প্রশ্নঃ ‘ভারতী’ পত্রিকার সম্পাদকের নাম কি?
ক. ঈশ্বরগুপ্ত
খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
গ. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
ঘ. বঙ্কিমচন্দ্র
উত্তরঃ গ
প্রশ্নঃ নারী সামাজের উন্নতির জন্য ‘নারীমক্তি’ নামে পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন?
ক. ডাঃ লুৎফর রহমান
খ. বেগম শামসুন্নাহার মাহমুদ
গ. কবি সুফিয়া কামাল
ঘ. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন বিষয়ের উপর বাংলা একাডেমী প্রতি বছর পুরস্কার প্রদান করে?
ক. শিক্ষা
খ. সাংবাদিকতা
গ. সাহিত্য
ঘ. শিল্পকলা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সম্বাদ কৌমুদী’ সাময়িক পত্রিকাটি কোন পত্রিকার জবাব স্বরূপ প্রকাশিত হয়?
ক. দিগদর্শন
খ. সমাচার দর্পণ
গ. বঙ্গদূত
ঘ. বেঙ্গল গেজেট
উত্তরঃ খ
প্রশ্নঃ ঈশ্বরগুপ্তের ‘সংবাদ প্রভাকর’ কত সালে প্রকাশিত হয়?
ক. ১৮২২ সালে
খ. ১৮২৯ সালে
গ. ১৮৩১ সালে
ঘ. ১৮৩৯ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক ছিলেন-
ক. প্রমথ চৌধুরী
খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ. মোজাম্মেল হক
ঘ. দক্ষিণারঞ্জন মিত্র
উত্তরঃ ক
প্রশ্নঃ হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম–
ক. অবকাশ রঞ্জিকা
খ. বিধিধার্য সংগ্রহ
গ. কাব্য প্রকাশ
ঘ. গ্রামবার্তা প্রকাশিকা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নারী সমাজের উন্নতির জন্য ‘নারী শক্তি’ নামে পত্রিকাটির প্রকাশক কে ছিলেন?
ক. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
খ. বেগম শামসুন্নাহার মাহমুদ
গ. কবি সুফিয়া কামাল
ঘ. ডা. লুৎফর রহমান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘সমাচার দর্পন’ পত্রিকার প্রকাশ কাল-
ক. ১৮০০ খ্রিস্টাব্দ
খ. ১৮১৮ খ্রিস্টাব্দ
গ. ১৮৩৫ খ্রিস্টাব্দ
ঘ. ১৮৫০ খ্রিস্টাব্দ
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা ভাষায় প্রকাশিত দৈনিক সংবাদপত্র কোনটি?
ক. দিগদর্শন
খ. সমাচার দর্পণ
গ. সংবাদ প্রভাকর
ঘ. তত্ত্ববোধিনী
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশী?
ক. কল্লোল
খ. সবুজপত্র
গ. কালিকলম
ঘ. বঙ্গদর্শন
উত্তরঃ খ
প্রশ্নঃ সাপ্তাহিক ‘সুধাকর’ এর সম্পাদক কে?
ক. মুন্সি মোহাম্মদ মেহের উল্লা
খ. মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
গ. শেখ আব্দুর রহিম
ঘ. ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৮৩১ সালে প্রকাশিত ‘জ্ঞানান্বেষণ’ পত্রিকার প্রকাশক কে?
ক. নীলরত্ন হালদার
খ. দক্ষিণারঞ্জন মিত্র
গ. ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
ঘ. রামমোহন রায়
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘চতুরঙ্গ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. হুমায়ুন কবির
খ. ফজল শাহাবুদ্দীন
গ. আবুল হোসেন
ঘ. মোজাম্মেল হক
উত্তরঃ ক
প্রশ্নঃ সিকান্দার আবু জাফর কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
ক. সবুজপত্র
খ. সমকাল
গ. কবিতা
ঘ. সাহিত্য
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম সাময়িকী হলো-
ক. দিগদর্শন
খ. বেঙ্গল গেজেট
গ. সমাচার দর্পন
ঘ. নবযুগ
উত্তরঃ ক
প্রশ্নঃ সম্বাদ কৌমুদী’র সাথে সম্পর্ক ছিন্ন করে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কোন পত্রিকা প্রকাশ করেন?
ক. সমাচার চন্দ্রিকা
খ. সংবাদ তিমির নাশক
গ. বঙ্গদূত
ঘ. পার্শ্বপদাবলী
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপাত্র কোনটি?
ক. সমাচার দর্পণ
খ. কল্লোল
গ. সবুজপত্র
ঘ. বঙ্গদর্শন
উত্তরঃ গ
প্রশ্নঃ গণসাহিত্য শব্দে গণ কথাটি ব্যবহৃত হয়-
ক. সাধারণ মানুষ অর্থে
খ. জনগণের রচিত সাহিত্য অর্থে
গ. লোকসাহিত্য অর্থে
ঘ. জনগণের জন্য রচিত সাহিত্য অর্থে
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘সবুজপত্র’ কি?
ক. উপন্যাস
খ. নাটক
গ. সাময়িকপত্র
ঘ. গদ্য সংকলন
উত্তরঃ গ
প্রশ্নঃ তত্ত্বাবোধিনী পত্রিকার সম্পাদকের নাম কি?
ক. অবনীন্দ্রনাথ ঠাকুর
খ. ঈশ্বরগুপ্ত
গ. দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ. অক্ষয় কুমার দত্ত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘সবুজপত্র’ পত্রিকা প্রকাশিত হয়-
ক. ১৯০৯ সালে
খ. ১৯১০ সালে
গ. ১৯১৪ সালে
ঘ. ১৯২১ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৯৫২ সালে
খ. ১৯৪৮ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. ১৯৫৫ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিনন্দন বাণী দিয়েছিলেন?
ক. সবুজপত্র
খ. শনিবারের চিঠি
গ. ধূমকেতু
ঘ. কল্লোল
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘আলালের ঘরের দুলাল’ গ্রন্থটি কোন পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়?
ক. তত্ত্ববোধিনী
খ. মাসিক পত্রিকা
গ. সবুজপত্র
ঘ. ভারতী
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘কল্লোল’ পত্রিকার সাথে সংশ্লিষ্ট ছিলেন-
ক. অচিন্ত্যকুমার সেনগুপ্ত
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. এঁরা প্রত্যেকেই
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোন পত্রিকাটি জীবজন্তু বিষয়ক?
ক. সংবাদ তিমির নাশক
খ. পশ্বাবলী
গ. বিজ্ঞান-সেবধি
ঘ. বঙ্গদূত
উত্তরঃ খ
প্রশ্নঃ মাসিক ‘সওগাত’ পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৯১৫ সালে
খ. ১৯১৮ সালে
গ. ১৯৩০ সালে
ঘ. ১৯৪৮ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন পত্রিকাটির প্রধান উদ্দেশ্য ছিল স্বধর্ম, স্বদেশ ও মাতৃভাষার সেবা করা?
ক. সওগাত
খ. বঙ্গদর্শন
গ. ধূমকেতু
ঘ. আল এসলাম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে?
ক. রোমান্টিসিজম
খ. আধুনিকতাবাদ
গ. উত্তরাধুনিকতবাদ
ঘ. বাস্তববাদ
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)