বিভিন্ন পরিমাপক যন্ত্র

০১. উচ্চতা পরিমাপক যন্ত্র – অলটিমিটার;

০২. সমুদ্রের গভীরতা নির্ণয়াক যন্ত্র – ফ্যাদোমিটার;

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৩. ভূমিকম্প নির্ণয় করার যন্ত্র – সিসমোগ্রাফ;

০৪. ভূমিকম্পের তীব্রতা পরিমাপক মাপার যন্ত্র – রিক্টার স্কেল;

০৫. উড়োজাহাজের উচ্চতা মাপার যন্ত্র- ওডোমিটার;

০৬. দিক নির্ণয়ন যন্ত্র – কম্পাস;

০৭. সূর্যের কৌণিক দূরত্ব নির্ণয়ক যন্ত্র- সেক্সট্যান্ট;

০৮. শ্রবণ শক্তি পরীক্ষার যন্ত্র – অডিও মিটার;

০৯. হৃৎপিন্ডের গতি নির্ণয়ক যন্ত্র- কার্ডিওগ্রাফ;

১০. বায়ুর চাপ নির্ণয়ক যন্ত্র- ব্যারোমিটার;

১১. গ্যাসের চাপ নির্ণয়ক যন্ত্র- ম্যানোমিটার;

১২. বায়ুর গতিবেগ নির্ণয়াক যন্ত্র- ব্যারোমিটার;

১৩. সূক্ষ সময় পরিমাপক যন্ত্র- ক্রনোমিটার;

১৪. তাপ পরিমাপক যন্ত্র- থার্মোমিটার;

১৫. বৃষ্টি পরিমাপক যন্ত্র – রেনগেজ;

১৬. দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্র- ল্যাকটোমিটার;

১৬. মানবদেহের রক্তচাপ নির্ণয়াক যন্ত্র – স্ফিগমোম্যানোমিটার;

১৮. উদ্ভিদের বৃদ্ধি নির্ণয়ক যন্ত্র- ক্রেসকোগ্রাফ;

১৯. বায়ুর আদ্রতা নির্ণয়ক যন্ত্র- হাইগ্রোমিটার;

২০. বাতাস/গ্যাসের ওজন/ঘনত্ব নির্ণয়ক যন্ত্র – এ্যারোমিটার;

২১. উড়োজাহাজের বা মোটরগাড়ির গতি নির্ণয়াক যন্ত্র – ট্যাকোমিটার;


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!