প্রশ্নঃ “কবিতায় আর কি লিখব? যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ।” উল্লেখিত কবিতাংশটি কোন কবিতার অংশ?
ক. স্বাধীনতা তুমি
খ. দুর্মর
গ. শহীদ স্মরণে
ঘ. বাংলা আমার
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ বাংলার সাহিত্যের কোন কাব্যে বাঙালির এ প্রার্থনা ধ্বনিত হয়েছে?
ক. অন্নদামঙ্গল
খ. পদ্মাবতী
গ. অশ্র“মালা
ঘ. লাইলী-মজনু
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘Response of the living and non-living’ কার রচনা?
ক. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
খ. জগদীশচন্দ্র বসু
গ. প্রমথ চৌধুরী
ঘ. নওশের আলী খান ইউসুফ জয়ী
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কবিতাংশটি কোন কবির রচনা? ‘যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি’।
ক. সুকান্ত ভট্টাচার্য
খ. কাজী নজরুল ইসলাম
গ. জীবনানন্দ দাশ
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘একবার মনে হইল ফিরিয়া যাই, জগতের ক্রোড়বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি- নদীবক্ষে ভাসমান পথিকের হৃদঝেয এই তথ্যের উদয় হইল? ফিরিয়া ফল কি-এ পৃথিবীতে কে কার? কার লেখা?
ক. শরচৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. বঙ্কিমচন্দ্র
গ. তারাশংকর
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘বাংলা কাব্য বাংলার ভাষা মিটায় আমার প্রাণের পিপাসা, সে দেশ আমার নয় গো আপন, যে দেশে বাঙালি নেই।’ এ পঙ্ক্তিটি কোন কবির কবিতা থেকে উদ্ধৃত করা হয়েছে?
ক. আলাওল
খ. রামনধি গুপ্ত
গ. আব্দুল হাকিম
ঘ. কায়কোবাদ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘পথিক তুমি পথ হারাইয়াছ’-কে কাকে বলেছিল?
ক. সীমার হোসেন (রাঃ) কে
খ. আলেয়া সিরাজকে
গ. কপালকুণ্ডলা নবকুমারকে
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ঘুম থেকে জেগে বৈশাখি ঝড়ে কুড়ায়েছি ঝড়া আম’ এই লাইনটির লেখক বা কবি কে?
ক. বেগম সুফিয়া কামাল
খ. সুফিয়া আহম্মেদ
গ. আহসান হাবীব
ঘ. সানাউল হক
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘একি আকস্মাৎ হোল বজ্রপাত! কি আর লিখিবে কবি। বঙ্গের ভাস্কর প্রতিভা আকর অকালো লুকানো ছবি।’ এই ছন্দ দুটি কোন কবির লেখা?
ক. ফররুখ আহমেদ
খ. ইসমাইল হোসেন সিরাজী
গ. কায়কোবাদ
ঘ. গোলাম মোস্তফা
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা’ -এই উদ্ধৃতাংশটি কোন্ কবির রচনা?
ক. কাজী নজরুল ইসলাম
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. সুকান্ত ভট্টচার্য
ঘ. বেনজীর আহমেদ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে’ -এই চরণটি কার লেখা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. জীবনানন্দ দাশ
ঘ. ফররুখ আহমদ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘সমবেত সকলের মতো আমি গোলাপ ফুল খুব ভালবাসি, রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে, আমিযেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।’ উদ্ধৃতটি কোন কবির কবিতাংশ?
ক. হুমায়ুন আজাদ
খ. নির্মলেন্দু গুণ
গ. রফিক আজাদ
ঘ. মহাদেব সাহা
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘জালি লাউয়েল ডগার মতোন বাহু দু’খান সরু”-কার সম্বন্ধে বলা হয়েছে?
ক. সাজু
খ. রূপাই
গ. দুখী
ঘ. সোজন
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘হায়রে কোথাসে বিদ্যা, যে বিদ্যা বলে দূরে থাকি পার্থরথী তোমার চরণে।’ উদ্ধৃত চরণ দুটির কবি কে?
ক. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
খ. কায়কোবাদ
গ. ফররুখ আহমেদ
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘মধুর চেয়ে আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি’ কবিতার এই অংশ বিশেষের রচয়িতা-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মোহাম্মদ মনিরুজ্জামান
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. নির্মলেন্দু গুণ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘আমরা সবাই রাজা আামদের এই রাজার রাজত্বে’ এই পঙ্ক্তিটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. সিকানদার আবু জাফর
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘জন্মই আমার আজন্ম পাপ’-উক্তিটি কার?
ক. কবির চৌধুরী
খ. তসলিমা নাসরিন
গ. শামসুর রাহমান
ঘ. জিয়া হায়দার
ঙ. দাউদ হায়দার
উত্তরঃ ঙ
প্রশ্নঃ ‘বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানিনী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী।’-এই কবিতাংশটুকুর কবি কে?
ক. বেনজির আহমেদ
খ. কাজী নজরুল ইসলাম
গ. জীবনানন্দ দাস
ঘ. শামসুর রহমান
উত্তরঃ খ
প্রশ্নঃ আমার স্বপ্ন হোক ফসলের সুষম বণ্টন- কোন কবি বলেছেন?
ক. সুকান্ত ভট্টাচার্য
খ. সমর সেন
গ. জসীমউদ্দীন
ঘ. আল মাহমুদ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘সকলের …. সকলে আমরা।’ শুন্যস্থানে প্রচলিত শব্দটি চিহ্নিত করুন?
ক. জন্য
খ. উপরে
গ. কাজে
ঘ. তরে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে’ এ প্রার্থনাটি করেছে-
ক. ভাঁড়ুদত্ত
খ. চাঁদ সওদাগর
গ. ঈশ্বরী পাটনী
ঘ. নলকুবের
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল’- পদটির রচয়িতা কে?
ক. জ্ঞানদাস
খ. বিদ্যাপতি
গ. চণ্ডীদাস
ঘ. গোবিন্দাদাস
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘পথিক তুমি পথ হারাইয়াছ? কথাটি কার
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. মরি মোশাররফ হোসেন
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’-এ গানের কত লাইন আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে?
ক. ৬ লাইন
খ. ৮ লাইন
গ. ১০ লাইন
ঘ. ১২ লাইন
উত্তরঃ গ
প্রশ্নঃ “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে”- পঙ্ক্তিটির রচয়িতা কে?
ক. জসীম উদ্দীন
খ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
গ. মোহিতলাল মজুমদার
ঘ. জীবনানন্দ দাশ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ভায়া লাভ দেয় তিন হাত, হেসে গান গায় দিনরাত।’ ছড়াটি কার সম্পর্কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. জসীম উদ্দীন
গ. পাগলা কানাই
ঘ. লালন শাহ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি, এবার পূঁজায় তারি আপনার দিতে চাই বলি।’ চরণটির রচয়িতা—
ক. অমিত রায়
খ. জীবনানন্দ দাশ
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কবি কালিদাস
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে (অবোধ আমি) অবহেলা করি পরধন লোভে মত্ত, করিনু গমন পরদেশ।’ কোন কবির রচিত কবিতা থেকে নেওয়া হয়েছে?
ক. গোবিন্দ চন্দ্র দাশ
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. রবীন্দ্রনাথঠাকুর
ঘ. মধুসূদন দত্ত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই’- কে বলেছেন?
ক. চণ্ডীদাস
খ. বিদ্যাপতি
গ. রামকৃষ্ণ পরমহংস
ঘ. বিবেকানন্দ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘চাষী ওরা, নয়কো চাষা, নয়কো ছোট লোক’ বলেছেন-
ক. কবি ইকবাল
খ. নজরুল ইসলাম
গ. গোলাম মোস্তফা
ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)