বাংলা সাহিত্য-৬৯

প্রশ্নঃ ‘নিমচাঁদ’ চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে?
ক. সধবার একাদশী
খ. আলালের ঘরের দুলাল
গ. একেই কি বলে সভ্যতা?
ঘ. নববাবু বিলাস
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘রমা’ কোন উপন্যাসের চরিত্র?
ক. শেষের পরিচয়
খ. চরিত্রহীন
গ. দত্তা
ঘ. পল্লীসমাজ
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ শকুন্তলা চরিত্রটির স্রষ্টা কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মধুসূদন দত্ত
ঘ. ঈশ্বরগুপ্ত
উত্তরঃ ক

প্রশ্নঃ রোহিণী-বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র ?
ক. বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
খ. কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবি
গ. দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ
ঘ. কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মীর মোশাররফ হোসেন রচিত ‘বিষাদ সিন্ধু’ উপন্যাসের চরিত্র নয় কোনটি?
ক. ইয়াজিদ
খ. মারওয়ান
গ. ইমাম হোসেন
ঘ. ইব্রাহিম কার্দি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ঠকচাচা’ চরিত্রটি কোন উপন্যাসের?
ক. হুতোম প্যাঁচার নকশা
খ. আলালের ঘরের দুলাল
গ. সধবার একাদশী
ঘ. বুড়োশালিকের ঘাগে রোঁ
উত্তরঃ খ

প্রশ্নঃ নদের চাঁদ কোন পালাগানের চরিত্র?
ক. দেওয়ানা মদিনা
খ. মহুয়া
গ. মালুয়া
ঘ. কাজল রেখা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘অর্জুন’ চরিত্রটি কোন গ্রন্থের?
ক. বিদায় অভিশাপ
খ. চিত্রাঙ্গদা
গ. বিসর্জন
ঘ. পদ্মাবতী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘রোহিণী’ চরিত্রটি কোন উপন্যাসের?
ক. পল্লীসমাজ
খ. মৃত্যুক্ষুধা
গ. সংশপ্তক
ঘ. কৃষ্ণকান্তের উইল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়
ক. অভয়া
খ. সুরবালা
গ. ষোড়শী
ঘ. সাবিত্রী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘শেষের কবিতা’ উপন্যাসের নায়ক কে?
ক. শোভনলাল
খ. অমিত রায়
গ. নরেন
ঘ. অভিক
উত্তরঃ খ

প্রশ্নঃ বড়াই ও রাধা চরিত্র দুটি কোন গ্রন্থের?
ক. পদ্মাবতী
খ. চণ্ডীমঙ্গল
গ. শ্রীকৃষ্ণকীর্তন
ঘ. চিত্রাঙ্গদা
উত্তরঃ গ

প্রশ্নঃ ধর্মমঙ্গলের চরিত্র কোনটি?
ক. মদনা
খ. লাউসেন
গ. ইছাই ঘোষ
ঘ. তিনটিই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি ‘লালসালু ’ উপন্যাসের চরিত্র নয়?
ক. জমিলা
খ. মাজেদা
গ. মজিদ
ঘ. আমেনা
উত্তরঃ খ

প্রশ্নঃ অমিত ও লাবণ্য চরিত্র দুটির রচয়িতা কে?
ক. সৈয়দ মুজতবা আলী
খ. কাজী নজরুল ইসলাম
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘জয়গুন’ কোন উপন্যাসের চরিত্র?
ক. জননী
খ. সূর্যদীঘল বাড়ি
গ. সারেং বৌ
ঘ. হাজার বছর ধরে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘গয়া’ কোন গল্পের চরিত্র?
ক. ফুলের মূল্য
খ. মামলার ফল
গ. বিলাসী
ঘ. একটিও নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত কোন তিনটি গল্পেই মুসলমান চরিত্র রয়েছে?
ক. মুকুট, ছুটি ও মুসলমানীর গল্প
খ. কাবুলিওয়ালা, মুসলমানীর গল্প ও সমাপ্তি
গ. ক্ষুধিত পাষাণ, মুকুট ও সুভা
ঘ. সমস্যা পূরণ, মুকুট ও সুভা
উত্তরঃ গ

প্রশ্নঃ খুল্লনা ও লহনা চরিত্রদ্বয় কোন কাব্যের অন্তর্গত?
ক. মনসামঙ্গল
খ. ধর্মমঙ্গল
গ. চণ্ডীমঙ্গল
ঘ. অন্নদামঙ্গল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায?
ক. জোহরা
খ. আলালের ঘরের দুলাল
গ. মৃত্যুক্ষুধা
ঘ. হাজার বছর ধরে
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি ‘ছুটি’ গল্পের চরিত্র?
ক. ফটিক
খ. মাখন
গ. গয়া
ঘ. ক ও খ
উত্তরঃ ঘ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, ভাষা আন্দোলনভিত্তিক গ্রন্থ:

প্রশ্নঃ “একুশে ফেব্রুয়ারি’র” বিখ্যাত গানটির রচয়িতা কে?
ক. সুবীর সাহা
খ. সুধীন দাস
গ. আলতাফ মাহমুদ
ঘ. আলতাফ মামুন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘একুশে ফেব্রুয়ারি, গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
ক. হাসান হাফিজুর রহমান
খ. বেগম সুফিয়া কামাল
গ. মুনীর চৌধুরী
ঘ. আবুল হায়াত
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?
ক. শওকত ওসমান
খ. জহির রায়হান
গ. আব্দুল গণি হাজারী
ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ একুশের উপর সর্বপ্রথম কবিতা রচনা করেন-
ক. আব্দুল গাফফার চৌধুরী
খ. মাহবুব-উল আলম চৌধুরী
গ. আল মাহমুদ
ঘ. মহাদেব সাহা
উত্তরঃ খ

প্রশ্নঃ একুশের প্রথম সংকলন করেন–
ক. শামসুর রাহমান
খ. সৈয়দ শামসুল হক
গ. মুনীর চৌধুরী
ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটির পটভূমিকা হলো-
ক. ’৭১-এর মুক্তিযুদ্ধ
খ. একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন
গ. ব্রিটিশ বিরোধী আন্দোলন
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ একুশের প্রথম উপন্যাস কোনটি?
ক. বরফ গলা নদী
খ. হাজার বছর ধরে
গ. আর কত দিন
ঘ. আরেক ফাল্গুন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?
ক. মুনীর চৌধুরী
খ. হাসান হাফিজুর রহমান
গ. শামসুর রাহমান
ঘ. গাজীউল হক
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!