বিভিন্ন সংস্থার সদর দপ্তর

০১। নিউইয়র্কে → UN, UNICEF, UNDP, UNFPA.

০২। ওয়াশিংটনে → টাকা সংক্রান্ত প্রতিষ্ঠান যেমন WB, IMF, IFC, MIGA , IBRD, IDA.

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৩। রোমে → কৃষি/খাদ্য সংক্রান্ত সংক্রান্ত FAO, IFAD, WEP.

০৪। ভিয়েনাতে → জ্বালানি ও শিল্প সম্পর্কিত OPEC, IAEA, UNIDO.

০৫। জেনেভাতে → সেবা ও উন্নয়ন সম্পর্কিত WHO, ICRC, ILO, UNHCR, UNCTAD, WTO.

০৬। ব্রাসেলস, বেলজিয়াম → সামরিক ও বড় অর্থনৈতিক জোট NATO, BENELUX, EU.

০৭। প্যারিসে → শিক্ষা ও ঐতিহ্য বিষয়, UNESCO.

০৮। ফ্রান্সের লিওঁতে → INTERPOL.

০৯। IDB, OIC সদর দপ্তর → জেদ্দা, সৌদি আরব।

১০। GCC সদর দপ্তর → রিয়াদ, সৌদি আরব।


ব্যতিক্রম কিছু সংস্থার সদর দপ্তরঃ

০১। এশিয়া প্যাসিফিক অঞ্চল (APEC) (এপেক) সিংঙ্গাপুর → সিঙ্গাপুর।

০২। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় → টোকিও।

০৩। D -8 – সদর দপ্তর → ইস্তাম্বুল, তুরস্ক।

০৪। ESCAP সদর দপ্তর → ব্যাংকক, থাইল্যান্ড।

০৫। ICC সদর দপ্তর → দুবাই।

০৬। ADB সদর দপ্তর → ম্যানিলা, ইন্দোনেশিয়া।

০৭। আসিয়ান এর সদর দপ্তর → জাকার্তা, ইন্দোনেশিয়া।

০৮। আকু (ACU), ইকু (ECO) এর সদর দপ্তর → তেহরান, ইরান।

০৯। TI সদর দপ্তর → বার্লিন।

১০। আফ্রিকান উন্নয়ন ব্যাংক → আবিদজান, আইভরিকোস্ট।

১১। UNEP সদর দপ্তর → নাইরোবি, কেনিয়া।

১২। আফ্রিকান ইউনিয়ন সদর দপ্তর → আদ্দিস আবাবা, ইথিওপিয়া।

১৩। আরবলীগ সদর দপ্তর → কায়রো, মিশর।

১৪। ICJ সদর দপ্তর → হেগ।

১৫। আনজুস (ANZUS) সদর দপ্তর → ক্যানবেরা, অস্ট্রেলিয়া।

১৬। FIFA সদর দপ্তর → সুইজারল্যান্ডের জুরিখ।


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!