বাংলা সাহিত্য-৬৫

প্রশ্নঃ কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?
ক. কালি কলম
খ. প্রগতি
গ. কল্লোল
ঘ. সবুজপত্র
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা ভাষার প্রকাশিত দৈনিক সংবাদপত্র কোনটি?
ক. দিগদর্শন
খ. সমাচার দর্পণ
গ. সংবাদ প্রভাকর
ঘ. তত্ত্ববোধিনী
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক ছিলেন-
ক. মুন্সী মেহেরুল্লা
খ. সঞ্জয় ভট্টাচার্য
গ. কামিনী রায়
ঘ. মোজাম্মেল হক
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. সঞ্জয় ভট্টাচার্য
খ. কাজী নজরুল ইসলাম
গ. শাহাদাৎ হোসেন
ঘ. সুধীন্দ্রনাথ দত্ত
উত্তরঃ ক

প্রশ্নঃ নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
ক. মোসলেম ভারত
খ. বিজলী
গ. সবুজপত্র
ঘ. ধূমকেতু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্যারীচাঁদ মিত্র ও রাধানাথ শিকদারের সম্পাদনায় ১৮৫৪ সালে কোন পত্রিকাটি প্রকাশিত হয়?
ক. ভারতী
খ. মাসিক পত্রিকা
গ. তত্ত্ববোধিনী
ঘ. বঙ্গদর্শন
উত্তরঃ খ

প্রশ্নঃ বঙ্গদূত পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৮৩৯ সালে
খ. ১৭৮০ সালে
গ. ১৮৩৩ সালে
ঘ. ১৮২৯ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ “আনন্দময়ীর আগমনে’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক. নবযুগ
খ. বিজলী
গ. ধূমকেতু
ঘ. লাঙল
উত্তরঃ গ

প্রশ্নঃ ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা কোনটি?
ক. কল্লোল
খ. কালিকলম
গ. প্রগতি
ঘ. শিখা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কল্লোল যুগের কবি কে ছিলেন?
ক. কাজী নজরুল ইসলাম
খ. জীবনানন্দ দাশ
গ. শামসুর রহমান
ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ ক

প্রশ্নঃ চলিত ভাষারীতির প্রথম মুখপাত্র কোনটি?
ক. সাধনা
খ. শিখা
গ. শনিবারের চিঠি
ঘ. সবুজপত্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘কল্লোল’ পত্রিকাটি কত বছর চলমান ছিল?
ক. সাত বছর
খ. আট বছর
গ. নয় বছর
ঘ. দশ বছর
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সওগাত’ পত্রিকার সম্পদাক কে ছিলেন
ক. মোহাম্মদ নাসির উদ্দিন
খ. আবুল কালাম শামসুদ্দিন
গ. কাজী আব্দুল ওদুদ
ঘ. সিকান্দার আবু জাফর
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সবুজপত্র’ বাংলা ভাষা ও সাহিত্যে কী হিসেবে পরিচিত?
ক. একটি বিখ্যাত কাব্য গ্রন্থ
খ. এক শ্রেণীর লেখকদের আলোচিত রচনা সংকলন
গ. বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা
ঘ. অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস ও নাটক
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘নওবাহার’ পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?
ক. আবদুল করিম সাহিত্যবিশারদ
খ. গোলাম মোস্তফা
গ. ড. এনামুলক হক
ঘ. মোহাম্মদ ওয়াজেদ আলী
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন পত্রিকাটি বাংলা একাডেমী থেকে প্রকাশিত?
ক. লোকায়াত
খ. উত্তরাধিকার
গ. কারণতুন দিগন্ত
ঘ. সুন্দরম
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘দৈনিক নবযুগ’ এর ১৯২০ সালের প্রথম ওপ্রধান সম্পাদক কে ছিলেন?
ক. কাজী নজরুল ইসলাম
খ. মুজাফ্ফর আহম্মদ
গ. একে ফজলুল হক
ঘ. কাজী ইমদাদুল হক
উত্তরঃ খ

প্রশ্নঃ শ্রীরামপুর মিশনারীদের চেষ্টায় কোন সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়?
ক. সমাচার দর্পণ
খ. বাঙ্গাল গেজেট
গ. সংবাদ কৌমুদী
ঘ. সমাচার চন্দ্রিকা
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রথম বাংলা সাময়িকপত্র কোনটি?
ক. বেঙ্গল গেজেট
খ. দিকদর্শন
গ. সমাচার দর্পন
ঘ. বঙ্গদূত
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সমাচার দর্পণ’ পত্রিকার সম্পাদক ছিলেন-
ক. জন ক্লার্ক মার্শম্যান
খ. জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন
গ. উইলিয়াম কেরি
ঘ. ডেভিড হেয়ার
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আয় চলে আয়, রে ধূমকেতু, আঁধারে বাধ অগ্নিকেতু’। ধূমকেতু পত্রিকা সম্পর্কে এই উক্তিটি কোন লেখকের?
ক. কাজী নজরুল ইসলাম
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. কাজী মোতাহর হোসেন
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
ক. প্যারীচাঁদ মিত্র
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
ক. বুদ্ধদেব বসু
খ. দীনেশরঞ্জন দাশ
গ. সজনীকান্ত দাস
ঘ. প্রেমেন্দ্র মিত্র
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সমাচার দর্পণ’ প্রকাশিত হয়-
ক. ১৮১৮ সালে
খ. ১৮১৯ সালে
গ. ১৮২০ সালে
ঘ. ১৮২১ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সমকাল পত্রিকা’ প্রকাশিত হয়-
ক. করাচী থেকে
খ. কলকাতা থেকে
গ. ঢাকা থেকে
ঘ. পাটনা থেকে
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন পত্রিকাটি সম্পাদক তার স্ত্রীর নামে নামকরণ করেন?
ক. সাধনা
খ. মিহির
গ. আজিজুন নেহার
ঘ. কোহিনুর
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. মোহাম্মদ আকরাম খাঁ
খ. তফাজ্জল হেসেন
গ. নাসিরুদ্দিন
ঘ. সিকান্দার আবু জাফর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মানসী পত্রিকা’ কে সম্পাদনা করতেন?
ক. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
খ. যতীন্দ্রমোহন বাগচী
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. ফররুখ আহমদ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন পত্রিকাটি বাংলা একাডেমী থেকে প্রকাশিত?
ক. লোকায়াত
খ. উত্তরাধিকার
গ. কারণতুন দিগন্ত
ঘ. সুন্দরম
উত্তরঃ খ

প্রশ্নঃ বদ্ধদেব বসু কর্তৃক প্রকাশিত ‘কবিতা’ একটি–
ক. পত্রিকা
খ. কাব্যগ্রন্থ
গ. উপন্যাস
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!