বাংলা সাহিত্য-৭০

প্রশ্নঃ বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি ?
ক. অগ্নিসাক্ষী
খ. চিলেকোঠার সেপাই
গ. আরেক ফাল্গুন
ঘ. অনেক সূর্যের আশা
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
ক. একুশে ফেব্রুয়ারী
খ. পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি
গ. একুশে ফেব্রুয়ারী আন্দোলন
ঘ. রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাস
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘ভাষা আন্দোলন’ ভিত্তিক উপন্যাস কোনটি?
ক. রক্তাক্ত ২১
খ. একুশ আমার অহঙ্কার
গ. আরেক ফাল্গুন
ঘ. অনন্য এক ভাষা
উত্তরঃ গ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, মহাকাব্য:

প্রশ্নঃ The authors of Shahanama and Akbarnama are respectively
ক. Firdausi and Abul Fazal
খ. Abul Fazal and Firdausi
গ. Abul Fazal and Sheikh Sayed
ঘ. None of the above
উত্তরঃ ক

প্রশ্নঃ মহাকাব্য নয়-
ক. ইলিয়াড
খ. গিলগামেশ
গ. ইনিড
ঘ. জুলিয়াস সিজার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মহাকাব্য কোনটি?
ক. মহাশ্মাশান
খ. বিষাদ সিন্ধু
গ. অনল প্রবাহ
ঘ. রিক্তের বেদন
উত্তরঃ ক

প্রশ্নঃ ইনিড কে লিখেছেন?
ক. হোমার
খ. ট্যাসো
গ. মিল্টন
ঘ. ভার্জিল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শাহানামা কোন ভাষায় রচিত?
ক. উর্দু
খ. ফারসি
গ. ফরাসি
ঘ. আরবি
উত্তরঃ খ

প্রশ্নঃ মহাশ্মাশান মহাকাব্যের কবি কে?
ক. কায়কোবাদ
খ. ফররুখ
গ. মাইকেল মধুসূদন
ঘ. কবি কালিদাস
উত্তরঃ ক

প্রশ্নঃ অমিত্রাক্ষর ছন্দে রচিত বীররসের কাব্য–
ক. রৈবতক
খ. কুরুক্ষেত্র
গ. মেঘনাদবধ
ঘ. প্রভাস
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘রামায়ণ’ রচয়িতার নাম কি?
ক. বাল্মিকী
খ. ভিয়াস
গ. চণ্ডীদাস
ঘ. এদের কেউ নন
উত্তরঃ ক

প্রশ্নঃ কায়কোবাদের ‘মহাশ্মাশান’ গ্রন্থটি কোন ধরনের রচনা?
ক. ইতিহাস
খ. গীতিকাব্য
গ. মহাকাব্য
ঘ. উপন্যাস
উত্তরঃ গ

প্রশ্নঃ মহাকব্য রচয়িতা হিসাবে বিশেষ উল্লেখযোগ্য-
ক. মোজাম্মেল হক
খ. হামিদ আলী
গ. কায়কোবাদ
ঘ. যোগীন্দ্রনাথ বসু
উত্তরঃ গ

প্রশ্নঃ কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল–
ক. পলাশীর যুদ্ধ
খ. তৃতীয় পানিপথের যুদ্ধ
গ. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
ঘ. ছিয়াত্তরের মন্বন্তর
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বৈরতক’, ‘কুরুক্ষেত্র’, ‘প্রভাস’ এই ত্রয়ী মহাকাব্য কার রচনা?
ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ. নবনচন্দ্র সেন
গ. মধুসূদন দত্ত
ঘ. মোঃ কাজেম আল কোরেশী
উত্তরঃ খ

প্রশ্নঃ কবি ফেরদৌসীর জন্মাস্থান কোথায়?
ক. ইরাক
খ. মিশর
গ. ইরান
ঘ. তুরস্ক
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শাহনামা’ মৌলিক গ্রন্থটি কার?
ক. মালিক জয়সী
খ. ফেরদৌসী
গ. সৈয়দ হামজা
ঘ. কাজী দৌলত উজির বাহরাম খাঁ
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা মহাকাব্যের রচনাপ্রাচুর্যের মূল কারণ–
ক. উনিশ শতকের জাতীয়তাবোধ
খ. ধর্মচর্চা
গ. ধর্মীয় গোঁড়ামী
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কে মহাকাব্য রচয়িতা নন?
ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ. বিহারীলাল চক্রবর্তী
গ. নবীনচন্দ্র সেন
ঘ. কায়কোবাদ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন গ্রন্থটি মহাকাব্য?
ক. অবকাশ রঞ্জিনী
খ. বৃত্র সংহার
গ. বিরহ বিলাপ
ঘ. বীরাঙ্গনা কাব্য
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘শাহনামা’ বাংলায় অনুবাদ করেন-
ক. এয়াকুব আলী চৗধুরী
খ. মোজাম্মেল হক
গ. সৈয়দ এমদাদ আলী
ঘ. কাজী ইমদাদুল হক
উত্তরঃ খ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, মহামেডান লিটারেরি সোসাইটি:

প্রশ্নঃ ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয়–
ক. ১৯০৭ সালে
খ. ১৯০৯ সালে
গ. ১৯১১ সালে
ঘ. ১৯১৩ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ মুক্তযুদ্ধির লেখক হিসাবে বিশেষ উল্লেখযোগ্য-
ক. এয়াকুব আলী চৌধুরী
খ. শেখ ফজলুল করিম
গ. কাজী আব্দুল ওদুদ
ঘ. কায়কোবাদ
উত্তরঃ গ

প্রশ্নঃ মহামেডান লিটারেরি সোসাইটি গঠিত হয় কত খ্রিস্টাব্দ?
ক. ১৮৬৩
খ. ১৮৩৬
গ. ১৮৩১
ঘ. ১৮১৭
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’- এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?
ক. সওগাত
খ. মোহাম্মদী
গ. সমকাল
ঘ. শিখা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ঢাকা মুসলিম সাহিত্য সমাজের লেখক নন-
ক. আবুল হুসেন
খ. আবদুল কাদির
গ. কাজী আবদুল ওদুদ
ঘ. আবু জাফর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘রেখাচিত্র’ কার রচনা?
ক. গোলাম মোস্তাফা
খ. আবুল ফজল
গ. আবুল মনসুর আহমেদ
ঘ. বদরুদ্দীন ওমর
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’-এর প্রধান লেখক ছিলেন-
ক. কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
খ. মোহাম্মদ বরকত উল্লাহ, আবুল কালাম শামসুদ্দিন প্রমুখ
গ. মোহাম্মদ মোহাম্মদ আকরাম খাঁ, মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ
ঘ. কাজী ইমদাদুল হক, মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!