বাংলা সাহিত্য-৮২

প্রশ্নঃ ‘বৃন্দাবনের ষড় গোস্বামী’ কি?
ক. হিন্দু তীর্থক্ষেত্র
খ. তীর্থ ঠাকুর
গ. শ্রী চৈতন্যের বৃন্দাবিনী নাম
ঘ. বৃন্দাবনে চৈতন্যের ছয় শিষ্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিমাই কার বাল্যকালের নাম?
ক. জয়দেব
খ. হরপ্রসাদ শাস্ত্রী
গ. দীনবন্ধু
ঘ. শ্রী চৈতন্যদেব
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ আলাওলের তৃতীয় রচনা কোনটি?
ক. সয়ফুলমুলুক-বদিউজ্জামান
খ. সপ্তপয়কর
গ. সতীময়নার শেষ অংশ
ঘ. তোহফা
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি মৈমনসিংহ গীতিকার উপাখ্যান?
ক. পদ্মাবতী
খ. বিদ্যাসুন্দর
গ. জয়চন্দ্র চন্দ্রাবতী
ঘ. পদ্মিনী উপাখ্যান
উত্তরঃ গ

প্রশ্নঃ হিন্দি কবি মনঝন রচিত ‘মধুমারত’ অবলম্বনে মধুমালতী কাব্য রচনা করেন কে?
ক. আলাওল
খ. মুহম্মদ কবীর
গ. মাগন ঠাকুর
ঘ. কাজী দৌলত
উত্তরঃ খ

প্রশ্নঃ মৈমনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষায় অনূদিত হয়েছে?
ক. ১৩টি
খ. ১৮টি
গ. ২৩টি
ঘ. ২৬টি
উত্তরঃ গ

প্রশ্নঃ কৃষ্ণদাস কবিরাজের লেখা গ্রন্থের নাম কি?
ক. চৈতন্যমঙ্গল
খ. শ্রীচৈতন্য কড়চা
গ. শ্রী চৈতন্য চরিতামৃত
ঘ. গৌরক্ষ বিজয়
উত্তরঃ গ

প্রশ্নঃ মনসামঙ্গলের কাহিনী নেয়া-
ক. রামায়ণ থেকে
খ. মহাভারত থেকে
গ. অন্য কোনো পুরাণ থেকে
ঘ. এটি একটি স্বতন্ত্র লৌকিক কাহিনী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পুঁথি সাহিত্যের বিকাশ সাধিত হয় কোন শতকে?
ক. অষ্টাদশ শতকে
খ. সপ্তদশ শতকে
গ. নবম শতকে
ঘ. উনিশ শতকে
উত্তরঃ ক

প্রশ্নঃ লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?
ক. আলাওল
খ. কোরেশী মাগন
গ. দৌলত কাজী
ঘ. সৈয়দ সুলতান
উত্তরঃ গ

প্রশ্নঃ ময়মনসিংহ অঞ্চলে গীত হয় কোন গান?
ক. ভাওয়াইয়া
খ. জারি
গ. ঝুমুর গান
ঘ. জাগ গান
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন কবি অদ্ভুতাচার্য হিসেবে পরিচিত?
ক. কৃত্তিবাস
খ. নিত্যানন্দ আচার্য
গ. চন্দ্রাবতী
ঘ. কাশীরাম দাস
উত্তরঃ খ

প্রশ্নঃ আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ হলেন-
ক. আলাওল
খ. কোরেশী মাগন ঠাকুর
গ. শেখ মর্দন
ঘ. দৌলত কাজী
উত্তরঃ ক

প্রশ্নঃ চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী কয় খণ্ডে বিভক্ত?
ক. দুই খণ্ডে
খ. তিন খণ্ডে
গ. চার খণ্ডে
ঘ. অখণ্ড কাব্য
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মর্সিয়া’ শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে?
ক. উর্দু
খ. ফারসি
গ. আরবি
ঘ. তুর্কি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘জয়নাবের চৌতিশা’ কে রচনা করেন?
ক. কবি শেরবাজ
খ. মুহম্মদ খান
গ. বাহরাম খান
ঘ. শেখ ফয়জুল্লাহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মহুয়া’ পালাটির রচয়িতা-
ক. দ্বিজ কানাই
খ. মনসুর বয়াতী
গ. নয়নচাঁদ ঘোষ
ঘ. দ্বিজ ঈশান
উত্তরঃ ক

প্রশ্নঃ মহাকবি আলাওল কোন যুগের কবি?
ক. সর্বাধুনিক যুগের
খ. আধুনিক যুগের
গ. প্রাচীন যুগের
ঘ. মধ্যযুগের
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সর্বজন স্বীকৃত ও খাঁটি ভাষায় রচিত প্রথম কাবগ্রন্থ কোনটি?
ক. চর্যাপদ
খ. শ্রীকৃষ্ণকীর্তন
গ. ইউসুফ-জোলেখা
ঘ. পদ্মাবতী
উত্তরঃ খ

প্রশ্নঃ ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বডু চন্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রচিত হয়-
ক. ১৩০০-১৩৪০ সালের মধ্যে
খ. ১৩৫০-১৪০০ সালের মধ্যে
গ. ১৩৪০-১৪৪০ সালের মধ্যে
ঘ. ১৩০০-১৪০০ সালের মধ্যে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বিদ্যাসুন্দর’ কাব্যের কবি কে?
ক. আলাওল
খ. শাহ মুহম্মদ সগীর
গ. দৌলত কাজী
ঘ. সাবিরিদ খান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ভাদুগান’ কি?
ক. সাধারণ পূজায় গাওয়া হয় যে গান
খ. নবান্ন উৎসবে গাওয়া হয় যে গান
গ. ভাদ্রমাসে গাওয়া গান
ঘ. ভাদু পূজায় গাওয়া গান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার অন্যতম সাহিত্যিক নিদর্শন-
ক. হাকন্দ পুরান
খ. গীতাঞ্জলি
গ. অন্নদামঙ্গল
ঘ. পদ্মাবতী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পশুপাখির কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য কি নামে পরিচিত?
ক. লোককথা
খ. উপকথা
গ. রূপকথা
ঘ. গল্পকথা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘জঙ্গনামা’ কাব্যের বিষয় কি?
ক. যুদ্ধ-বিগ্রহ
খ. শোক-তাপ
গ. রোমান্স
ঘ. প্রেম-ভালোবাসা
উত্তরঃ ক

প্রশ্নঃ শ্রী চৈতন্যদেব কোথায় জন্মগ্রহন করেন?
ক. সিলেটে
খ. রাজশাহীতে
গ. পশিমবঙ্গে
ঘ. নবদ্বীপে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মৈমনসিংহ গীতিকা’র সংগ্রহ করেছেন কে?
ক. ড. আশরাফ ভট্টাচার্য
খ. ড. আশরায় সিদ্দিকী
গ. ড. দীনেশচন্দ্র সেন
ঘ. ড. গোরাম সাকলায়েন
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন পর্তুগীজ বাঙালী বিধবাকে বিয়ে করেন এবং বাংলার কবিয়াল হিসেবে খ্যাতি লাভ করেন?
ক. উইলিয়াম কেরী
খ. দোম অ্যান্তোনিও
গ. অ্যান্টনি ফিরিঙ্গি
ঘ. উইলিয়াম জোনস
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শ্রীকৃষ্ণবিজয়’ গ্রন্থটি কার লেখা?
ক. কাশীরাম
খ. মালাধর বসু
গ. শ্রীকর নন্দী
ঘ. কৃত্তিবাস
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘নসীরা নামা’ কাব্য কার রচনা?
ক. দৌলত কাজী
খ. কবি মরদন
গ. কোরেশী মাগন ঠাকুর
ঘ. আলাওল
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!