প্রশ্নঃ ‘নিমচাঁদ’ চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে?
ক. সধবার একাদশী
খ. আলালের ঘরের দুলাল
গ. একেই কি বলে সভ্যতা?
ঘ. নববাবু বিলাস
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘রমা’ কোন উপন্যাসের চরিত্র?
ক. শেষের পরিচয়
খ. চরিত্রহীন
গ. দত্তা
ঘ. পল্লীসমাজ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ শকুন্তলা চরিত্রটির স্রষ্টা কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মধুসূদন দত্ত
ঘ. ঈশ্বরগুপ্ত
উত্তরঃ ক
প্রশ্নঃ রোহিণী-বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র ?
ক. বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
খ. কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবি
গ. দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ
ঘ. কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মীর মোশাররফ হোসেন রচিত ‘বিষাদ সিন্ধু’ উপন্যাসের চরিত্র নয় কোনটি?
ক. ইয়াজিদ
খ. মারওয়ান
গ. ইমাম হোসেন
ঘ. ইব্রাহিম কার্দি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ঠকচাচা’ চরিত্রটি কোন উপন্যাসের?
ক. হুতোম প্যাঁচার নকশা
খ. আলালের ঘরের দুলাল
গ. সধবার একাদশী
ঘ. বুড়োশালিকের ঘাগে রোঁ
উত্তরঃ খ
প্রশ্নঃ নদের চাঁদ কোন পালাগানের চরিত্র?
ক. দেওয়ানা মদিনা
খ. মহুয়া
গ. মালুয়া
ঘ. কাজল রেখা
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘অর্জুন’ চরিত্রটি কোন গ্রন্থের?
ক. বিদায় অভিশাপ
খ. চিত্রাঙ্গদা
গ. বিসর্জন
ঘ. পদ্মাবতী
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘রোহিণী’ চরিত্রটি কোন উপন্যাসের?
ক. পল্লীসমাজ
খ. মৃত্যুক্ষুধা
গ. সংশপ্তক
ঘ. কৃষ্ণকান্তের উইল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়
ক. অভয়া
খ. সুরবালা
গ. ষোড়শী
ঘ. সাবিত্রী
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘শেষের কবিতা’ উপন্যাসের নায়ক কে?
ক. শোভনলাল
খ. অমিত রায়
গ. নরেন
ঘ. অভিক
উত্তরঃ খ
প্রশ্নঃ বড়াই ও রাধা চরিত্র দুটি কোন গ্রন্থের?
ক. পদ্মাবতী
খ. চণ্ডীমঙ্গল
গ. শ্রীকৃষ্ণকীর্তন
ঘ. চিত্রাঙ্গদা
উত্তরঃ গ
প্রশ্নঃ ধর্মমঙ্গলের চরিত্র কোনটি?
ক. মদনা
খ. লাউসেন
গ. ইছাই ঘোষ
ঘ. তিনটিই
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি ‘লালসালু ’ উপন্যাসের চরিত্র নয়?
ক. জমিলা
খ. মাজেদা
গ. মজিদ
ঘ. আমেনা
উত্তরঃ খ
প্রশ্নঃ অমিত ও লাবণ্য চরিত্র দুটির রচয়িতা কে?
ক. সৈয়দ মুজতবা আলী
খ. কাজী নজরুল ইসলাম
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘জয়গুন’ কোন উপন্যাসের চরিত্র?
ক. জননী
খ. সূর্যদীঘল বাড়ি
গ. সারেং বৌ
ঘ. হাজার বছর ধরে
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘গয়া’ কোন গল্পের চরিত্র?
ক. ফুলের মূল্য
খ. মামলার ফল
গ. বিলাসী
ঘ. একটিও নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত কোন তিনটি গল্পেই মুসলমান চরিত্র রয়েছে?
ক. মুকুট, ছুটি ও মুসলমানীর গল্প
খ. কাবুলিওয়ালা, মুসলমানীর গল্প ও সমাপ্তি
গ. ক্ষুধিত পাষাণ, মুকুট ও সুভা
ঘ. সমস্যা পূরণ, মুকুট ও সুভা
উত্তরঃ গ
প্রশ্নঃ খুল্লনা ও লহনা চরিত্রদ্বয় কোন কাব্যের অন্তর্গত?
ক. মনসামঙ্গল
খ. ধর্মমঙ্গল
গ. চণ্ডীমঙ্গল
ঘ. অন্নদামঙ্গল
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায?
ক. জোহরা
খ. আলালের ঘরের দুলাল
গ. মৃত্যুক্ষুধা
ঘ. হাজার বছর ধরে
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি ‘ছুটি’ গল্পের চরিত্র?
ক. ফটিক
খ. মাখন
গ. গয়া
ঘ. ক ও খ
উত্তরঃ ঘ
বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, ভাষা আন্দোলনভিত্তিক গ্রন্থ:
প্রশ্নঃ “একুশে ফেব্রুয়ারি’র” বিখ্যাত গানটির রচয়িতা কে?
ক. সুবীর সাহা
খ. সুধীন দাস
গ. আলতাফ মাহমুদ
ঘ. আলতাফ মামুন
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘একুশে ফেব্রুয়ারি, গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
ক. হাসান হাফিজুর রহমান
খ. বেগম সুফিয়া কামাল
গ. মুনীর চৌধুরী
ঘ. আবুল হায়াত
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?
ক. শওকত ওসমান
খ. জহির রায়হান
গ. আব্দুল গণি হাজারী
ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ একুশের উপর সর্বপ্রথম কবিতা রচনা করেন-
ক. আব্দুল গাফফার চৌধুরী
খ. মাহবুব-উল আলম চৌধুরী
গ. আল মাহমুদ
ঘ. মহাদেব সাহা
উত্তরঃ খ
প্রশ্নঃ একুশের প্রথম সংকলন করেন–
ক. শামসুর রাহমান
খ. সৈয়দ শামসুল হক
গ. মুনীর চৌধুরী
ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটির পটভূমিকা হলো-
ক. ’৭১-এর মুক্তিযুদ্ধ
খ. একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন
গ. ব্রিটিশ বিরোধী আন্দোলন
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ একুশের প্রথম উপন্যাস কোনটি?
ক. বরফ গলা নদী
খ. হাজার বছর ধরে
গ. আর কত দিন
ঘ. আরেক ফাল্গুন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?
ক. মুনীর চৌধুরী
খ. হাসান হাফিজুর রহমান
গ. শামসুর রাহমান
ঘ. গাজীউল হক
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)