বানান শুদ্ধিকরন (৫০ টি)

বানান শুদ্ধিকরন :

০১| বিদোষী = বিদুষী।
০২| সহযোগীতা = সহযোগিতা।
০৩| শিরচ্ছেদ = শিরশ্ছেদ।
০৪| মনোকস্ট = মনঃকষ্ট।
০৫| অপরাহ্ন = অপরাহ্ণ।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৬| দূরাবস্থা = দুরবস্থা।
০৭| ষ্টেশন =স্টেশন।
০৮| মুহুর্ত = মুহূর্ত।
০৯| উপযোগীতা = উপযোগিতা।
১০| কল্যান = কল্যাণ।

১১| জীবীকা = জীবিকা।
১২| স্বরস্বতী = সরস্বতী।
১৩| গীতাঞ্জলী = গীতাঞ্জলি।
১৪| পিপিলিকা = পিপীলিকা।
১৫| ব্যপ্ত = ব্যাপ্ত।

১৬| মুখস্ত = মুখস্থ।
১৭| সংস্কৃতিক = সাংস্কৃতিক।
১৮| অন্তভুক্ত =অন্তর্ভুক্ত।
১৯| ঐক্যতান = ঐকতান।
২০| উপরোক্ত = উপর্যুক্ত।

২১| দ্বন্দ= দ্বন্দ্ব।
২২| ভূবন = ভুবন।
২৩| বিভিষিকা = বিভীষিকা।
২৪| আলচ্যমান = আলোচ্যমান।
২৫| পুরান = পুরাণ।

২৬| ঝরণা = ঝরনা।
২৭| বৈচিত্র= বৈচিত্র্য।
২৮| দৈন্যতা = দৈন্য/দীনতা।
২৯| পুরষ্কার = পুরস্কার।
৩০| স্নেহাশীস = স্নেহাশিস।

বানান শুদ্ধিকরন :

৩১| বয়জেষ্ঠ্য = বয়োজ্যেষ্ঠ।
৩২| দূরাদৃস্ট = দুরাদৃষ্ট।
৩৩| কর্মজীবি = কর্মজীবী।
৩৪| আকাংখা = আকাঙ্ক্ষা।
৩৫| প্রতিযোগীতা = প্রতিযোগিতা।

৩৬| সন্যাসী = সন্ন্যাসী।
৩৭| বহিস্কার = বহিষ্কার।
৩৮| জগত = জগৎ।
৩৯| মনীষি = মনীষী।
৪০| শান্তনা = সান্ত্বনা।

৪১| মন্ত্রীত্ব = মন্ত্রিত্ব।
৪২| বুদ্ধিজীবি = বুদ্ধিজীবী।
৪৩| ইতিমধ্যে = ইতোমধ্যে।
৪৪| ভৌগলিক= ভৌগোলিক।
৪৫| মুমুর্ষু = মুমূর্ষু।

৪৬| শ্রদ্ধান্ঞ্জলী = শ্রদ্ধাঞ্জলি।
৪৭| উত্তারায়ন = উত্তারায়ণ।
৪৮| ঋন = ঋণ।
৪৯| ইদানিংকাল = ইদানীং।
৫০| সম্বর্ধনা = সংবর্ধনা।

40th BCS : বানান শুদ্ধিকরন

০১) আপদ এর বিপরীত শব্দ – সম্পদ।
০২) ভূত এর বিপরীত শব্দ – ভবিষ্যৎ।
০৩) শান্ত এর বিপরীত শব্দ – অনন্ত।
০৪) কৃতঘ্ন এর বিপরীত শব্দ – কৃতজ্ঞ।
০৫) অশুদ্ধ বাক্য – সর্বদা পরিস্কৃত থাকিবে।

০৬) শুদ্ধ বাক্য – তুমি কি ঢাকা যাবে??
০৭) শুদ্ধ বাক্য – রহিমা পাগল হয়ে গেছে।
০৮) শুদ্ধ বাক্য – বুনো ওল, বাঘা তেতুল।
০৯) বায়ু শব্দের সমার্থক শব্দ – বাত।
১০) চাঁদ এর সমার্থক শব্দ – নিশাপতি।

১১) সমুদ্র শব্দের সমার্থক – পাথার।
১২) রাজা শব্দের সমার্থক – নরেন্দ্র।
১৩) জল শব্দের সমার্থক শব্দ – অম্বু।
১৪) কৌমুদির প্রতিশব্দ নয় – নলিনী।
১৫) অরুন এর প্রতিশব্দ নয় – বিজলী।

১৬) নিকেতন এর প্রতিশব্দ নয় – তোয়।
১৭) রামা এর প্রতিশব্দ নয় – সুত।
১৮) শিক্ষককে শ্রদ্ধা কর। এখানে শিক্ষককে – সম্প্রদান ৭ মী বিভক্তি।
১৯) পৌরসভা কোন সমাস – ৬ষ্ঠী তৎপুরুষ সমাস।
২০) অর্ক এর প্রতিশব্দ নয় – অনিল।

২১) কোনটি সঠিক – আপাদমস্তক।
২২) দশানন কোন সমাস – বহুব্রীহি সমাস।
২৩) ভূত এর বিপরীত শব্দ – ভবিষ্যত।
২৪) রক্ত করবী – নাটক।
২৫) বসুমতী শব্দের সমার্থক – ধরিত্রী।

২৬) পরার্থ শব্দের অর্থ – পরোপকার।
২৭) যে নারী প্রিয় কথা বলে – প্রিয়ংবদা।
২৮) সাত সাগরের মাঝি কাব্য – ফররুখ আহমেদ এর।
২৯) বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ – বৃষ+তি।
৩০) রবীন্দ্রনাথের রচনা নয় – বিষের বাঁশী।

বানান শুদ্ধিকরন :

৩১) গুরুজনে ভক্তিকর এখানে গুরুজনে – কর্মকারক।
৩২) বনফুল যার ছদ্মনাম – বলাইচাঁদ মুখোপাধ্যায়।
৩৩) surgeon এর পরিভাষা – শল্য চিকিৎসক।
৩৪) হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন কার কবিতার লাইন – মাইকেল মধুসূদন দত্ত।
৩৫) ব্যথার দান – কাজী নজরুল রচিত গল্প।

৩৬) সংশপ্তক কার – শহীদুল্লাহ কায়সার।
৩৭) পর্যালোচনার সন্ধি বিচ্ছেদ – পরি + আলোচনা।
৩৮) অম্বর শব্দের অর্থ – আকাশ।
৩৯) নিরানব্বইয়ের ধাক্কা – সঞ্চয়ের প্রবৃত্তি।
৪০) শুদ্ধ বানান – পিপীলিকা।
৪১) প্রবচন – পুরোনো চাল ভাতে বাড়ে।
৪২) দারিদ্রতা শব্দটি অশুদ্ধ – প্রত্যয়জনিত কারনে।

বাংলাদেশ ব্যাংক এডি : ২০১০, ২০০৯, ২০০৮

০১) কোন বানানটি সঠিক – ভদ্রোচিত।
০২) উনপাঁজুরে শব্দরে অর্থ – দুর্বল।
০৩) উত্তম পুরুষের উদাঃ – আমি।
০৪) দিনের আলো ও সন্ধ্যার আঁধারে মিলন – গোধূলী।
০৫) যা দীপ্তি পাচ্ছে – দেদীপ্যমান।

০৬) আকাশ শব্দের সমার্থক নয় – হিমাংশু।
০৭) দেশী শব্দ – চাল, চুলা।
০৮) সন্ধি শব্দের বিপরীত শব্দ – বিয়োগ।
০৯) কোনটির লিঙ্গান্তর হয় না – কবিরাজ।
১০) সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন এর শুব্দ রুপ – সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন।

১১) বাঁধ্ + অন = বাঁধন কোন শব্দ – কৃদন্ত শব্দ।
১২) ধাতু কয় প্রকার – ৩ প্রকার।
১৩) রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য এর শুব্দ রুপ – রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য।
১৪) দশে মিলে করি কাজ এখানে দশে – কর্তৃকারকে ৭মী বিভক্তি।
১৫) স্বরসংগতির উদাহরন – দেশী> দিশী।

১৬) পাতায় পাতায় পড়ে নিশির শিশির এখানে পাতায় পাতায় – অধিকরণে ৭মী বিভক্তি।
১৭) যে বহু বিষয় জানে – বহুজ্ঞ।
১৮) যৌগিক স্বরধ্বনি – ঐ।
১৯) সূর্য এর প্রতিশব্দ নয় – হিমকর।
২০) কবর কবিতাটি কোন কাব্যের – রাখালী।

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!