০১. উচ্চতা পরিমাপক যন্ত্র – অলটিমিটার;
০২. সমুদ্রের গভীরতা নির্ণয়াক যন্ত্র – ফ্যাদোমিটার;
০৩. ভূমিকম্প নির্ণয় করার যন্ত্র – সিসমোগ্রাফ;
০৪. ভূমিকম্পের তীব্রতা পরিমাপক মাপার যন্ত্র – রিক্টার স্কেল;
০৫. উড়োজাহাজের উচ্চতা মাপার যন্ত্র- ওডোমিটার;
০৬. দিক নির্ণয়ন যন্ত্র – কম্পাস;
০৭. সূর্যের কৌণিক দূরত্ব নির্ণয়ক যন্ত্র- সেক্সট্যান্ট;
০৮. শ্রবণ শক্তি পরীক্ষার যন্ত্র – অডিও মিটার;
০৯. হৃৎপিন্ডের গতি নির্ণয়ক যন্ত্র- কার্ডিওগ্রাফ;
১০. বায়ুর চাপ নির্ণয়ক যন্ত্র- ব্যারোমিটার;
১১. গ্যাসের চাপ নির্ণয়ক যন্ত্র- ম্যানোমিটার;
১২. বায়ুর গতিবেগ নির্ণয়াক যন্ত্র- ব্যারোমিটার;
১৩. সূক্ষ সময় পরিমাপক যন্ত্র- ক্রনোমিটার;
১৪. তাপ পরিমাপক যন্ত্র- থার্মোমিটার;
১৫. বৃষ্টি পরিমাপক যন্ত্র – রেনগেজ;
১৬. দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্র- ল্যাকটোমিটার;
১৬. মানবদেহের রক্তচাপ নির্ণয়াক যন্ত্র – স্ফিগমোম্যানোমিটার;
১৮. উদ্ভিদের বৃদ্ধি নির্ণয়ক যন্ত্র- ক্রেসকোগ্রাফ;
১৯. বায়ুর আদ্রতা নির্ণয়ক যন্ত্র- হাইগ্রোমিটার;
২০. বাতাস/গ্যাসের ওজন/ঘনত্ব নির্ণয়ক যন্ত্র – এ্যারোমিটার;
২১. উড়োজাহাজের বা মোটরগাড়ির গতি নির্ণয়াক যন্ত্র – ট্যাকোমিটার;
আরো পড়ুন:
- দৈনিক পত্রিকা থেকে সংগৃহীত কিছু সাধারণ জ্ঞান
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)
- রিমোট জব কি এবং কেন?
- ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও ১১ দফা
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম