বাংলা সাহিত্য-৩৭

প্রশ্নঃ জমিদার দর্পণ নাটকের নাট্যকার কে?
ক. দীনবন্ধু মিত্র
খ. তারাচরণ সিকদার
গ. মীর মশাররফ হোসেন
ঘ. অমৃতলার বাডু জ্রে
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বইটি মীর মশাররফ হোসেনের লেখা?
ক. অনল প্রবাহ
খ. জননী
গ. আনোয়ারা
ঘ. গাজী মিয়ার বস্তানী
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিক কে?
ক. গোলাম মোস্তফা
খ. কাজী নজরুল ইসলাম
গ. কায়কোবাদ
ঘ. মীর মশাররফ হোসেন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার কে?
ক. মীর মোশাররফ হোসেন
খ. কাজী নজরুল ইসলাম
গ. আবুল ফজল
ঘ. শওকত ওসমান
উত্তরঃ ক

প্রশ্নঃ Bengali Epic ‘Bishaad Shindhu’ was written by : বাংলা মহাকাব্য বিষাদসিন্ধু রচয়িতা-
ক. Robindronath Togore
খ. Mir Mosharrof Hossain
গ. Kazi Najrul Islam
ঘ. Syed Shamsul Haque
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘গাজী মিয়ার বস্তানী’ কে রচনা করেন?
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. মীর মশাররফ হোসেন
গ. ডা. লুৎফর রহমান
ঘ. রশীদ করীম
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘উদাসীন পথিকের মনের কথা’ কার রচনা?
ক. মীর মশাররফ হোসেন
খ. শাহাদাৎ হোসেন
গ. ফররুখ আহমদ
ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অমর জীবনী’ নামক আত্মচরিতটির রচয়িতা কে?
ক. কায়কোবাদ
খ. ইসমাইল হোসেন সিরাজী
গ. মীর মশাররফ হোসেন
ঘ. বেগম রোকেয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বিষাদসিন্ধু’ কী ধরনের রচনা?
ক. নাট্যকাব্য
খ. ঐতিহাসিক রচনা
গ. গদ্যকাব্য
ঘ. উপন্যাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বসন্তকুমারী’ নাটক রচনা করেছেন-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. মীর মশাররফ হোসেন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মীর মশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’ কোন ঐতিহাসিক ঘটনা অবলম্বনে লিখিত?
ক. কারবালার যুদ্ধ
খ. পানিপথের যুদ্ধ
গ. পলাশীর যুদ্ধ
ঘ. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বিবি কুলসুম’ কার রচনা?
ক. মোজাম্মেল হক
খ. কাজী নজরুল ইসলাম
গ. মীর মশাররফ হোসেন
ঘ. ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সাহিত্যে মুসলমান চরিত্র অবলম্বনে রচিত প্রতম নাটক কোনটি?
ক. বসন্তকুমারী
খ. জমিদার দর্পণ
গ. সাজাহান
ঘ. নূরজাহান
উত্তরঃ খ

প্রশ্নঃ মীর মশাররফ হোসেনের জীবনকাল কোনটি?
ক. ১৮৬৮-১৯৪৪
খ. ১৮২০-১৮৯১
গ. ১৮৪৭-১৯১২
ঘ. ১৮২৪-১৮৭৪
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘গাজী মিয়াঁর বস্তানী’ কি ধরনের রচনা
ক. আত্মজীবনী
খ. উপন্যাস
গ. কাব্য
ঘ. নাটক
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘গো-জীবন’-এর রচয়িতা কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. আবুল ফজল
গ. মীর মোশাররফ হোসেন
ঘ. মধুসূদন দত্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা-
ক. বিষাদ সিন্ধু
খ. জমীদার দর্পণ
গ. রত্নাবতী
ঘ. গাজী মিয়াঁর বস্তানী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘এর উপায় কি?’ প্রহসনটির রচয়িতার নাম কি?
ক. মধুসূদন দত্ত
খ. দীনবন্ধু মিত্র
গ. মীর মশাররফ হোসেন
ঘ. শেখ আজিমদ্দিন
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
ক. জগৎ মোহিনী
খ. বসন্ত কুমারী
গ. আয়না
ঘ. মোহনী প্রমদাস
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘উদাসীন পথিকের মনের কথা’ — কোন জাতীয় রচনা?
ক. নাটক
খ. কাব্য
গ. আত্মজৈবনিক উপন্যাস
ঘ. গীতি কবিতায় সংকলন
উত্তরঃ গ

প্রশ্নঃ বাঙালি মুসলমানের লেখা প্রথম উপন্যাস কোনটি?
ক. বিষাদ সিন্ধু
খ. বঙ্গদর্শন
গ. রত্নবতী
ঘ. পদ্মরাগ
উত্তরঃ গ

প্রশ্নঃ মীর মশাররফ হোসেনের ‘মোসলেম বীরত্ব’ কোন ধরনের গ্রন্থ?
ক. উপন্যাস
খ. কাব্যগ্রন্থ
গ. প্রবন্ধ
ঘ. নাটক
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বিষাদ সিন্ধু’ কোন যুগের গ্রন্থ?
ক. প্রাচীন যুগের গ্রন্থ
খ. আধুনিক যুগের
গ. মধ্যযুগের
ঘ. অন্তঃমধ্যযুগের
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘উদাসীন পাথিকের মনের কথা’ কোন জাতীয় রচনা?
ক. নাটক
খ. আত্মজৈবনিক উপন্যাস
গ. কাব্য
ঘ. গীতি কবিতায় সংকলন
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষার একমাত্র গদ্য মহাকাব্য কোনটি?
ক. বিষাদ সিন্ধু
খ. মহাশ্মশান
গ. মেঘনাদবধ কাব্য
ঘ. পলাশীর যুদ্ধ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বিষাদ সিন্ধু’ লেখকের পরিচয়-
ক. দেলদুয়ারের জমিদার
খ. গৌরনদীর তীরে লাহিনী পাড়ার লোক
গ. একজন বাউল
ঘ. একজন সাংবাদিক কবি
উত্তরঃ খ, ঘ

প্রশ্নঃ মীর মশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’ একটি-
ক. আত্মজীবনী
খ. গবেষণা গ্রন্থ
গ. ধর্মবিষয়ক প্রবন্ধ
ঘ. ইতিহাস আশ্রয়ী উপন্যাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বসন্তকুমারী’ মীর মোশাররফ হোসেনের একটি–
ক. প্রবন্ধ
খ. নাটক
গ. উপন্যাস
ঘ. প্রহসন
উত্তরঃ খ

প্রশ্নঃ মীর মশাররফ হোসেন লিখিত নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক?
ক. রত্নাবতী
খ. উদাসীন পথিকের মনের কথা
গ. জমিদার দর্পণ
ঘ. বিষাদ সিন্ধু
উত্তরঃ গ

প্রশ্নঃ মীর মোশাররফ হোসেনের প্রহসন কোনটি?
ক. এর উপায় কি
খ. ফাঁস কাগজ
গ. ভাই ভাই এই তো চাই
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!