প্রশ্নঃ লোকসাহিত্য বলতে কি বুঝায়?
ক. ছড়া, গান, ধাঁধা, প্রবাদপ্রবচন
খ. কবিতা, গান
গ. উপন্যাস, নাটক
ঘ. প্রাচীন চিত্রকলা
উত্তরঃ ক
প্রশ্নঃ মধ্যযুগের বাংলা সাহিত্যের অত্যন্ত শ্রেষ্ঠ সম্পদ–
ক. শ্রীকৃষ্ণকীর্তন
খ. মঙ্গলকাব্য
গ. বৈষ্ণব পদাবলী
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা ভাষায় কোরআন শরীফ-এর অনুবাদক ‘ভাই গিরিশচন্দ্র সেন’ কোন ধর্মের অনুসারী ছিলেন?
ক. হিন্দু ধর্ম
খ. খ্রিষ্ট ধর্ম
গ. ব্রাহ্ম ধর্ম
ঘ. নাথ ধর্ম
উত্তরঃ গ
প্রশ্নঃ লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি?
ক. গান
খ. কবিতা
গ. গল্প
ঘ. প্রবচন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?
ক. নাসির মাহমুদ
খ. আলাওল
গ. সৈয়দ সুলতান
ঘ. শাহ গরীবউল্লাহ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘পটুয়া’ সঙ্গীতের বিষয়বস্তু কোনটি?
ক. কৃষ্ণলীলা
খ. প্রকৃতি বন্দনা
গ. প্রেম
ঘ. শিব
উত্তরঃ ক
প্রশ্নঃ মধ্যযুগের শেষ্ঠ কবি কে?
ক. মুকুন্দরাম চক্রবর্তী
খ. ভারতচন্দ্র রায়
গ. বিদ্যাপতি
ঘ. বডু চন্ডীদাস
উত্তরঃ খ
প্রশ্নঃ কাশীরাম দাস কোন বংশের কবি ছিলেন?
ক. দাস বংশের
খ. দেব বংশের
গ. রাম বংশের
ঘ. বৈষ্ণব বংশের
উত্তরঃ খ
প্রশ্নঃ ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন কে?
ক. বিদ্যাপতি
খ. চণ্ডীদাস
গ. জ্ঞান দাস
ঘ. বডু চণ্ডীদাস
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘গৌরাঙ্গ বিজয়’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. লোচন দাস
খ. চূড়ামণিদাস
গ. গোবিন্দ দাস
ঘ. জয়দেব
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে?
ক. আকবরনামা
খ. আলমগীরনামা
গ. আইন-ই-আকবরী
ঘ. তুজুক-ই-আকবর
উত্তরঃ গ
প্রশ্নঃ শ্রী চৈতন্যদেবের জন্মসাল কোনটি?
ক. ১৪৮৬ সাল
খ. ১৪৯২ সাল
গ. ১৪৯৮ সাল
ঘ. ১৫৩৩ সাল
উত্তরঃ ক
প্রশ্নঃ মেয়েলি ব্রতের সাথে সম্পর্কিত কাহিনী কি নামে খ্যাত?
ক. রূপকথা
খ. উপকথা
গ. ব্রতকথা
ঘ. প্রবাদ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ইউসুফ-জোলেখা’ প্রণয়কাব্য অনুবাদ করেছেন-
ক. দৌলত উজির বাহরাম খান
খ. মাগন ঠাকুর
গ. আলাওল
ঘ. শাহ মুহম্মদ সগীর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কে ‘গুণরাজ খান’ উপাধি লাভ করেন?
ক. কৃত্তিবাস
খ. কাশীরাম দাস
গ. মালাধর বসু
ঘ. শ্রীকর নন্দী
উত্তরঃ গ
প্রশ্নঃ কৃষ্ণের স্বর্গীয় নাম কি?
ক. বিষ্ণু
খ. হরি
গ. অবতার
ঘ. ভগবান
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘নূরনামা, নসীয়তনামা, শহরনামা’ -কাব্যগুলোর রচয়িতা কে?
ক. মুহম্মদ কবীর
খ. মুক্তল হোসেন
গ. আবদুল হাকিম
ঘ. ফকীর গরীবুল্লাহ
উত্তরঃ গ
প্রশ্নঃ মোঘল রাজসভার কবি ছিলেন কে?
ক. যশোরাজ খান
খ. নসরত শাহ
গ. বিদ্যাপতি
ঘ. আবুল ফজল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কাশিমের লড়াই গ্রন্থটির রচয়িতা—
ক. হায়াত মাহমুদ
খ. বাহরাম খান
গ. শেখ ফয়জুল্লাহ
ঘ. শেরবাজ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা ভাষার মধ্যযুগ-
ক. ৯০১ থেকে ১২০০ খ্রিস্টাব্দ
খ. ১২০১ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ
গ. ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ
ঘ. ১৮০০ খ্রিস্টাব্দ-বর্তমান
উত্তরঃ গ
প্রশ্নঃ মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের উপযোগী?
ক. লোক সাহিত্য
খ. ডাক ও খনার বচন
গ. পুঁথি সাহিত্য
ঘ. ব্রতকথা
উত্তরঃ খ
প্রশ্নঃ মহাভারতের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় অনুবাদক কে?
ক. কৃত্তিবাস ওঝা
খ. কাশীরাম দাস
গ. শ্রীকর নন্দী
ঘ. কবীন্দ্র পরমেশ্বর
উত্তরঃ খ
প্রশ্নঃ কবি ভারতচন্দ্রকে ‘রায় গুণাকর’ উপাধি দেন কে?
ক. জমিদার রঘুনাথ
খ. মহারাজ কৃষ্ণচন্দ্র
গ. বল্লাল সেন
ঘ. সম্রাট আকবর
উত্তরঃ খ
প্রশ্নঃ ভারতচন্দ্র রায়গুনাকর কোন রাজসভার কবি?
ক. আরাকান রাজসভা
খ. কৃষ্ণনগর রাজসভা
গ. রাজা গণেশের রাজসভা
ঘ. লক্ষণসেনের রাজসভা
উত্তরঃ খ
প্রশ্নঃ মাগন ঠাকুর কে ছিলেন?
ক. রোসাঙ্গ রাজের সভাকবি
খ. একজন মুসলিম কবি
গ. রোসাঙ্গ রাজের প্রধানমন্ত্রী
ঘ. রোসাঙ্গ রাজের সমর কবি
উত্তরঃ গ
প্রশ্নঃ কবি ভারতচন্দ্র সভাকবি ছিলেন-
ক. রাজা বিক্রমাদিত্যের
খ. রাজা কৃষ্ণচন্দ্রের
গ. রাজা ঈশ্বরচন্দ্রের
ঘ. রাজা চন্দ্রগুপ্তের
উত্তরঃ খ
প্রশ্নঃ চৈতন্য সমসাময়িক পদাকার কে?
ক. মুরারিগুপ্ত
খ. জ্ঞানদাস
গ. গোবিন্দদাস
ঘ. বলরামদাস
উত্তরঃ ক
প্রশ্নঃ বড়ু চণ্ডীদাসের প্রকৃত নাম কি?
ক. চণ্ডীদাস
খ. বড়ু
গ. অনন্ত
ঘ. অনন্ত বড়ু
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা সাহিত্যে রাধা-কৃষ্ণ বিষয়ক প্রথম কাহিনী কাব্য কোনটি?
ক. গীতগোবিন্দ
খ. শ্রীকৃষ্ণ কীর্তন
গ. শূন্যপুরাণ
ঘ. সেক শুভোদয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?
ক. শূণ্য পুরাণ
খ. ডাকার্ণব
গ. গীতি গোবিন্দ
ঘ. শ্রীকৃষ্ণকীর্তন
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)