বাংলা সাহিত্য-৮৪

প্রশ্নঃ ‘মনসামঙ্গল’ কাব্যের আদিকবি কে?
ক. বিজয় দত্ত
খ. ময়ূর ভট্ট
গ. মানিক দত্ত
ঘ. কানা হরিদত্ত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘উপকথা’ বলতে কি বোঝায়?
ক. পশুপাখির কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য
খ. রাজা-বাদশাদের কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য
গ. প্রাচীনকালের সমাজ জীবন নিয়ে রচিত সাহিত্য
ঘ. উপজাতিদের জীবন অবলম্বনে রচিত সাহিত্য
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ গদ্যের মাধ্যমে কাহিনী বর্ণিত হলে তাকে কি বলে?
ক. লোককথা
খ. গীতিকা
গ. পালা
ঘ. ক্লাসিক সাহিত্য
উত্তরঃ ক

প্রশ্নঃ ঠাকুর মার ঝুলির রচয়িতা–
ক. ক্ষিতিশচন্দ্র
খ. দক্ষিণারঞ্জন মিত্র
গ. দীনেশচন্দ্র
ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ খ

প্রশ্নঃ মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কতসালে মৃত্যুবরণ করেন?
ক. ১৭৫৬
খ. ১৭৫২
গ. ১৭৬০
ঘ. ১৭৬২
উত্তরঃ গ

প্রশ্নঃ পৃথিবীর বিখ্যাত মহাকাব্য ইলিয়ড ও ওডেসি’র রচয়িতা একজন মহাকবি। তিনি হলেন-
ক. হোমার
খ. মিল্টন
গ. কক্রেটিস
ঘ. ভার্জিল
উত্তরঃ ক

প্রশ্নঃ তিনটি শ,ষ, স- এর মধ্যে ব্রজবুলি ভাষায় কোনটি ব্যবহার করা হয়েছে?
ক. শ
খ. ষ
গ. স
ঘ. একটিও না
উত্তরঃ গ

প্রশ্নঃ শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থটি আবিষ্কৃত হয়-
ক. নেপালের রাজদরবার থেকে
খ. বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রাম থেকে
গ. নেপালের রাজবাড়ির রান্নাঘর থেকে
ঘ. বার্মার এক গৃহস্থ বাড়ি থেকে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা?
ক. শৈবধর্ম
খ. বৌদ্ধ সহজযান
গ. নাথধর্ম
ঘ. কোনোটি নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ব্রজবুলি কোন স্থানের ভাষা?
ক. আসাম
খ. মিথিলা
গ. গৌড়
ঘ. পশ্চিমবঙ্গ
উত্তরঃ খ

প্রশ্নঃ মধ্যযুগের প্রথম কবি হচ্ছে-
ক. কাহ্নপা
খ. বিদ্যাপতি
গ. বড়ু– চণ্ডীদাস
ঘ. মালাধর বসু
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘অভিনব জয়দেব’ কোন কবি?
ক. চন্ডীদাস
খ. বড়ু চণ্ডীদাস
গ. দীজ চণ্ডীদাস
ঘ. বিদ্যাপতি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বিদ্যাপতি’ কোন রাজসভার কবি ছিলেন?
ক. রোসাঙ্গ
খ. মিথিলা
গ. কৃষ্ণনগর
ঘ. বিক্রমপুর
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘গুল-ই-বকাওলী’ গ্রণ্থের রচয়িতা কে?
ক. মুহাম্মদ মুকিম
খ. শা’বারিদ খান
গ. ফকীর গরীবুল্লাহ
ঘ. দৌলত উজির বাহরাম খান
উত্তরঃ ক

প্রশ্নঃ গঠনরীতিতে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য মূলত
ক. নাট্যগীতি
খ. ধামালি
গ. প্রেমগীতি
ঘ. পদাবলি
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন কবি হোসেন শাহের পৃষ্ঠপোকতায় কাব্য রচনা করেন?
ক. রামনিধি গুপ্ত
খ. মালাধর বসু
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. ভারতচন্দ্র রায়গুণাকর
উত্তরঃ খ

প্রশ্নঃ দেওয়ানা মদিনার রচয়িতা কে?
ক. মনসুর বয়াতি
খ. জসীমউদ্দীন
গ. মনসুর উদ্দিন
ঘ. সুকুমার সেন
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন কাব্যটির প্রকাশক ড. সুকুমার সেন?
ক. চৈতন্যমঙ্গল
খ. ভুবনমঙ্গল
গ. প্রেমবিলাস
ঘ. প্রেমামৃত
উত্তরঃ খ

প্রশ্নঃ কোরেশী মাগন ঠাকুর নামের কোন অংশ আরাকান রাজাদের দেয়া সম্মানিত উপাধি?
ক. কোরেশী
খ. মাগন
গ. ঠাকুর
ঘ. মাগন ঠাকুর
উত্তরঃ গ

প্রশ্নঃ কৃষ্ণ দ্বৈপায়নের নাম বেদব্যাস হয়েছিল কেন?
ক. শ্রীকৃষ্ণকীর্তন রচনা ও গাওয়ার জন্য
খ. বেদ এর ব্যাখ্যা প্রদান করেছিলেন বলে
গ. অতি প্রাচীনকালে বেদবাক্যউচ্চারণরণ করেছিল বলে
ঘ. সনাতন ধর্ম প্রচার করার কারণে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘দেওয়ানা মদিনা’ কোন কাব্যের অন্তর্গত?
ক. মধ্যযুগের গীতিকবিতা
খ. পূর্ববঙ্গ গীতিকা
গ. নাথ গীতিকা
ঘ. ময়মনসিংহ গীতিকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ হিন্দুধর্মের পবিত্র ধর্মগ্রন্থ ‘ভাগবৎ’ বাংলায় অনুবাদ করেন কে?
ক. কৃত্তিবাস ওঝা
খ. কবীন্দ্র পরমেশ্বর
গ. মালাধর বসু
ঘ. গিরিশচন্দ্র সেন
উত্তরঃ গ

প্রশ্নঃ শাক্ত পদাবলির জন্য বিখ্যাত-
ক. রামনিধি গুপ্ত
খ. দাশরথি রায়
গ. অ্যান্টনি ফিরিঙ্গি
ঘ. রামুপ্রসাদ সেন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শেখ ফয়জুল্লাহ রচিত নাথ সাহিত্য গ্রন্থ কোনটি?
ক. মীন চেতন
খ. গোরক্ষ বিজয়
গ. ময়নামতির গান
ঘ. গোর্খ বিজয়
উত্তরঃ খ

প্রশ্নঃ সুলতানি যুগের সময়কাল কত?
ক. ১২০১-১৪১০
খ. ১৪১০-১৬২০
গ. ১৩৫১-১৫৭৫
ঘ. ১৫৭৬-১৭৫৭
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সতীময়না ও লোরচন্দ্রানী’ কাব্য কোন কাব্য অবলম্বনে রচিত?
ক. হিন্দি কাব্য পদুমাবৎ
খ. হিন্দি কাব্য মৈনাসত
গ. আলেফ লায়লা
ঘ. মৌলিক রচনা
উত্তরঃ খ

প্রশ্নঃ রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি-
ক. দৌলত কাজী
খ. দৌলত উজির বাহরাম খান
গ. মুহম্মদ কবীর
ঘ. শাহ মুহম্মদ সগীর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিম্নলিখিত কোন গ্রন্থটি নাট্যগীত কাব্য?
ক. শ্রীকৃষ্ণ
খ. সেক শুভোদয়া
গ. ইউসুফ জুলেখা
ঘ. শ্রীকৃষ্ণকীর্তন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বটতলার পুঁথি বলতে কি বুঝায়-
ক. মধ্যযুগীয় কাব্যের হস্তলিপিতে পাণ্ডুলিপ
খ. বটতলা নামক স্থানে রচিত কাব্য
গ. দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য
ঘ. অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য
উত্তরঃ গ

প্রশ্নঃ শেক্সপিয়ারের ‘Comedy of Errors’ গ্রন্থের গদ্যানুবাদ কোনটি?
ক. সীরার বনবাস
খ. জীবনচরিত
গ. ভ্রান্তিবিলাস
ঘ. কথামালা
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!