বিল, হাওর, লেক, সমুদ্র, চর ও দ্বীপ

০১। আড়িয়াল বিল অবস্থিত – মুন্সিগঞ্জে।

০২। চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদি – আত্রাই।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৩। বাংলাদেশের ‘পশ্চিমা বাহিনীর নদী’ বলা হয় – বিল ডাকাতিয়াকে।

০৪। টাঙ্গুয়ার হাওর অবস্থিত – সুনামগঞ্জে।

০৫। বাংলাদেশের সর্বোচ্চ স্বাদু পানির হৃদ – বগা লেক (বান্দরবান)।

০৬। দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক – মহামায়া (চট্টগ্রাম)।

০৭। বাংলাদেশের বৃহত্তম বিল – চলন বিল।

০৮। বাংলাদেশের মিঠাপানিত মাছের প্রধান উৎস – চলন বিল।

০৯। বিল ডাকাতিয়া অবস্থিত – খুলনা জেলার ডুমুরিয়ায়।

১০। তামাবিল অবস্থিত – সিলেটে।

১১। চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত – ফয়’স লেক।

১২। বাংলাদেশের সর্ববৃহৎ হাওর – হাকালুকি হাওর।

১৩। বিশ্বের বৃহত্তম আসমুদ্র সৈকত – কক্সবাজার সমুদ্র সৈকত।

১৪। যে সমুদ্র সৈকতে সূর্যোদয় ও সুর্যাস্ত দেখা যায় – কুয়াকাটা সমুদ্র সৈকত।

১৫। বাংলাদেশের সমুদ্র সৈকত দুটি – চট্টগ্রাম ও মংলা।

১৬। পাথর সমৃদ্ধ ‘ইনানি বিচ’ অবস্থিত – কক্সবাজারে।

১৭। কুয়াকাটা সমুদ্র সৈকতকে বলা হয় – সাগর কন্যা।

১৮। চট্টগ্রাম সমুদ্র বন্দর অবস্থিত – কর্ণফুলী নদীর তীরে।

১৯। কাপ্তাই হৃদ অবস্থিত – রাঙামাটিতে।

২০। মংলা সমুদ্র বন্দর অবস্থিত – পশুর নদীর তীরে।

২১। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকে বলে – ভেঙ্গী ভ্যালী।

২২। হালদা ভ্যালি অবস্থিত – খাগরাছড়িতে।

২৩। ‘বলিশিরা ভ্যালি’ অবস্থিত – মৌলভিবাজার জেলায়।

২৪। ‘নাপিত খালি ভ্যালি’ অবস্থিত – কক্সবাজার।

২৫। দেশের সবচেয়ে বড় দীঘি – রামসাগর (দিনাজপুর)।

২৬। ‘দূর্গা সাগর’ অবস্থিত – মাধবপাশা, বরিশাল।

২৭। মূহুরির চর অবস্থিত – পরশুরাম, ফেনী।

২৮। দুবলার চর অবস্থিত – সুন্দরবনের দক্ষিণে।

২৯। পাটনি চর অবস্থিত – সুন্দরবন।

৩০। চর মানিক ও চর জব্বার – ভোলা।

৩১। চর কুকরি মুকরি অবস্থিত – ভোলা।

৩২। চর নিউটন অবস্থিত – ভোলা।

৩৩। চর আলেকজেন্ডার অবস্থিত—রামগতি, লক্ষীপুর।

৩৪। উড়ির চর অবস্থিত – সন্দ্বীপ, চট্টগ্রাম।

৩৫। সোনাদিয়া দ্বীপ বিখ্যাত – সামুদ্রিক মাছ শিকারের জন্য।

৩৬। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ – সেন্টমার্টিন।

৩৭। শীতল ঝর্নার পাহাড় আছে – হিমছড়িতে।

৩৮। মৌলভিবাজার জেলার বড়লেখায় অবস্থিত – মাধবকুন্ডু জলপ্রপাত।

৩৯। গরম পানির ঝরনা অবস্থিত – সীতাকুন্ড পাহাড়ে।

৪০। বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম – ভোলা।

৪১। দেশের বৃহত্তম ব-দ্বীপ – সুন্দরবন।

৪২। মনপুরা দ্বীপ অবস্থিত – ভোলা জেলায়।

৪৩। কালা পাহাড় বা পাহাড়ের রাণী বলা হয় – চিম্বুক পাহাড়কে।

৪৪। বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ – মহেশখালী।

৪৫। দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত – হাঁড়িয়াভাঙ্গা নদীর মোহনায়, সাতক্ষীরা।

৪৬। চিম্বুক পাহাড় অবস্থিত – বান্দরবান।

৪৭। নিঝুম দ্বীপ অবস্থিত – মেঘনার মোহনায়, নোয়াখালী।

৪৮। চন্দ্রনাথ পাহাড় অবস্থিত – সীতাকুন্ডে।


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!