বাংলা সাহিত্য-৬৪

প্রশ্নঃ ‘ভারতী’ পত্রিকার সম্পাদকের নাম কি?
ক. ঈশ্বরগুপ্ত
খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
গ. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
ঘ. বঙ্কিমচন্দ্র
উত্তরঃ গ

প্রশ্নঃ নারী সামাজের উন্নতির জন্য ‘নারীমক্তি’ নামে পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন?
ক. ডাঃ লুৎফর রহমান
খ. বেগম শামসুন্নাহার মাহমুদ
গ. কবি সুফিয়া কামাল
ঘ. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোন বিষয়ের উপর বাংলা একাডেমী প্রতি বছর পুরস্কার প্রদান করে?
ক. শিক্ষা
খ. সাংবাদিকতা
গ. সাহিত্য
ঘ. শিল্পকলা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সম্বাদ কৌমুদী’ সাময়িক পত্রিকাটি কোন পত্রিকার জবাব স্বরূপ প্রকাশিত হয়?
ক. দিগদর্শন
খ. সমাচার দর্পণ
গ. বঙ্গদূত
ঘ. বেঙ্গল গেজেট
উত্তরঃ খ

প্রশ্নঃ ঈশ্বরগুপ্তের ‘সংবাদ প্রভাকর’ কত সালে প্রকাশিত হয়?
ক. ১৮২২ সালে
খ. ১৮২৯ সালে
গ. ১৮৩১ সালে
ঘ. ১৮৩৯ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক ছিলেন-
ক. প্রমথ চৌধুরী
খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ. মোজাম্মেল হক
ঘ. দক্ষিণারঞ্জন মিত্র
উত্তরঃ ক

প্রশ্নঃ হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম–
ক. অবকাশ রঞ্জিকা
খ. বিধিধার্য সংগ্রহ
গ. কাব্য প্রকাশ
ঘ. গ্রামবার্তা প্রকাশিকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নারী সমাজের উন্নতির জন্য ‘নারী শক্তি’ নামে পত্রিকাটির প্রকাশক কে ছিলেন?
ক. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
খ. বেগম শামসুন্নাহার মাহমুদ
গ. কবি সুফিয়া কামাল
ঘ. ডা. লুৎফর রহমান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সমাচার দর্পন’ পত্রিকার প্রকাশ কাল-
ক. ১৮০০ খ্রিস্টাব্দ
খ. ১৮১৮ খ্রিস্টাব্দ
গ. ১৮৩৫ খ্রিস্টাব্দ
ঘ. ১৮৫০ খ্রিস্টাব্দ
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষায় প্রকাশিত দৈনিক সংবাদপত্র কোনটি?
ক. দিগদর্শন
খ. সমাচার দর্পণ
গ. সংবাদ প্রভাকর
ঘ. তত্ত্ববোধিনী
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশী?
ক. কল্লোল
খ. সবুজপত্র
গ. কালিকলম
ঘ. বঙ্গদর্শন
উত্তরঃ খ

প্রশ্নঃ সাপ্তাহিক ‘সুধাকর’ এর সম্পাদক কে?
ক. মুন্সি মোহাম্মদ মেহের উল্লা
খ. মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
গ. শেখ আব্দুর রহিম
ঘ. ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৮৩১ সালে প্রকাশিত ‘জ্ঞানান্বেষণ’ পত্রিকার প্রকাশক কে?
ক. নীলরত্ন হালদার
খ. দক্ষিণারঞ্জন মিত্র
গ. ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
ঘ. রামমোহন রায়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘চতুরঙ্গ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. হুমায়ুন কবির
খ. ফজল শাহাবুদ্দীন
গ. আবুল হোসেন
ঘ. মোজাম্মেল হক
উত্তরঃ ক

প্রশ্নঃ সিকান্দার আবু জাফর কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
ক. সবুজপত্র
খ. সমকাল
গ. কবিতা
ঘ. সাহিত্য
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম সাময়িকী হলো-
ক. দিগদর্শন
খ. বেঙ্গল গেজেট
গ. সমাচার দর্পন
ঘ. নবযুগ
উত্তরঃ ক

প্রশ্নঃ সম্বাদ কৌমুদী’র সাথে সম্পর্ক ছিন্ন করে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কোন পত্রিকা প্রকাশ করেন?
ক. সমাচার চন্দ্রিকা
খ. সংবাদ তিমির নাশক
গ. বঙ্গদূত
ঘ. পার্শ্বপদাবলী
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপাত্র কোনটি?
ক. সমাচার দর্পণ
খ. কল্লোল
গ. সবুজপত্র
ঘ. বঙ্গদর্শন
উত্তরঃ গ

প্রশ্নঃ গণসাহিত্য শব্দে গণ কথাটি ব্যবহৃত হয়-
ক. সাধারণ মানুষ অর্থে
খ. জনগণের রচিত সাহিত্য অর্থে
গ. লোকসাহিত্য অর্থে
ঘ. জনগণের জন্য রচিত সাহিত্য অর্থে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সবুজপত্র’ কি?
ক. উপন্যাস
খ. নাটক
গ. সাময়িকপত্র
ঘ. গদ্য সংকলন
উত্তরঃ গ

প্রশ্নঃ তত্ত্বাবোধিনী পত্রিকার সম্পাদকের নাম কি?
ক. অবনীন্দ্রনাথ ঠাকুর
খ. ঈশ্বরগুপ্ত
গ. দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ. অক্ষয় কুমার দত্ত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সবুজপত্র’ পত্রিকা প্রকাশিত হয়-
ক. ১৯০৯ সালে
খ. ১৯১০ সালে
গ. ১৯১৪ সালে
ঘ. ১৯২১ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৯৫২ সালে
খ. ১৯৪৮ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. ১৯৫৫ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিনন্দন বাণী দিয়েছিলেন?
ক. সবুজপত্র
খ. শনিবারের চিঠি
গ. ধূমকেতু
ঘ. কল্লোল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আলালের ঘরের দুলাল’ গ্রন্থটি কোন পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়?
ক. তত্ত্ববোধিনী
খ. মাসিক পত্রিকা
গ. সবুজপত্র
ঘ. ভারতী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কল্লোল’ পত্রিকার সাথে সংশ্লিষ্ট ছিলেন-
ক. অচিন্ত্যকুমার সেনগুপ্ত
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. এঁরা প্রত্যেকেই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোন পত্রিকাটি জীবজন্তু বিষয়ক?
ক. সংবাদ তিমির নাশক
খ. পশ্বাবলী
গ. বিজ্ঞান-সেবধি
ঘ. বঙ্গদূত
উত্তরঃ খ

প্রশ্নঃ মাসিক ‘সওগাত’ পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৯১৫ সালে
খ. ১৯১৮ সালে
গ. ১৯৩০ সালে
ঘ. ১৯৪৮ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন পত্রিকাটির প্রধান উদ্দেশ্য ছিল স্বধর্ম, স্বদেশ ও মাতৃভাষার সেবা করা?
ক. সওগাত
খ. বঙ্গদর্শন
গ. ধূমকেতু
ঘ. আল এসলাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে?
ক. রোমান্টিসিজম
খ. আধুনিকতাবাদ
গ. উত্তরাধুনিকতবাদ
ঘ. বাস্তববাদ
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!