বাংলা সাহিত্য-১৫

প্রশ্নঃ “শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির, লিখে রেখ, এক বিন্দু দিলেম শিশির।” এ অংশটুকুর মূল প্রতিপাদ্য।
ক. প্রতিদান
খ. প্রত্যুপকার
গ. অকৃতজ্ঞতা
ঘ. অসহিষ্ণুতা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়।’ উদ্ধৃত বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘শেষের কবিতা’ উপন্যাসের কোন চরিত্রের বক্তব্য?
ক. অমিত রায়
খ. লাবণ্য
গ. শোভন লাল
ঘ. কেতকী
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর।’ — লিখেছেন?
ক. চণ্ডীদাস
খ. বিদ্যাপতি
গ. রবীন্দ্রনাথ
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর এ সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।’ -কে বলেছেন?
ক. মোতাহের হোসেন চৌধুরী
খ. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
গ. প্রমথ চৌধুরী
ঘ. কাজী আব্দুল ওদুদ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আম্মা! তার লাল তেরি খুন কিয়া খুনিয়া’ -এই পংক্তির কোন শব্দটি বাংলা শব্দ?
ক. আম্মা
খ. লাল
গ. খুন
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে ওগো, আজ তোরা যাসনে ঘরে বাহিরে’। পঙ্ক্তিটি কার লেখা?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. কাজী নজরুল ইসলাম
গ. সিকান্দার আবু জাফর
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অলীক কুনাট্য রঙ্গে, মজে লোক রাঢ়ে ও বঙ্গে’— কার উক্তি?
ক. দ্বিজেন্দ্রলাল রায়
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. রামরাম বসু
ঘ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায় নিজ দেশ ত্যাগী কোন বিদেশ ন যায়।’ কবিতাংশটি কার?
ক. কবি আব্দুল হাকিম
খ. মোজাম্মেল হক
গ. কামিনী রায়
ঘ. রজনিকান্ত সেন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেক আমরা পরের তরে।’ পঙ্ক্তিদ্বয় কোন কবিতা হতে নেওয়া হয়েছে?
ক. মানুষকে
খ. শহীদ স্মরণে
গ. পরার্থে
ঘ. মানব কল্যাণ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘এখানে যারা প্রাণ দিয়েছে রমনার উর্দ্ধৃমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি।’ এর রচয়িতা-
ক. জহির রায়হান
খ. গাফফার চৌধুরী
গ. শামসুর রহমান
ঘ. মাহবুব আলম চৌধুরী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘হে মাঝি! এবার তুমিও পেয়োনা ভয়, তুমিও কুড়াও হেরার পথিক তারকার বিস্ময়, ঝরুক এ ঝড়ে নারঙ্গীপাতা, তবু পাতা আগণন ভিড় করে- যেথা জাগছে আকাশে হেরার রাজতোরণ।’ কবিা ও কবিতার নাম-
ক. নজরুল, কাফেলা
খ. রবীন্দ্রনাথ, ঝড়
গ. ফররুখ সাত সাগরের মাঝি
ঘ. আল মাহমুদ, বন্য স্বপ্নেরা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না’ বলেছেন-
ক. শরৎচন্দ্র
খ. নজরুল ইসলাম
গ. বঙ্কিমচন্দ্র
ঘ. রবীন্দ্রনাথ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ’-কার উক্তি?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. মীর মোশাররফ হোসেন
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।’ কবিতাংশটুকু কোন কবির লেখা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. গোলাম মোস্তফা
ঘ. বেগম সুফিয়া কামাল
উত্তরঃ খ

প্রশ্নঃ এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি’- পঙ্ক্তিটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. সৈয়দ শামসুল হক
গ. জীবনানন্দ দাস
ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিদ্যা বোঝাই বাবু মশাই চড়ি শকের বোটে মাঝিরেকন, “বলতে পারিস সূর্যি কেন উঠে? চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে? —– এই উদ্ধৃতাংশটি কোনকবির রচনা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সুকুমার রায়
গ. ফররুখ আহমেদ
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পাখি সব করে রব রাতি পোহাইল’ পংক্তির রচয়িতা-
ক. রামনারায়ণ তর্করত্ন
খ. বিহারী লাল
গ. কৃষ্ণচন্দ্র মজুমদার
ঘ. মদনমোহদন তর্কালংকার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পাখির ….. মত চোখ তুলে বলেছিল নাটোরের বনলতা সেন।
ক. বাসার
খ. চোখের
গ. নীড়ের
ঘ. দৃষ্টির
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সতত হে নদ, তুমি পড় মোর মনে। সতত তোমার কথা ভাবি এ ভাবি এ বিরলে।’ চরণ দুটি কবি কে?
ক. মোহিতলাল মজুমদার
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ ঘ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, আখতারুজ্জামান ইলিয়াস:

প্রশ্নঃ ‘খোয়াবনামা’ উপন্যাসের রচয়িতা কে?
ক. শওকত ওসমান
খ. আখতারুজ্জামান ইলিয়াস
গ. সৈয়দ শামসুল হক
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘চিলে কোঠার সেপাই’ এর রচয়িতা কে?
ক. আখতারুজ্জান ইলিয়াস
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. জহির রায়হান
ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ ক

প্রশ্নঃ নিম্নে কোন গ্রন্থে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের স্মৃতি ফুটে উঠেছে?
ক. বালুবেলা
খ. চিলেকোঠার সেপাই
গ. নয়া খান্দান
ঘ. গ্রানাডার শেষ বীর
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্থ কে রচনা করেছেন?
ক. মোতাহের চৌধুরী
খ. বিনয় ঘোষ
গ. আখতারুজ্জামান ইলিয়াস
ঘ. রাধারমণ মিত্র
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘দুধ-ভাতে উৎপাত’ আখতারুজ্জামান ইলিয়াস এর একটি-
ক. কাব্য
খ. উপন্যাস
গ. গল্পগ্রন্থ
ঘ. নাটক
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা-
ক. শওকত ওসমান
খ. জ্যোতি প্রকাশ দত্ত
গ. আখতারুজ্জামান ইলিয়াস
ঘ. হাসান আজিজুল হক
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘খোঁয়ারি’, ‘দোযখের ওম’, ‘দুধ ভাতে উৎপাত’- প্রভৃতি ছোট গল্পের রচয়িতা-
ক. সেলিনা হোসেন
খ. আখতারুজ্জামান ইলিয়াস
গ. শওকত আলী
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি উপন্যাস?
ক. খোয়াবনামা
খ. আমার অবিশ্বাস
গ. নেমেসিস
ঘ. ছাড়পত্র
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘চিলোকোঠার সেপাই’ উপন্যাসটি কার লেখা?
ক. আখতারুজ্জামান ইলিয়াস
খ. আবুল ফজল
গ. শওকত ওসমান
ঘ. জহির রায়হান
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘দুধে-ভাতে উৎপাত’ আখতারুজ্জামান ইলিয়াস- এর একটি–
ক. কাব্য
খ. উপন্যাস
গ. গল্পগ্রন্থ
ঘ. নাটক
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি আখতারুজ্জামান ইলিয়াসের লেখা গ্রন্থ?
ক. খেলারাম খেলে যা
খ. চিলেকোঠার সেপাই
গ. রুদ্ধাদ্বার মুক্তপ্রাণ
ঘ. সারেং-বৌ
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!