বাংলা সাহিত্য-২৯

প্রশ্নঃ ‘নীলদর্পণ’ নাটকটি কোন শহরথেকে প্রকাশিত হয়েছিল?
ক. ঢাকা
খ. কলিকাতা
গ. বর্ধমান
ঘ. পাটনা
উত্তরঃ ক

প্রশ্নঃ ইংরেজ নীলকরদের অত্যাচারে অতিষ্ট কৃষক জীবনের দুঃকষ্ট কোন নাটকের মূল উপজীব্য?
ক. জমিদার দর্পণ
খ. নীলদর্পণ
গ. কীর্তিবিলাস
ঘ. বাবু কাহিনী
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বিখ্যাত ‘নীলদর্পণ’ নাটকপির ইংরেজি অনুবাদ কি নামে প্রকাশিত হয়েছিল?
ক. প্ল্যান্টিং মিরর ইন্ডিগো
খ. ইন্ডিগো প্লান্টিং মিরর
গ. মিরর প্ল্যান্টিং ইন্ডিগো
ঘ. ব্লুমির
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষায় প্রথম আর্থ-সামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন-
ক. মীর মশাররফ হোসেন
খ. দীনবন্ধু মিত্র
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘নীলদর্পণ কোন ধরনের রচনা?
ক. নাটক
খ. উপন্যাস
গ. প্রহসন
ঘ. ছোটগল্প
উত্তরঃ ক

প্রশ্নঃ দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুঁড়ে মেরেছিলেন?
ক. সধবার একাদশী
খ. জামাই বারিক
গ. নীলদর্পণ
ঘ. লীলাবতী
উত্তরঃ গ

প্রশ্নঃ দীনবন্ধু মিত্র কোন শ্রেণীর সাহিত্য রচনা করেন?
ক. উপন্যাস
খ. কাব্য
গ. নাটক
ঘ. প্রবন্ধগ্রন্থ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘নীলদর্পণ’ নাটকটি কার লেখা?
ক. দীনবন্ধু মিত্র
খ. ডি.এল.রায়
গ. মীর মশাররফ হোসেন
ঘ. ইব্রাহীম খাঁ
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র?
ক. নবীন তপস্বিনী
খ. কমলে কামিনী
গ. বিয়ে পাগলা বুড়ো
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিষয়বস্তুর দিক হতে ‘নীলদর্পণ’ একটি-
ক. ঐতিহাসিক নাটক
খ. সামাজিক নাটক
গ. হাস্যরসাত্মক নাটক
ঘ. ট্র্যাজেডী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘নীলদর্পণ’ নাটক কার রচনা?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. দীনবন্ধু মিত্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সামাজিক নাটক কোনটি?
ক. ডাকঘর
খ. সধবার একাদশী
গ. নুরজাহান
ঘ. রাবণবধ
উত্তরঃ খ

প্রশ্নঃ তোরাপ চরিত্রটি নিম্নের কোন নাটকের?
ক. জমিদার দর্পণ
খ. নীলদর্পণ
গ. জনা
ঘ. প্রফুল্ল
উত্তরঃ খ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, প্রমথ চৌধুরী:

প্রশ্নঃ বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক কে? বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির ব্যবহারকারী কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. প্রমথ চৌধুরী
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বীরবল’ কোন লেখেকর ছদ্মনাম?
ক. প্রমথ চৌধুরী
খ. আবু ইসহাক
গ. প্রমথনাথ বিথী
ঘ. সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রমথ চৌধুরী একজন-
ক. কবি
খ. নাট্যকার
গ. প্রাবন্ধিক
ঘ. ঔপন্যাসিক
উত্তরঃ গ

প্রশ্নঃ চলিত ভাষাকে জনপ্রিয় করেন-
ক. প্রমথ চৌধুরী
খ. টেকচাঁদ ঠাকুর
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. বনফুল
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘তেল নুন লকরি’ কার রচিত গ্রন্থ?
ক. প্রবোধ চন্দ্র সেন
খ. প্রমথনাথ বিশি
গ. প্রমথ চৌধুরী
ঘ. প্রদ্যুম্ন মিত্র
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রমথ চৌধুরীর প্রবন্ধ কোনটি?
ক. তেল-নুন-লাকড়ী
খ. বীরবলের হালখাতা
গ. নানা কথা
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সাহিত্য খেলা প্রবন্ধের ‘রোদ্যাঁ’ কি?
ক. এক ব্যক্তির নাম
খ. রেস্টুরেন্ট এর নাম
গ. জায়গার নাম
ঘ. পাহাড় এর নাম
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রমথ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন?
ক. উপন্যাস ইতিহাস বর্জনে
খ. সাহিত্যে মুসলমান চরিত্র সৃষ্টিতে
গ. চলিত ভাষার ব্যবহারে
ঘ. গদ্য কবিতা রচনায়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বীরবলের হালখাতা’ গ্রন্থটি কোন ধরনে রচনা
ক. কাব্য
খ. নাটক
গ. উপন্যাস
ঘ. প্রবন্ধ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ “ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে” কে বলেছেন-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘তেল-নুন-লাকড়ী’ প্রবন্ধগ্রন্থের রচয়িতা কে?
ক. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
খ. মোহিতলাল মজুমদার
গ. প্রমথ চৌধুরী
ঘ. অবনীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি’ সহ্য করতে পারতেন না-
ক. বঙ্কিমচন্দ্র
খ. সৈয়দ মুজতবা আলী
গ. প্রমথ চৌধুরী
ঘ. প্রমথনাথবিশী
উত্তরঃ গ

প্রশ্নঃ চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন কে করেন?
ক. টেকচাঁদ ঠাকুর
খ. বিদ্যাসাগর
গ. বীরবল
ঘ. বনফুল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘চার ইয়ারী কথা’ গ্রন্থ কে রচনা করেন?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. প্রমথ চৌধুরী
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ গ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ:

প্রশ্নঃ ‘আনোয়ার পাশা’ নাটকটির রচয়িতা কে?
ক. আকবর উদ্দীন
খ. কাজী নজরুল ইসলাম
গ. ইব্রাহিম খাঁ
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!