প্রশ্নঃ কোন উক্তিটি ঠিক?
ক. বৈষ্ণব পদাবলী মধ্যযুগের বাংলার এিক প্রকারকাহিনী কাব্য
খ. বৈষ্ণব পদাবলী বৈষ্ণব ধর্মের যৌক্তিক ব্যাখ্যা
গ. বৈষ্ণব পদাবলী পদ্যে রচিত চৈতন্যদেবের জীবনী বিশেষ
ঘ. বৈষ্ণব পদাবলী রাধা ও কৃষ্ণের আকর্ষণ-বিকর্ষণের বিচিত্র অনুভূতি সম্বলিত এক প্রকার গান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ চন্ডীমঙ্গল কাব্যধারার প্রথম কবি কে?
ক. মুকুন্দরাম চক্রবর্তী
খ. ঘনারাম
গ. মানিক দত্ত
ঘ. হরিদত্ত
উত্তরঃ গ
প্রশ্নঃ কবীন্দ্র পরমেশ্বর অনূদিত মহাভারতের নাম কি?
ক. মহাভারত
খ. কবীন্দ্র মহাভারত
গ. পরাগলী মহাভারত
ঘ. পরমেশ্বরী মহাভারত
উত্তরঃ গ
প্রশ্নঃ মালাধর বসুকে ‘গুণরাজ খান’ উপাধি প্রদান করেন কে?
ক. নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র
খ. শামসুদ্দীন ইউসুফ শাহ
গ. চন্দ্রসুধর্ম
ঘ. মাগন ঠাকুর
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোনটি শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের চরিত্র নয়?
ক. রাধা
খ. কৃষ্ণ
গ. বড়াই
ঘ. ঈশ্বরী পাটনী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ছুটিখানী মহাভারতের রচয়িতা কে?
ক. শ্রীকর নন্দী
খ. সঞ্জয়
গ. কাশীরাম দাস
ঘ. কৃত্তিবাস
উত্তরঃ ক
প্রশ্নঃ ঐতিহাসিক গ্রন্থ ‘আইন-ই-আকবরি’- এর রচয়িতা কে? অথবা,Ain-i-Akbori is written by
ক. Firdausi
খ. Ghalib
গ. Abul Fazal
ঘ. None of the above
উত্তরঃ গ
প্রশ্নঃ চৈতন্যদেব আদর করে কার নাম দেন ‘কবিকর্ণপুর’?
ক. কবি লোচন দাসের
খ. গোবিন্দ দাসের
গ. দামোদরের
ঘ. মুরারিগুপ্তের
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের ১৩টি খন্ডের মধ্যে একমাত্র কোন খন্ডের শেষে ‘খণ্ড’ শব্দ যোগ করা হয়নি?
ক. প্রথম
খ. সপ্তম
গ. একাদশ
ঘ. ত্রয়োদশ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বরিশালের কবি বিজয়গুপ্ত সুলতান হোসেন শাহের আমলে কোন গ্রন্থ রচনা করে খ্যাতি লাভ করেন?
ক. জঙ্গনামা
খ. বিদ্যাসুন্দর
গ. পদ্মপুরাণ
ঘ. শ্রীরামপাঞ্চালী
উত্তরঃ গ
প্রশ্নঃ অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা-
ক. ভারতচন্দ্র
খ. মুকুন্দরাম
গ. রামপ্রসাদ সেন
ঘ. ময়ূর ভট্ট
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলা টপ্পা গানের জনক কে?
ক. নিতাই বৈরাগী
খ. রামনিধি গুপ্ত
গ. এন্টনি ফিরিঙ্গি
ঘ. ফকীর গরীবুল্লাহ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ময়মনসিংহ গীতিকা’ সংগ্রহ করেন-
ক. দক্ষিণারঞ্জন মিত্র
খ. অচিন্ত্যকুমার সেন গুপ্ত
গ. দীনেশচন্দ্র সেন
ঘ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন দুটি ধর্মের মিশ্রণে নাথ ধর্মের উৎপত্তি?
ক. হিন্দুধর্ম ও শৈবধর্ম
খ. বৌদ্ধধর্ম ও শৈবধর্ম
গ. হিন্দুধর্ম ও বৌদ্ধধর্ম
ঘ. ব্রাক্ষধর্ম ও বৌদ্ধধর্ম
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা সাহিত্যে ‘রোসাং’ বা ‘রোসাঙ্গ’ বলা হয়েছে কাকে?
ক. মধ্যযুগের মুসলিম কবিদের
খ. আরাকানকে
গ. বৈষ্ণব কবিদের
ঘ. আরাকান রাজাকে
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘বটতলার পুঁথি’ বলতে কি বুঝায়?
ক. মধ্যযুগীয় কাব্যের হস্তলিপিতে পাণ্ডুলিপি
খ. বটতলা নামক স্থানে রচিত কাব্য
গ. দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য
ঘ. অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য
উত্তরঃ গ
প্রশ্নঃ মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক-এর প্রভাব অপরিসীম?
ক. শ্রীচৈতন্যদেব
খ. শ্রীকৃষ্ণ
গ. আদিনাথ
ঘ. মনোহর দাশ
উত্তরঃ ক
প্রশ্নঃ লোকসাহিত্য সাধারণত কোন সম্প্রদায় বা জনগোষ্ঠীর-
ক. লিখিত সাহিত্য
খ. অলিখিত সাহিত্য
গ. সংকলিত সাহিত্য
ঘ. পারিবারিক সাহিত্য
উত্তরঃ খ
প্রশ্নঃ দৌলত কাজী কোন কাব্য অবলম্বনে ‘সতীময়না ও লোরচন্দ্রানী’ (প্রথম অংশ) রচনা করেন?
ক. ফারসি কবি জামীর ‘লাইলী মজনু’
খ. হিন্দি কবি পচ্চিসীর ‘বৈতাল পঞ্চবিংশতি’
গ. হিন্দি কবি সাধনের ‘মৈনাসত’
ঘ. উর্দু কবি আল্লামা ইকবালের ‘শিকওয়াহ’
উত্তরঃ গ
প্রশ্নঃ লোকসাহিত্য কাকে বলে?
ক. গ্রামীণ নরনারীর প্রণয় সংবলিত উপাখ্যানকে
খ. লোক সাধারণের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
গ. লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
ঘ. গ্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘পূর্ববঙ্গ গীতিকা’র’ লোকপালাসমূহের সংগ্রাহক কে?
ক. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
খ. হরপ্রসাদ শাস্ত্রী
গ. চন্দ্রকুমার দে
ঘ. দীনেশচন্দ্র সেন
উত্তরঃ গ
প্রশ্নঃ মধ্যযুগের কোন কবি নিজেকে বাঙালি বলতে গর্ববোধ করতেন?
ক. কাজী দৌলত
খ. সৈয়দ সুলতান
গ. আবুদল হাকিম
ঘ. মাগন ঠাকুর
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যান কোন যুগের সৃষ্টি?
ক. আদিযুগের
খ. মধ্যযুগের
গ. অন্তমধ্যযুগের
ঘ. আধুনিক যুগের
উত্তরঃ খ
প্রশ্নঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি সম্পাদিত হয়-
ক. বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
খ. শ্রীরামপুর মিশন থেকে
গ. রামকৃষ্ণ মিশন থেকে
ঘ. জানা সম্ভব হয়নি
উত্তরঃ ক
প্রশ্নঃ মর্সিয়া শব্দের অর্থ কি?
ক. শোক বা আহাজারি
খ. দুঃখ
গ. শোক কাব্য
ঘ. বেদনামিশ্রিত কাব্য
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা কে?
ক. শাহ মুহম্মদ সগীর
খ. আলাওল
গ. শেখ ফয়জুল্লাহ
ঘ. বাহরাম খান
উত্তরঃ খ
প্রশ্নঃ কার পৃষ্ঠপোষকতায় কবি আলাওল ‘পদ্মাবতী’ কাব্য রচনা করেন?
ক. চন্দ্র সুধর্মা
খ. সমর সচিব আশরাফ খান
গ. শ্রী সুধর্মা
ঘ. মাগন ঠাকুর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘পদ্মাবতী’ কাব্য রচনা করেন-
ক. ভারতচন্দ্র
খ. আলাওল
গ. সৈয়দ হামজা
ঘ. আব্দুল হাকিম
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘পদ্মাবতী’ কাব্য কোন কাহিনী অবলম্বনে লেখা?
ক. লঙ্কার
খ. চিতোরের রানীর
গ. চন্দ্রাবতীর
ঘ. রাধাকৃষ্ণের
উত্তরঃ খ
প্রশ্নঃ ধর্মামঙ্গল কাব্যধারা অষ্টদাশ শতকের শ্রেষ্ঠ কার কে?
ক. ঘনরাম চক্রবর্তী
খ. নিরঞ্জন মন্ডল
গ. শ্যামপন্ডিত
ঘ. রাজা রামদাস
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)