাসীরা নিউজিল্যান্ড বাস করে ।
০৫ জুলুঃ
*** জুলুরা হল – দক্ষিণ আফ্রিকার নাটালের উপজাতি। এর দক্ষিণ আফ্রিকার প্রধান উপজাতি
০৬। পিগমিঃ
*** মধ্য আফ্রিকার একটি উপজাতি।এরা সবচেয়ে খর্বকায় উপজাতি।