বাংলা সাহিত্য-১২

প্রশ্নঃ ‘হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান। তুমি মোরে দানিয়াছ খ্রীস্টের সম্মান কণ্টক মুকুট শোভা।’ – কবিতাংশটুকু কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশবিশেষ?
ক. দারিদ্র্য
খ. দরিদ্র
গ. অগ্নিবীণা
ঘ. মহররম
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘নমো নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি’ উদ্ধৃতাংশের লেখক-
ক. বঙ্কিমচন্দ্র
খ. সুফিয়া কামাল
গ. জীবনানন্দ দাশ
ঘ. রবীন্দ্রনাথ
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ গাহি তাহাদের গান- ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান।-পংক্তিটি কোন কবির রচনা?
ক. কাজী নজরুল ইসলাম
খ. কায়কোবাদ
গ. গোলাম মোস্তফা
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ ক

প্রশ্নঃ মেঘনা নদী দেবো পাড়ি কল-অলা এক নায়ে। আবা আমি যাবে আমার পাহাড়তলী গাঁয়ে। — উপরোক্ত পঙক্তিটি কোন কবির রচনা?
ক. সুফিয়া কামাল
খ. জসীম উদ্দীন
গ. আহসান হাবীব
ঘ. শামসুর রাহমান
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুঁড়ে ঘরে।’- কবিতাংশটির রচয়িতা কে?
ক. রামনিধি গুপ্ত
খ. রজনীকান্ত সেন
গ. শেখ ফজলল করিম
ঘ. বেগম রোকেয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শিশুরাজ্যে এই মেয়েটি একট ছোটখাট বর্গির উপদ্রব বলিলে হয়’। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ?
ক. একরাত্রি
খ. শুভা
গ. সমাপ্তি
ঘ. পোস্টমাস্টার
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ এই পঙক্তিটি নিচের একজনের লেখা-
ক. লালন শাহ
খ. সিরাজ সাঁই
গ. মদন বাউল
ঘ. পাগলা কানাই
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি” কার রচনা?
ক. সিকানদার আবু জাফর
খ. হাসান হাফিজুর রহমান
গ. সুকুমার রায়
ঘ. সুকান্ত ভট্টচার্য
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘নীল নবঘনে আষাঢ় গগনে ….. ঠাঁই আর নাহিরে।’
ক. তিল
খ. এতটুকু
গ. বিন্দু
ঘ. সামান্য
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।’ – পঙক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্য থেকে নেয়া?
ক. চিত্রা
খ. কড়ি ও কোমল
গ. সন্ধ্যাসঙ্গীত
ঘ. শেষ লেখা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন’- স্বাধীনতা বিরোধ শক্তির পুনরুত্থানে রচিত ‘বাতাসে লাশের গন্ধ’ কবিতার বহুল উচ্চারিত এই পঙ্ক্তির বিক্ষুব্ধ কবির নাম-
ক. নির্মলেন্দু গুন
খ. শামসুর রহমান
গ. রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. মহাদেব সাহা
উত্তরঃ গ

প্রশ্নঃ “স্মৃতিঝলমল সুনীল মাটির কাছে আমার অনেক ঋণ আছে”- গানটি কার রচনা?
ক. শামসুর রাহমান
খ. গাজী মাজহারুল আনোয়ার
গ. মোহাম্মদ মনিরুজ্জামান
ঘ. আজিজুর রহমান
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে’ — এই কবিতাংশটুকুর কবি কে?
ক. শামসুর রাহমান
খ. সুফিয়া কামাল
গ. জীবনানন্দ দাশ
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন” উক্তিটি কার?
ক. কাজী নজরুল ইসলাম
খ. বঙ্কিম চট্টোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. ঈশ্বরবন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর’ কার লেখা ?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. জসীমউদ্দিন
গ. জীবনানন্দ দাস
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আমি চিরদুর্দম দুর্বিনীতি, নৃশংস, মহা-প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস’। পঙ্ক্তি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ?
ক. বিদ্রোহী
খ. আজ সৃষ্টি-সুখের উল্লাসে
গ. কাণ্ডারী হুশিয়ার
ঘ. সাম্যবাদী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বাদলের জলে নাহিয়া সে মেয়ে হেসে কুটি কুটি হয়’ -মেয়েটি কে?
ক. কদম ফুল
খ. হিজল ফুল
গ. আজিকার রোদে
ঘ. ঘোলাটে মেঘ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি সরাদিন আমি যেন ভাল হয়ে চলি’ এই চরণদ্বয়ের লেখক-
ক. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
খ. মনোমোহন বসু
গ. মদনমোহন তর্কালঙ্কার
ঘ. হরিনাথ মজুমদার
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি’- রবীন্দ্রনাথের কোন্ কাব্যের কবিতা?
ক. পূরবী
খ. শেষলেখা
গ. আকাশ প্রদীপ
ঘ. সেঁজুতি
উত্তরঃ খ

প্রশ্নঃ দেখিনু সেদিন রেলে কুলি ব’লে এক বাবু সা’ব তারে ঠেলে দিল নীচে ফেলে! -পঙ্‌ক্তিটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. আহসান হাবীব
ঘ. কবি জসীমউদ্দীন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই’- উক্তিটি কোন লেখকের লেখা প্রবন্ধে পাওয়া যায়?
ক. বঙ্কিমচন্দ্র
খ. রবীন্দ্রনাথ
গ. মোহাম্মদ বরকতুল্লাহ
ঘ. মোতাহের হোসেন চৌধুরী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘রূপ লাগি আখি ঝুরে শুনে মন ভোর’ কার রচনা?
ক. চণ্ডিদাস
খ. জ্ঞানদাস
গ. বিদ্যাপতি
ঘ. লোচনদাস
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি।’ এই পঙ্ক্তিটি কোন কবির থেকে নেয়া হয়েছে?
ক. কৃষ্ণচন্দ্র মজুমদার
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. চণ্ডীদাস
ঘ. কামিনী রায়
উত্তরঃ ক

প্রশ্নঃ “……….. কে হায় হৃদয় খুড়ে বেদনা জাগাতে ভালবাসে।” কবিতাংশটি কোন কবির রচনা?
ক. বিষ্ণু দে
খ. জীবনান্দ দাশ
গ. যতীন্দ্রমোহন বাগচী
ঘ. কামিনী রায়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মামা আমার ছুটি হয়েছে?’ ‘ছুটি’ গল্পে ফটিকের এই উক্তি দ্বারা তার মনের কোন ভাবের অভিব্যক্তি ঘটেছে?
ক. ছুটি পড়ার পর বিশ্রাম নেয়া যাবে
খ. ছুটি হলে সে গ্রামের বাড়িতে ফিরে যেতে পারবে
গ. ছুটি হলে সে মনের আনন্দে বেড়াতে পারবে
ঘ. ছুটি হলে সে লেখা পড়ার চাপ থেকে মুক্তি পাবে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’— এই উক্তিটি কার?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. মোহাম্মদ লুৎফর রহমান
ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সই কে শুনাইল শ্যাম নামে’ পদটির রচয়িতা কে?
ক. চণ্ডীদাস
খ. দ্বিজ চণ্ডীদাস
গ. জ্ঞানদাস
ঘ. গোবিন্দ দাস
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মোদের গরব, মোদর আশা অ মরি বাংল ভাষা।’ রচয়িতা-
ক. রামনিধি গুপ্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. অতুল প্রসাদ সেন
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা’- রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
ক. বলাকা
খ. সোনার তরী
গ. চিত্রা
ঘ. পুনশ্চ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হইল দোঁহে, কি ছিল বিধাতার মনে’ কবিতাংশটুকুর রচয়িতা কে?
ক. সুকুমার রায়
খ. কাজী নজরুল ইসলাম
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।’- উক্তিটির রচয়িতা কে?
ক. রামমোহন রায়
খ. চন্ডীদাস
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. স্বামী বিবেকানন্দ
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!