০১। নিউইয়র্কে → UN, UNICEF, UNDP, UNFPA.
০২। ওয়াশিংটনে → টাকা সংক্রান্ত প্রতিষ্ঠান যেমন WB, IMF, IFC, MIGA , IBRD, IDA.
০৩। রোমে → কৃষি/খাদ্য সংক্রান্ত সংক্রান্ত FAO, IFAD, WEP.
০৪। ভিয়েনাতে → জ্বালানি ও শিল্প সম্পর্কিত OPEC, IAEA, UNIDO.
০৫। জেনেভাতে → সেবা ও উন্নয়ন সম্পর্কিত WHO, ICRC, ILO, UNHCR, UNCTAD, WTO.
০৬। ব্রাসেলস, বেলজিয়াম → সামরিক ও বড় অর্থনৈতিক জোট NATO, BENELUX, EU.
০৭। প্যারিসে → শিক্ষা ও ঐতিহ্য বিষয়, UNESCO.
০৮। ফ্রান্সের লিওঁতে → INTERPOL.
০৯। IDB, OIC সদর দপ্তর → জেদ্দা, সৌদি আরব।
১০। GCC সদর দপ্তর → রিয়াদ, সৌদি আরব।
ব্যতিক্রম কিছু সংস্থার সদর দপ্তরঃ
০১। এশিয়া প্যাসিফিক অঞ্চল (APEC) (এপেক) সিংঙ্গাপুর → সিঙ্গাপুর।
০২। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় → টোকিও।
০৩। D -8 – সদর দপ্তর → ইস্তাম্বুল, তুরস্ক।
০৪। ESCAP সদর দপ্তর → ব্যাংকক, থাইল্যান্ড।
০৫। ICC সদর দপ্তর → দুবাই।
০৬। ADB সদর দপ্তর → ম্যানিলা, ইন্দোনেশিয়া।
০৭। আসিয়ান এর সদর দপ্তর → জাকার্তা, ইন্দোনেশিয়া।
০৮। আকু (ACU), ইকু (ECO) এর সদর দপ্তর → তেহরান, ইরান।
০৯। TI সদর দপ্তর → বার্লিন।
১০। আফ্রিকান উন্নয়ন ব্যাংক → আবিদজান, আইভরিকোস্ট।
১১। UNEP সদর দপ্তর → নাইরোবি, কেনিয়া।
১২। আফ্রিকান ইউনিয়ন সদর দপ্তর → আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
১৩। আরবলীগ সদর দপ্তর → কায়রো, মিশর।
১৪। ICJ সদর দপ্তর → হেগ।
১৫। আনজুস (ANZUS) সদর দপ্তর → ক্যানবেরা, অস্ট্রেলিয়া।
১৬। FIFA সদর দপ্তর → সুইজারল্যান্ডের জুরিখ।
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)
- টেকনিকে মনে রাখুন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর
- জাতিসংঘের সংস্থাসমূহের সদর দপ্তর মনে রাখার সহজ টেকনিক
- ফিলিস্তিন ও ইসরাইল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর