বাংলা সাহিত্য-৩০

প্রশ্নঃ কোনটি ইব্রাহীম খাঁর গ্রন্থ নয়?
ক. ইস্তাম্বুল যাত্রীর পত্র
খ. আনোয়ার পাশা
গ. সোনার শিকল
ঘ. উর্বশী ও আর্টেমিস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইব্রাহিম খাঁ রচিত কাব্যগ্রন্থ কোনটি?
ক. খোয়াব নামা
খ. ইস্তাম্বুল যাত্রী
গ. মোস্তফা চরিত
ঘ. পদ্মা নদীর মাঝি
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোন নাটকটি প্রিন্সিপাল ইব্রাহিম খানের রচনা?
ক. সাজাহান
খ. কাফেলা
গ. নীল দর্পণ
ঘ. রক্তাক্ত প্রান্তর
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়?
ক. আনোয়ার পাশা
খ. ইস্তাম্বুল যাত্রীর পত্র
গ. কুচবরণ কন্যে
ঘ. সোনার শিকল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ইস্তাম্বুল যাত্রীর পত্র’ গ্রন্থের রচয়িতা কে?
ক. প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ
খ. কবি জসীমউদ্দনীন
গ. কবি গোলাম মোস্তফা
ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ ক

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, ফররুখ আহমদ:

প্রশ্নঃ ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি?
ক. সাত সাগরের মাঝি
খ. পাখির বাসা
গ. নৌফেল ও হাতেম
ঘ. হাতেম তাই
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. বেগম সুফিয়া কামাল
খ. শেখ ফজলুল করিম
গ. ফররুখ আহমদ
ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তরঃ গ

প্রশ্নঃ ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
ক. নূরনামা- আবুদল হাকিম
খ. সাত সাগরের মাঝি- ফররুখ আহমেদ
গ. দিলরুবা- আবুল কাদির
ঘ. জিঞ্জীর-কাজী নজরুল ইসলাম
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কারবালার প্রান্তরে’ গ্রন্থের রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. ফররুখ আহমদ
গ. মীর মশাররফ হোসেন
ঘ. আহসান হাবীব
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সাতসাগরের মাঝি’ কার লেখা প্রথম কাব্যগ্রন্থ?
ক. সৈয়দ আলী আহসান
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. জসীম উদ্দীন
ঘ. কাজী নজরুল ইসলাম
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ

প্রশ্নঃ ‘সাত সাগরের মাঝি’ কাব্য গন্থটির কবি কে?
ক. ফররুখ আহমেদ
খ. আহসান হাবিব
গ. শামসুর রহমান
ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. ফররুখ আহমদ
গ. আব্দুল কাদির
ঘ. বন্দে আলী মিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সিরাজাম মুনীরা’ কাব্যের রচয়িতার নাম-
ক. তালিম হোসেন
খ. ফররুখ আহমদ
গ. গোলাম মোস্তফা
ঘ. আবুল হোসেন
উত্তরঃ খ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, বঙ্কীমচন্দ্র চট্টোপাধ্যায়:

প্রশ্নঃ ‘তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?’ প্রবাদটির রচয়িতা কে?
ক. মীর মশাররফ হোসেন
খ. রোকেয়া সাখাওয়াত হোসেন
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রথম প্রকৃত বাংলা উপন্যাস কোনটি?
ক. দুর্গেশনন্দিনী
খ. বিষবৃক্ষ
গ. কপাল কুন্ডলা
ঘ. রাজসিংহ
উত্তরঃ ক

প্রশ্নঃ বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি?
ক. Rajmohans wife
খ. দুর্গেশনন্দিনী
গ. কপালকুণ্ডলা
ঘ. বিষবৃক্ষ
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাস কোনটি?
ক. আলালের ঘরের দুলাল
খ. নববাবু বিলাস
গ. দুর্গেশনন্দিনী
ঘ. গৃহদাহ
উত্তরঃ গ

প্রশ্নঃ বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের বিষয়বস্তু হল-
ক. ছিয়াত্তরের মন্বন্তর
খ. ধর্মীয় পুরোহিতদের সুখ দুঃখ
গ. তৎকালীন ভারতীয় হিন্দু সমাজের ধর্মীয় সংস্কার
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘রাজসিংহ’ উপন্যাস কার রচনা?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ খ

প্রশ্নঃ বঙ্কীমচন্দ্রের কোন উপন্যাসটি দেশাত্মবোধক?
ক. আনন্দমঠ
খ. রাজসিংহ
গ. চন্দশেখর
ঘ. রাধারানী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বাবা কার ক্ষেতে ধান খেয়েছি যে, আমাকে এর ভিতর পুরিলে?’ বাক্যটি কার রচনা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কমলা কান্তের দপ্তর’ কোন শ্রেণীর রচনা?
ক. প্রবন্ধ
খ. উপন্যাস
গ. রম্য রচনা
ঘ. ভ্রমণ কাহিনী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘কৃষ্ণকুমারী’ কি ধরনের গ্রন্থ?
ক. প্রহসন
খ. নাটক
গ. কাব্যগ্রন্থ
ঘ. উপন্যাস
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা?
ক. নৌকাডুবি
খ. গোরা
গ. ঘরে বাইরে
ঘ. বিষবৃক্ষ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম-
ক. দুর্গেশ নন্দিনী
খ. কপালকুণ্ডলা
গ. রজনী
ঘ. কৃষ্ণকান্তের উইল
উত্তরঃ ক

প্রশ্নঃ বঙ্কীমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বিষবৃক্ষ’ উপন্যাসের চরিত্র কোনটি?
ক. কুন্দনন্দিনী
খ. শ্যামসুন্দরী
গ. বিমলা
ঘ. রোহিনী
উত্তরঃ ক

প্রশ্নঃ জেবুন্নেসা কোন উপন্যাসের নায়িকা?
ক. কপালকুণ্ডলা
খ. রাজসিংহ
গ. মৃণালিনী
ঘ. রজনী
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস কোনটি
ক. আলালের ঘরের দুলাল
খ. সীতারবনবাস
গ. দুর্গেশনন্দিনী
ঘ. শকুন্তলা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কুন্দনন্দিনী’ কোন উপন্যাসের চরিত্র?
ক. বিষবৃক্ষ
খ. কৃষ্ণকান্তের উইল
গ. তিতাস একটি নদরি নাম
ঘ. শেষের কবিতা
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!