প্রশ্নঃ ‘মনসামঙ্গল’ কাব্যের আদিকবি কে?
ক. বিজয় দত্ত
খ. ময়ূর ভট্ট
গ. মানিক দত্ত
ঘ. কানা হরিদত্ত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘উপকথা’ বলতে কি বোঝায়?
ক. পশুপাখির কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য
খ. রাজা-বাদশাদের কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য
গ. প্রাচীনকালের সমাজ জীবন নিয়ে রচিত সাহিত্য
ঘ. উপজাতিদের জীবন অবলম্বনে রচিত সাহিত্য
উত্তরঃ ক
প্রশ্নঃ গদ্যের মাধ্যমে কাহিনী বর্ণিত হলে তাকে কি বলে?
ক. লোককথা
খ. গীতিকা
গ. পালা
ঘ. ক্লাসিক সাহিত্য
উত্তরঃ ক
প্রশ্নঃ ঠাকুর মার ঝুলির রচয়িতা–
ক. ক্ষিতিশচন্দ্র
খ. দক্ষিণারঞ্জন মিত্র
গ. দীনেশচন্দ্র
ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ খ
প্রশ্নঃ মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কতসালে মৃত্যুবরণ করেন?
ক. ১৭৫৬
খ. ১৭৫২
গ. ১৭৬০
ঘ. ১৭৬২
উত্তরঃ গ
প্রশ্নঃ পৃথিবীর বিখ্যাত মহাকাব্য ইলিয়ড ও ওডেসি’র রচয়িতা একজন মহাকবি। তিনি হলেন-
ক. হোমার
খ. মিল্টন
গ. কক্রেটিস
ঘ. ভার্জিল
উত্তরঃ ক
প্রশ্নঃ তিনটি শ,ষ, স- এর মধ্যে ব্রজবুলি ভাষায় কোনটি ব্যবহার করা হয়েছে?
ক. শ
খ. ষ
গ. স
ঘ. একটিও না
উত্তরঃ গ
প্রশ্নঃ শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থটি আবিষ্কৃত হয়-
ক. নেপালের রাজদরবার থেকে
খ. বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রাম থেকে
গ. নেপালের রাজবাড়ির রান্নাঘর থেকে
ঘ. বার্মার এক গৃহস্থ বাড়ি থেকে
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা?
ক. শৈবধর্ম
খ. বৌদ্ধ সহজযান
গ. নাথধর্ম
ঘ. কোনোটি নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ ব্রজবুলি কোন স্থানের ভাষা?
ক. আসাম
খ. মিথিলা
গ. গৌড়
ঘ. পশ্চিমবঙ্গ
উত্তরঃ খ
প্রশ্নঃ মধ্যযুগের প্রথম কবি হচ্ছে-
ক. কাহ্নপা
খ. বিদ্যাপতি
গ. বড়ু– চণ্ডীদাস
ঘ. মালাধর বসু
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘অভিনব জয়দেব’ কোন কবি?
ক. চন্ডীদাস
খ. বড়ু চণ্ডীদাস
গ. দীজ চণ্ডীদাস
ঘ. বিদ্যাপতি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘বিদ্যাপতি’ কোন রাজসভার কবি ছিলেন?
ক. রোসাঙ্গ
খ. মিথিলা
গ. কৃষ্ণনগর
ঘ. বিক্রমপুর
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘গুল-ই-বকাওলী’ গ্রণ্থের রচয়িতা কে?
ক. মুহাম্মদ মুকিম
খ. শা’বারিদ খান
গ. ফকীর গরীবুল্লাহ
ঘ. দৌলত উজির বাহরাম খান
উত্তরঃ ক
প্রশ্নঃ গঠনরীতিতে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য মূলত
ক. নাট্যগীতি
খ. ধামালি
গ. প্রেমগীতি
ঘ. পদাবলি
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন কবি হোসেন শাহের পৃষ্ঠপোকতায় কাব্য রচনা করেন?
ক. রামনিধি গুপ্ত
খ. মালাধর বসু
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. ভারতচন্দ্র রায়গুণাকর
উত্তরঃ খ
প্রশ্নঃ দেওয়ানা মদিনার রচয়িতা কে?
ক. মনসুর বয়াতি
খ. জসীমউদ্দীন
গ. মনসুর উদ্দিন
ঘ. সুকুমার সেন
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন কাব্যটির প্রকাশক ড. সুকুমার সেন?
ক. চৈতন্যমঙ্গল
খ. ভুবনমঙ্গল
গ. প্রেমবিলাস
ঘ. প্রেমামৃত
উত্তরঃ খ
প্রশ্নঃ কোরেশী মাগন ঠাকুর নামের কোন অংশ আরাকান রাজাদের দেয়া সম্মানিত উপাধি?
ক. কোরেশী
খ. মাগন
গ. ঠাকুর
ঘ. মাগন ঠাকুর
উত্তরঃ গ
প্রশ্নঃ কৃষ্ণ দ্বৈপায়নের নাম বেদব্যাস হয়েছিল কেন?
ক. শ্রীকৃষ্ণকীর্তন রচনা ও গাওয়ার জন্য
খ. বেদ এর ব্যাখ্যা প্রদান করেছিলেন বলে
গ. অতি প্রাচীনকালে বেদবাক্যউচ্চারণরণ করেছিল বলে
ঘ. সনাতন ধর্ম প্রচার করার কারণে
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘দেওয়ানা মদিনা’ কোন কাব্যের অন্তর্গত?
ক. মধ্যযুগের গীতিকবিতা
খ. পূর্ববঙ্গ গীতিকা
গ. নাথ গীতিকা
ঘ. ময়মনসিংহ গীতিকা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ হিন্দুধর্মের পবিত্র ধর্মগ্রন্থ ‘ভাগবৎ’ বাংলায় অনুবাদ করেন কে?
ক. কৃত্তিবাস ওঝা
খ. কবীন্দ্র পরমেশ্বর
গ. মালাধর বসু
ঘ. গিরিশচন্দ্র সেন
উত্তরঃ গ
প্রশ্নঃ শাক্ত পদাবলির জন্য বিখ্যাত-
ক. রামনিধি গুপ্ত
খ. দাশরথি রায়
গ. অ্যান্টনি ফিরিঙ্গি
ঘ. রামুপ্রসাদ সেন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ শেখ ফয়জুল্লাহ রচিত নাথ সাহিত্য গ্রন্থ কোনটি?
ক. মীন চেতন
খ. গোরক্ষ বিজয়
গ. ময়নামতির গান
ঘ. গোর্খ বিজয়
উত্তরঃ খ
প্রশ্নঃ সুলতানি যুগের সময়কাল কত?
ক. ১২০১-১৪১০
খ. ১৪১০-১৬২০
গ. ১৩৫১-১৫৭৫
ঘ. ১৫৭৬-১৭৫৭
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সতীময়না ও লোরচন্দ্রানী’ কাব্য কোন কাব্য অবলম্বনে রচিত?
ক. হিন্দি কাব্য পদুমাবৎ
খ. হিন্দি কাব্য মৈনাসত
গ. আলেফ লায়লা
ঘ. মৌলিক রচনা
উত্তরঃ খ
প্রশ্নঃ রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি-
ক. দৌলত কাজী
খ. দৌলত উজির বাহরাম খান
গ. মুহম্মদ কবীর
ঘ. শাহ মুহম্মদ সগীর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিম্নলিখিত কোন গ্রন্থটি নাট্যগীত কাব্য?
ক. শ্রীকৃষ্ণ
খ. সেক শুভোদয়া
গ. ইউসুফ জুলেখা
ঘ. শ্রীকৃষ্ণকীর্তন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বটতলার পুঁথি বলতে কি বুঝায়-
ক. মধ্যযুগীয় কাব্যের হস্তলিপিতে পাণ্ডুলিপ
খ. বটতলা নামক স্থানে রচিত কাব্য
গ. দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য
ঘ. অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য
উত্তরঃ গ
প্রশ্নঃ শেক্সপিয়ারের ‘Comedy of Errors’ গ্রন্থের গদ্যানুবাদ কোনটি?
ক. সীরার বনবাস
খ. জীবনচরিত
গ. ভ্রান্তিবিলাস
ঘ. কথামালা
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)