প্রশ্নঃ ‘করো সুখী, থাকো সুখে প্রীতিভরে হাসি মুখে পুষ্পগুচ্ছ যেন এক গাছে তা যদি না পার চিরদিন, একদিন এসনা তবু কাছে।’- কবিতার চরণ দুটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. অক্ষয়কুমার বড়াল
ঘ. বিষ্ণু দে
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ঘোড়ায় চড়িয়া মর্দ ….. চলিল।’ শূণ্যস্থান প্রচলিত শব্দটি চিহ্নিত করুন?
ক. দৌড়িয়া
খ. হাঁটিয়া
গ. হাঁকিয়া
ঘ. সজোরে
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘যে তোমার পুত্র নহে তারো … আছে।’ শূন্যস্থানে প্রচলিত শব্দটি চিহ্নিত করুন?
ক. পিতা
খ. পুত্র
গ. দাবি
ঘ. অধিকার
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘রে পথিক! রে পাষাণ হৃদয়! কি লোভে ত্রস্তে দৌড়াতেছ? কি আশায় খণ্ডিত শির বর্শার াগ্রভাবে বিদ্ধ করিয়া লইয়া যাইতেছে? এ শিরে হায়! এ খণ্ডিত শিরে তোমার প্রয়োজন কি?’ – উদ্ধৃতাংশটুকু কোন গ্রন্থের
ক. রাজসিংহ
খ. পুরুবিক্রম
গ. নবাব সিরাজউদ্দৌলা
ঘ. বিষাদ সিন্ধু
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তেরে বরিয়া তুমি বলবে না কি তব বন্দনায়? উদ্ধৃতাংশের রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মাহমুদা খাতুন সিদ্দিকা
গ. শামসুর রাহমান
ঘ. বেগম সুফিয়া কামাল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ “মধুর চেয়েও আছে মধুর সে অঅমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি।” কবিতাংশ বিশেষের রচয়িতা-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মোহাম্মদ মনিরুজ্জামান
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. নির্মলেন্দু গুণ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?’-উক্তিটি কার?
ক. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের
খ. মোহিতলাল মজুমদারের
গ. কৃষ্ণচন্দ্র মজুমদারের
ঘ. সুরেন্দ্রনাথ মজুমদারের
উত্তরঃ গ
প্রশ্নঃ “এখানে যারা প্রাণ দিয়েছে রমনার উর্দ্ধমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি।” এর রচয়িতা —
ক. জহির রায়হান
খ. গাফফার চৌধুরী
গ. শামসুর রহমান
ঘ. মাহবুব আলম চৌধুরী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘একখানি ছোট ক্ষেত আমি একেলা’- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ?
ক. সোনার তরী
খ. চিত্রা
গ. মানসী
ঘ. বলাকা
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘কৃষ্ণার সৈকতে ক্ষুদ্র শ্যামল প্রান্তরে বসি বৃদ্ধ বালানাথ কাঁদিছে নীরবে’ – উদ্ধৃত চরণ দুটির কবি কে?
ক. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
খ. ফাররুখ আহমেদ
গ. কায়কোবাদ
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘মরণ রে, তুঁহু মম শ্যাম সমান’ পঙ্ক্তিটির রচয়িতা কে?
ক. অতুল প্রসাদ সেন
খ. মুকুন্দরাম
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শেখ ফজলুল করিম
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ধরণীর কোন এক দীনতম গৃহে যদি জন্মে প্রেয়সী’ কার লেখা?
ক. মোহিতলাল মজুমদার
খ. দীননাথ সেন
গ. কবি রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কবি কাজী নজরুল ইসলাম
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘লোকে বলে’-উক্তিটির তাৎপর্য কোনটি?
ক. একজন লোক বলে
খ. দুই জন লোক বলে
গ. সাধারণ মানুষ বলে
ঘ. নির্দিষ্ট কেউ বলে
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ষোল নয়, আমার মাতৃভাষার ষোলশত রূপ’- কে বলেছেন?
ক. ডঃ নীলিমা ইব্রাহীম
খ. ডঃ আহম্মদ শরীফ
গ. মুনীর চৌধুরী
ঘ. ডঃ মুহম্মদ রফিকুল ইসলাম
উত্তরঃ গ
প্রশ্নঃ আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে।- কবিতাটির রচয়িতা কে?
ক. কুসুমকুমারী দেবী
খ. স্বর্ণময়ী দেবী
গ. কামিনী রায়
ঘ. বেগম রোকেয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘পথিক, তুমি পথ হারাইয়াছ?’-উদ্ধৃতাংশের পথিক কে?
ক. কাথালিক
খ. নবকুমার
গ. অধিকারী
ঘ. সেলিম
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনো কালে একা হয়নিক জয়ী পুরুষের তরবারী প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে, বিজয় লক্ষ্মী নারী।’ কোন রচনার জন্য কবিতার অংশ প্রযোজ্য?
ক. সহ শিক্ষা
খ. বয়স্ক শিক্ষা
গ. স্ত্রী শিক্ষা
ঘ. বৃত্তিমূলক শিক্ষা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশীর, আর হাতে রণতুর্য’ নজরুল ইসলামের-
ক. ‘প্রলয়োল্লাস’ কবিতার একটি চরণ
খ. ‘বিদ্রোহী’ কবিতার একটি চরণ
গ. ‘খেয়াপারের তরণী’ কবিতার একটি চরণ
ঘ. ‘শাতিল আরব’ কবিতার একটি চরণ
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের উদ্ধৃতাংশ কবি শামসুর রাহমানের কোন কবিতা হতে নেয়া হয়েছে? ‘পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্ত বুলন্ত ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে, নতুন নিশানা উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক এই বাংলায় তোমাকেই আসতে হবে।’
ক. স্বাধীনতা তুমি
খ. গর্জে উঠো স্বাধীনতা
গ. গুড মর্নিং বাংলাদেশ
ঘ. তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ধ্বনিতেছে …. অনাদ্যন্ত রবে।’ শূন্যস্থানে প্রচলিত শব্দটি চিহ্নিত করুন?
ক. মহাকাল
খ. চিরন্তন
গ. চিরকাল
ঘ. কুহুধ্বনী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি, এ ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।’- পঙ্ক্তিটির রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. মোজাম্মেল হক
ঘ. মোহিতলাল মজুমদার
উত্তরঃ ক
প্রশ্নঃ “কাণ্ডারী এ তরীর পাকা মাঝিমাল্লা, দাঁড়ী-মুখে সারি গান লা-শরীক আল্লাহ।”- এখানে দাঁড়ী-মুখে বলতে কি বোঝানো হয়েছে?
ক. দাড়িমণ্ডিত মুখে
খ. দাড়িবাঁধা মুখে
গ. দৃঢ়-কঠিন মুখে
ঘ. দাঁড়বাহীদের মুখে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘জ্বলে-পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়’ -কবিতাংশটি কার লেখা?
ক. সৈয়দ শামসুল হক
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. মোহাম্মদ মনিরুজ্জামান
ঘ. জীবনানন্দ দাশ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ঠগ পীরের পানি পড়ায় কি কোন কাম হয়? লালসালু উপন্যাসে এ উক্তিটি কার?
ক. ধলা মিঞার
খ. আক্কাসের
গ. তাহেরের
ঘ. খালেক ব্যাপারির
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ওরে বাছা মাতৃকোষে রনে রাজি, এ ভিখারী দশা তবে কোন তোর আজি’-এ পঙতিদ্বয় কোন কবিতার অন্তর্গত?
ক. বলাকা
খ. ক্রন্দসী
গ. বঙ্গভাষা
ঘ. দারিদ্র্য
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে’ পঙক্তিটি কোন কবিতার অন্তর্গত?
ক. কবর
খ. আসমানী
গ. দাওয়াত
ঘ. পল্লীস্মৃতি
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান’। পঙক্তিটি কাজী নজরুল ইসলাম রচিত কোন কবিতার অংশ?
ক. নারী
খ. সাম্যবাদী
গ. জীবন-বন্দনা
ঘ. মানুষ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রিছায়ে’ উদ্ধৃতাংশটি কোন কবির কোন কবিতার অংশ?
ক. প্রশ্ন-রবীন্দ্রনাথ ঠাকুর
খ. রক্তাম্বরধারিণী মা-কাজী নজরুল ইসলাম
গ. সিঁড়ি-সুকান্ত ভট্টাচার্য
ঘ. সোমের প্রতি তারা-মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ ক
প্রশ্নঃ কাঁচা ধানের পাতার মত কচি মুখের মায়া’ কবি কার প্রসঙ্গে বলেছেন?
ক. সাজু
খ. দুলি
গ. রূপাই
ঘ. সোজন
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলা বান’ কার রচনা?
ক. যতীনদ্রনাথ সেন
খ. রজনীকান্ত
গ. রবীন্দ্রনাথ
ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে’ -এ ইচ্ছা কে প্রকাশ করেছেন?
ক. কামিনী রায়
খ. কাজী নজরুল ইসলাম
গ. রফিক আজাদ
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)