প্রশ্নঃ ‘নীলদর্পণ’ নাটকটি কোন শহরথেকে প্রকাশিত হয়েছিল?
ক. ঢাকা
খ. কলিকাতা
গ. বর্ধমান
ঘ. পাটনা
উত্তরঃ ক
প্রশ্নঃ ইংরেজ নীলকরদের অত্যাচারে অতিষ্ট কৃষক জীবনের দুঃকষ্ট কোন নাটকের মূল উপজীব্য?
ক. জমিদার দর্পণ
খ. নীলদর্পণ
গ. কীর্তিবিলাস
ঘ. বাবু কাহিনী
উত্তরঃ খ
প্রশ্নঃ বিখ্যাত ‘নীলদর্পণ’ নাটকপির ইংরেজি অনুবাদ কি নামে প্রকাশিত হয়েছিল?
ক. প্ল্যান্টিং মিরর ইন্ডিগো
খ. ইন্ডিগো প্লান্টিং মিরর
গ. মিরর প্ল্যান্টিং ইন্ডিগো
ঘ. ব্লুমির
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা ভাষায় প্রথম আর্থ-সামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন-
ক. মীর মশাররফ হোসেন
খ. দীনবন্ধু মিত্র
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘নীলদর্পণ কোন ধরনের রচনা?
ক. নাটক
খ. উপন্যাস
গ. প্রহসন
ঘ. ছোটগল্প
উত্তরঃ ক
প্রশ্নঃ দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুঁড়ে মেরেছিলেন?
ক. সধবার একাদশী
খ. জামাই বারিক
গ. নীলদর্পণ
ঘ. লীলাবতী
উত্তরঃ গ
প্রশ্নঃ দীনবন্ধু মিত্র কোন শ্রেণীর সাহিত্য রচনা করেন?
ক. উপন্যাস
খ. কাব্য
গ. নাটক
ঘ. প্রবন্ধগ্রন্থ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘নীলদর্পণ’ নাটকটি কার লেখা?
ক. দীনবন্ধু মিত্র
খ. ডি.এল.রায়
গ. মীর মশাররফ হোসেন
ঘ. ইব্রাহীম খাঁ
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের কোন নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র?
ক. নবীন তপস্বিনী
খ. কমলে কামিনী
গ. বিয়ে পাগলা বুড়ো
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিষয়বস্তুর দিক হতে ‘নীলদর্পণ’ একটি-
ক. ঐতিহাসিক নাটক
খ. সামাজিক নাটক
গ. হাস্যরসাত্মক নাটক
ঘ. ট্র্যাজেডী
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘নীলদর্পণ’ নাটক কার রচনা?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. দীনবন্ধু মিত্র
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সামাজিক নাটক কোনটি?
ক. ডাকঘর
খ. সধবার একাদশী
গ. নুরজাহান
ঘ. রাবণবধ
উত্তরঃ খ
প্রশ্নঃ তোরাপ চরিত্রটি নিম্নের কোন নাটকের?
ক. জমিদার দর্পণ
খ. নীলদর্পণ
গ. জনা
ঘ. প্রফুল্ল
উত্তরঃ খ
বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, প্রমথ চৌধুরী:
প্রশ্নঃ বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক কে? বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির ব্যবহারকারী কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. প্রমথ চৌধুরী
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘বীরবল’ কোন লেখেকর ছদ্মনাম?
ক. প্রমথ চৌধুরী
খ. আবু ইসহাক
গ. প্রমথনাথ বিথী
ঘ. সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তরঃ ক
প্রশ্নঃ প্রমথ চৌধুরী একজন-
ক. কবি
খ. নাট্যকার
গ. প্রাবন্ধিক
ঘ. ঔপন্যাসিক
উত্তরঃ গ
প্রশ্নঃ চলিত ভাষাকে জনপ্রিয় করেন-
ক. প্রমথ চৌধুরী
খ. টেকচাঁদ ঠাকুর
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. বনফুল
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘তেল নুন লকরি’ কার রচিত গ্রন্থ?
ক. প্রবোধ চন্দ্র সেন
খ. প্রমথনাথ বিশি
গ. প্রমথ চৌধুরী
ঘ. প্রদ্যুম্ন মিত্র
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রমথ চৌধুরীর প্রবন্ধ কোনটি?
ক. তেল-নুন-লাকড়ী
খ. বীরবলের হালখাতা
গ. নানা কথা
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সাহিত্য খেলা প্রবন্ধের ‘রোদ্যাঁ’ কি?
ক. এক ব্যক্তির নাম
খ. রেস্টুরেন্ট এর নাম
গ. জায়গার নাম
ঘ. পাহাড় এর নাম
উত্তরঃ ক
প্রশ্নঃ প্রমথ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন?
ক. উপন্যাস ইতিহাস বর্জনে
খ. সাহিত্যে মুসলমান চরিত্র সৃষ্টিতে
গ. চলিত ভাষার ব্যবহারে
ঘ. গদ্য কবিতা রচনায়
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘বীরবলের হালখাতা’ গ্রন্থটি কোন ধরনে রচনা
ক. কাব্য
খ. নাটক
গ. উপন্যাস
ঘ. প্রবন্ধ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ “ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে” কে বলেছেন-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘তেল-নুন-লাকড়ী’ প্রবন্ধগ্রন্থের রচয়িতা কে?
ক. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
খ. মোহিতলাল মজুমদার
গ. প্রমথ চৌধুরী
ঘ. অবনীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি’ সহ্য করতে পারতেন না-
ক. বঙ্কিমচন্দ্র
খ. সৈয়দ মুজতবা আলী
গ. প্রমথ চৌধুরী
ঘ. প্রমথনাথবিশী
উত্তরঃ গ
প্রশ্নঃ চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন কে করেন?
ক. টেকচাঁদ ঠাকুর
খ. বিদ্যাসাগর
গ. বীরবল
ঘ. বনফুল
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘চার ইয়ারী কথা’ গ্রন্থ কে রচনা করেন?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. প্রমথ চৌধুরী
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ গ
বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ:
প্রশ্নঃ ‘আনোয়ার পাশা’ নাটকটির রচয়িতা কে?
ক. আকবর উদ্দীন
খ. কাজী নজরুল ইসলাম
গ. ইব্রাহিম খাঁ
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)