বাংলা সাহিত্য-৬৩

প্রশ্নঃ কোন পত্রিকায় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়?
ক. জ্ঞানান্বেষণ
খ. তত্ত্ববোধিনী
গ. বিবিধার্থ সংগ্রহ
ঘ. বিজ্ঞান সেবধি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ধূমকেতু’ পত্রিকা সম্পাদনা করেছেন-
ক. জীবনানন্দ দাশ
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. মওলানা আকরাম খান
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৮৬৫
খ. ১৮৭২
গ. ১৮৭৫
ঘ. ১৮৮১
উত্তরঃ খ

প্রশ্নঃ “ঢাকা প্রকাশ’ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে?
ক. কৃষ্ণচন্দ্র মজুমদার
খ. রামানন্দ চট্টোপাধ্যায়
গ. শামসুর রাহমান
ঘ. সিকান্দার আবু জাফর
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা একাডেমী থেকে প্রকাশিত বাংলা ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি?
ক. সুন্দরম
খ. লোকায়ত
গ. উত্তরাধিকার
ঘ. কিছুক্ষণ
উত্তরঃ গ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমদ একত্রে সম্পাদনা করেছিলেন?
ক. আজাদ
খ. সওগাত
গ. নবযুগ
ঘ. ধূমকেতু
উত্তরঃ গ

প্রশ্নঃ ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্ররূপে প্রকাশিত পত্রিকাটির নাম কী?
ক. শিখা
খ. সমকাল
গ. অভিযান
ঘ. জয়শ্রী
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা ‘কল্লোল’ কত সালে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৯২৩ সালে
খ. ১৯২৪ সালে
গ. ১৯২৫ সালে
ঘ. ১৯২৭ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ থিয়েটার পত্রিকার সম্পাদক কে?
ক. সারা জাকের
খ. রামেন্দু মজুমদার
গ. আব্দুল্লাহ আল মামুন
ঘ. আসাদুজ্জামান নূর
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মোসলেম ভারত’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন-
ক. মীর মশাররফ হোসেন
খ. মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ
গ. মোজাম্মেল হক
ঘ. রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী
উত্তরঃ গ

প্রশ্নঃ বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি-কত সালে প্রকাশিত হয়?
ক. ১৮৮৬ সালে
খ. ১৮৯৯ সালে
গ. ১৯০৭ সালে
ঘ. ১৯১৩ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র কোনটি?
ক. সংবাদ
খ. ঢাকা প্রকাশ
গ. আজকের কাগজ
ঘ. ইত্তেফাক
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে (বিভাগোত্তর পূর্ব বাংলায়) মহিলাদের সম্পাদনায় প্রথশ প্রকাশিত পত্রিকার সম্পাদকের নাম কি?
ক. বেগম শামসুন নাহার মাহমুদ
খ. নূরজাহান বেগম
গ. বেগম ফয়জুন্নেসা
ঘ. বেগম সারা আহসান উল্লাহ
উত্তরঃ খ

প্রশ্নঃ ঢাকা থেকে প্রকাশিত আঙ্গুর (কিশোর পত্রিকা) পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. হেকিম হাবিবুর রহমান
গ. আবুল হাসান
ঘ. ড. এনামুলক হক
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা একাডেমী থেকে প্রকাশিত ষান্মাসিক পত্রিকা কোনটি
ক. বাংলা জার্নাল
খ. কিশোর জার্নাল
গ. উত্তরাধিকার
ঘ. ধান মালিকের দেশ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘শিখা’ পত্রিকা কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল?
ক. মুসলিম বাংলা
খ. মুসলিম সাহিত্য সমাজ
গ. এশিয়াটিক সোসাইটি
ঘ. বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ
উত্তরঃ খ

প্রশ্নঃ মাসিক ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. মোহাম্মদ নাসির উদ্দিন
খ. আবুল কালাম শামসুদ্দিন
গ. কাজী আবদুল ওদুদ
ঘ. সিকান্দার আবু জাফর
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রমথ চৌধুরীর ‘বীরবলী’ রীতির প্রচার মাধ্যম হিসাবে কোন পত্রিকা ভূমিকা রাখে?
ক. সাহিত্য
খ. কল্লোল
গ. সবুজপত্র
ঘ. কালিকলম
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকপত্র কোনটি?
ক. সমাচার দর্পণ
খ. বেঙ্গল গেজেট
গ. বঙ্গদর্শন
ঘ. দিগদর্শন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি বাংলা একাডেমী হতে প্রকাশিত পত্রিকা নয়?
ক. লেখা
খ. উত্তরাধিকার
গ. ধানশালিকের দেশ
ঘ. নবারূণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘Bengali Gazette’ সাময়িক পত্রিকাটি কোন ভাষায় রচিত?
ক. ইংরেজি
খ. সংস্কৃত
গ. বাংলা
ঘ. হিন্দি
উত্তরঃ ক

প্রশ্নঃ ব্রিটেনের প্রথম বাংলা সংবাদ পত্রের নাম কি?
ক. সত্যকথা
খ. সত্যবাণী
গ. সংবাদ প্রভাতী
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি?
ক. আজাদ
খ. বঙ্গদর্শন
গ. সমাচার দর্পন
ঘ. বেঙ্গল গেজেট
উত্তরঃ গ

প্রশ্নঃ বঙ্কিমচন্দ্র সম্পাদিত ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রকাশ কাল-
ক. ১৮৬৫
খ. ১৮৭০
গ. ১৮৭২
ঘ. ১৮৭৪
উত্তরঃ গ

প্রশ্নঃ অক্ষয়কুমার দত্ত কত সাল পর্যন্ত ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন?
ক. ১৮৪৩ সাল
খ. ১৮৪৯ সাল
গ. ১৮৫৩ সাল
ঘ. ১৮৫৫ সাল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ তত্ত্বাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কে?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. রামমোহন রায়
গ. অক্ষয়কুমার দত্ত
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন সাময়িক পত্রটি ঢাকা থেকে প্রকাশিত হয়?
ক. চতুরঙ্গ
খ. লোকায়ত
গ. পরিচয়
ঘ. কল্লোল
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন পত্রিকাটি রবীন্দ্র প্রভাব থেকে বাইরে আসার চেষ্টা করেছিলেন?
ক. কল্লোল
খ. কালিকলম
গ. প্রগতি
ঘ. তিনটিই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি?
ক. সওগাত
খ. সমকাল
গ. উত্তরণ
ঘ. শিখা
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন পত্রিকাটি শিশু কিশোর পত্রিকা হিসাবে পরিচিত?
ক. নবারুণ
খ. উন্মাদ
গ. অগত্যা
ঘ. ধান শালিকের দেশ
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!