প্রশ্নঃ কোন পত্রিকায় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়?
ক. জ্ঞানান্বেষণ
খ. তত্ত্ববোধিনী
গ. বিবিধার্থ সংগ্রহ
ঘ. বিজ্ঞান সেবধি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ধূমকেতু’ পত্রিকা সম্পাদনা করেছেন-
ক. জীবনানন্দ দাশ
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. মওলানা আকরাম খান
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৮৬৫
খ. ১৮৭২
গ. ১৮৭৫
ঘ. ১৮৮১
উত্তরঃ খ
প্রশ্নঃ “ঢাকা প্রকাশ’ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে?
ক. কৃষ্ণচন্দ্র মজুমদার
খ. রামানন্দ চট্টোপাধ্যায়
গ. শামসুর রাহমান
ঘ. সিকান্দার আবু জাফর
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলা একাডেমী থেকে প্রকাশিত বাংলা ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি?
ক. সুন্দরম
খ. লোকায়ত
গ. উত্তরাধিকার
ঘ. কিছুক্ষণ
উত্তরঃ গ
প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমদ একত্রে সম্পাদনা করেছিলেন?
ক. আজাদ
খ. সওগাত
গ. নবযুগ
ঘ. ধূমকেতু
উত্তরঃ গ
প্রশ্নঃ ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্ররূপে প্রকাশিত পত্রিকাটির নাম কী?
ক. শিখা
খ. সমকাল
গ. অভিযান
ঘ. জয়শ্রী
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা ‘কল্লোল’ কত সালে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৯২৩ সালে
খ. ১৯২৪ সালে
গ. ১৯২৫ সালে
ঘ. ১৯২৭ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ থিয়েটার পত্রিকার সম্পাদক কে?
ক. সারা জাকের
খ. রামেন্দু মজুমদার
গ. আব্দুল্লাহ আল মামুন
ঘ. আসাদুজ্জামান নূর
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘মোসলেম ভারত’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন-
ক. মীর মশাররফ হোসেন
খ. মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ
গ. মোজাম্মেল হক
ঘ. রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী
উত্তরঃ গ
প্রশ্নঃ বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি-কত সালে প্রকাশিত হয়?
ক. ১৮৮৬ সালে
খ. ১৮৯৯ সালে
গ. ১৯০৭ সালে
ঘ. ১৯১৩ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র কোনটি?
ক. সংবাদ
খ. ঢাকা প্রকাশ
গ. আজকের কাগজ
ঘ. ইত্তেফাক
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশে (বিভাগোত্তর পূর্ব বাংলায়) মহিলাদের সম্পাদনায় প্রথশ প্রকাশিত পত্রিকার সম্পাদকের নাম কি?
ক. বেগম শামসুন নাহার মাহমুদ
খ. নূরজাহান বেগম
গ. বেগম ফয়জুন্নেসা
ঘ. বেগম সারা আহসান উল্লাহ
উত্তরঃ খ
প্রশ্নঃ ঢাকা থেকে প্রকাশিত আঙ্গুর (কিশোর পত্রিকা) পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. হেকিম হাবিবুর রহমান
গ. আবুল হাসান
ঘ. ড. এনামুলক হক
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলা একাডেমী থেকে প্রকাশিত ষান্মাসিক পত্রিকা কোনটি
ক. বাংলা জার্নাল
খ. কিশোর জার্নাল
গ. উত্তরাধিকার
ঘ. ধান মালিকের দেশ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘শিখা’ পত্রিকা কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল?
ক. মুসলিম বাংলা
খ. মুসলিম সাহিত্য সমাজ
গ. এশিয়াটিক সোসাইটি
ঘ. বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ
উত্তরঃ খ
প্রশ্নঃ মাসিক ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. মোহাম্মদ নাসির উদ্দিন
খ. আবুল কালাম শামসুদ্দিন
গ. কাজী আবদুল ওদুদ
ঘ. সিকান্দার আবু জাফর
উত্তরঃ ক
প্রশ্নঃ প্রমথ চৌধুরীর ‘বীরবলী’ রীতির প্রচার মাধ্যম হিসাবে কোন পত্রিকা ভূমিকা রাখে?
ক. সাহিত্য
খ. কল্লোল
গ. সবুজপত্র
ঘ. কালিকলম
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকপত্র কোনটি?
ক. সমাচার দর্পণ
খ. বেঙ্গল গেজেট
গ. বঙ্গদর্শন
ঘ. দিগদর্শন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি বাংলা একাডেমী হতে প্রকাশিত পত্রিকা নয়?
ক. লেখা
খ. উত্তরাধিকার
গ. ধানশালিকের দেশ
ঘ. নবারূণ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘Bengali Gazette’ সাময়িক পত্রিকাটি কোন ভাষায় রচিত?
ক. ইংরেজি
খ. সংস্কৃত
গ. বাংলা
ঘ. হিন্দি
উত্তরঃ ক
প্রশ্নঃ ব্রিটেনের প্রথম বাংলা সংবাদ পত্রের নাম কি?
ক. সত্যকথা
খ. সত্যবাণী
গ. সংবাদ প্রভাতী
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি?
ক. আজাদ
খ. বঙ্গদর্শন
গ. সমাচার দর্পন
ঘ. বেঙ্গল গেজেট
উত্তরঃ গ
প্রশ্নঃ বঙ্কিমচন্দ্র সম্পাদিত ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রকাশ কাল-
ক. ১৮৬৫
খ. ১৮৭০
গ. ১৮৭২
ঘ. ১৮৭৪
উত্তরঃ গ
প্রশ্নঃ অক্ষয়কুমার দত্ত কত সাল পর্যন্ত ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন?
ক. ১৮৪৩ সাল
খ. ১৮৪৯ সাল
গ. ১৮৫৩ সাল
ঘ. ১৮৫৫ সাল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ তত্ত্বাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কে?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. রামমোহন রায়
গ. অক্ষয়কুমার দত্ত
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন সাময়িক পত্রটি ঢাকা থেকে প্রকাশিত হয়?
ক. চতুরঙ্গ
খ. লোকায়ত
গ. পরিচয়
ঘ. কল্লোল
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন পত্রিকাটি রবীন্দ্র প্রভাব থেকে বাইরে আসার চেষ্টা করেছিলেন?
ক. কল্লোল
খ. কালিকলম
গ. প্রগতি
ঘ. তিনটিই
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি?
ক. সওগাত
খ. সমকাল
গ. উত্তরণ
ঘ. শিখা
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোন পত্রিকাটি শিশু কিশোর পত্রিকা হিসাবে পরিচিত?
ক. নবারুণ
খ. উন্মাদ
গ. অগত্যা
ঘ. ধান শালিকের দেশ
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)