বাংলা সাহিত্য-০৪

প্রশ্নঃ বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস- এ দু;টির মধ্যে কোনটি বেশি পুরাতন?
ক. বাংলা সাহিত্যের ইতিহাস
খ. ইংরেজি সাহিত্যের ইতিহাস
গ. দু’টিই সমসাময়িক
ঘ. বিষয়টি বিতর্কিত ও অমিমাংসিত
উত্তরঃ খ

প্রশ্নঃ চর্যাপদ হলো মূলত-
ক. গানের সংকলন
খ. কবিতার সংকলন
গ. প্রবন্ধের সংকলন
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দশন কোনটি? অথবা বাংলাভাষায় সবচেয়ে পুরোনো যে পুথির সন্ধান পাওয়া গেছে তার নাম কি?
ক. বৈষ্ণব পদাবলী
খ. চর্যাপদ
গ. পুঁথি সাহিত্য
ঘ. বাউল সঙ্গঢু
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদসংখ্যা-
ক. ৪৬ টি
খ. সাড়ে ৪৬টি
গ. ৪৯টি
ঘ. ৫০টি
উত্তরঃ খ

প্রশ্নঃ চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন কে? কত সালে?
ক. সুনীতি কুমার,১৯২৭
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ,১৯২৭
গ. হরপ্রসাদ শাস্ত্রী,১৮২৭
ঘ. মুনিদত্ত,১৯১৭
উত্তরঃ খ

আধুনিক যুগ: বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, আধুনিক কবিতা, বিখ্যাত কবিতা:

প্রশ্নঃ ‘ময়নামতীর চর’ কাব্যটির রচয়িতা কে?
ক. যতীন্দ্রমোহন বাগচী
খ. হুমায়ুন কবীর
গ. রওশন ইজদানী
ঘ. বন্দে আলী মিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা কাব্যে সর্ব প্রথম কে প্রচুর পরিমাণ আরবি ও ফার্সি শব্দের ব্যবহার করেন?
ক. কাজী নজরুল ইসলাম
খ. মোহিতলাল মজুমদার
গ. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. আব্দুল করিম সাহিত্য বিশারদ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আমি ভাল আছি তুমি’- কাব্যটি কে রচনা করেছেন?
ক. শামসুর রহমান
খ. শহীদ কাদরী
গ. আল-মাহমুদ
ঘ. দাউদ হায়দার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘চিন্তা তরঙ্গিনী’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বিহারীলাল
গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বাংলাদেশ’ কবিতাটি কার লেখা?
ক. আহসান হাবীব
খ. শামসুর রহমান
গ. অমিয় চক্রবর্তী
ঘ. ফররুখ আহমদ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘জন্মই আমার আজন্ম পাপ’ ও ‘নারকীয় ভুবনের কবিতা’ গ্রন্থদ্বয়ের রচয়িতা কে?
ক. হুমায়ুন আজাদ
খ. মহাদেব সাহা
গ. আহমদ রফিক
ঘ. দাউদ হায়দার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন দুজন বাংলা কাব্য প্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফার্সি শব্দ ব্যবহার করেন?
ক. কাজী নজরুল ইসলাম ও ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. মোহিতলাল মজুমদার ও কাজী নজরুল ইসলাম
গ. আব্দুল করিম সাহিত্য বিশারদ ও ঈশ্বরগুপ্ত
ঘ. মীর মশাররফ হোসেন ও কায়কোবাদ
উত্তরঃ খ

প্রশ্নঃ বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৯২৩ সন
খ. ১৯২১ সন
গ. ১৯১৯ সন
ঘ. ১৯১৮ সন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটি কার লেখা?
ক. শামসুর রাহমান
খ. আল মাহমুদ
গ. আবুল ফজল
ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ উনিশ শতকের ‘মহিলা’ কাব্যের রচয়িতা কে?
ক. সুরেন্দ্রনাথ মজুমদার
খ. বিহারীলাল চক্রবর্তী
গ. সত্যেন্দ্রনাথ
ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ময়নামতীর চর’ কোন ধরনের রচনা?
ক. নৃত্য কাব্য
খ. কথা সাহিত্য
গ. কাব্য
ঘ. আঞ্চলিক উপন্যাস
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আমি কিংবদন্তীর কথা বলছি’- এর রচয়িতা কে?
ক. সিকান্দার আবু জাফর
খ. আবু জাফর ওবায়দুল্লাহ
গ. ফররুখ আহমদ
ঘ. আহসান হাবীব
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আবোল-তাবোল’ কার লেখা?
ক. উপন্দ্রকিশোর রায় চৌধুরী
খ. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
গ. সুকুমার রায়
ঘ. সত্যজিৎ রায়
উত্তরঃ গ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, আধুনিক কবিতা, বিখ্যাত কাব্য গ্রন্থ:

প্রশ্নঃ ‘তুমি শুধু পঁচিশে বৈশাখ’ কাব্যটি কে লিখেছেন?
ক. বিষ্ণু দে
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. অমিয় চক্রবর্তী
ঘ. সুধীন্দ্রনাথ দত্ত
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বিচ্ছিন্ন প্রতিলিপি’ কাব্য গ্রন্থের রচয়িতা—
ক. ভারতচন্দ্র রায়
খ. আলাওল
গ. মাযহারুল ইসমাল
ঘ. আলাউদ্দীন আল আযাদ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বন্দীর বন্দনা’ গ্রন্থটির প্রকৃতি কি?
ক. উপন্যাস
খ. প্রবন্ধ
গ. নাটক
ঘ. কাব্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা সাহিত্যে আধুনিক কবিদের আদর্শ–
ক. শেক্সপিয়ার
খ. টি. এস. এলিয়ট
গ. রামরাম বসু
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি বন্দে আলী মিয়ার কাব্য?
ক. অনলপ্রবাহ
খ. অরণ্য গোধূলী
গ. জন্মই আমার আজন্ম পাপ
ঘ. সূর্য করোজ্জ্বল বনভূমি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘দশমী’ কাব্যগ্রন্থটি কার রচনা?
ক. সমর সেন
খ. সুধীন্দ্রনাথ দত্ত
গ. সুকান্ত ভট্টাচার্য
ঘ. জীবনানন্দ দাশ
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ যে কাব্যের নামকরণ করে যেতে পারেননি–
ক. শেষের কবিতা
খ. শেষ লেখা
গ. ঘরে বাইরে
ঘ. ডাকঘর
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!