প্রশ্নঃ বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস- এ দু;টির মধ্যে কোনটি বেশি পুরাতন?
ক. বাংলা সাহিত্যের ইতিহাস
খ. ইংরেজি সাহিত্যের ইতিহাস
গ. দু’টিই সমসাময়িক
ঘ. বিষয়টি বিতর্কিত ও অমিমাংসিত
উত্তরঃ খ
প্রশ্নঃ চর্যাপদ হলো মূলত-
ক. গানের সংকলন
খ. কবিতার সংকলন
গ. প্রবন্ধের সংকলন
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দশন কোনটি? অথবা বাংলাভাষায় সবচেয়ে পুরোনো যে পুথির সন্ধান পাওয়া গেছে তার নাম কি?
ক. বৈষ্ণব পদাবলী
খ. চর্যাপদ
গ. পুঁথি সাহিত্য
ঘ. বাউল সঙ্গঢু
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদসংখ্যা-
ক. ৪৬ টি
খ. সাড়ে ৪৬টি
গ. ৪৯টি
ঘ. ৫০টি
উত্তরঃ খ
প্রশ্নঃ চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন কে? কত সালে?
ক. সুনীতি কুমার,১৯২৭
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ,১৯২৭
গ. হরপ্রসাদ শাস্ত্রী,১৮২৭
ঘ. মুনিদত্ত,১৯১৭
উত্তরঃ খ
আধুনিক যুগ: বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, আধুনিক কবিতা, বিখ্যাত কবিতা:
প্রশ্নঃ ‘ময়নামতীর চর’ কাব্যটির রচয়িতা কে?
ক. যতীন্দ্রমোহন বাগচী
খ. হুমায়ুন কবীর
গ. রওশন ইজদানী
ঘ. বন্দে আলী মিয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা কাব্যে সর্ব প্রথম কে প্রচুর পরিমাণ আরবি ও ফার্সি শব্দের ব্যবহার করেন?
ক. কাজী নজরুল ইসলাম
খ. মোহিতলাল মজুমদার
গ. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. আব্দুল করিম সাহিত্য বিশারদ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘আমি ভাল আছি তুমি’- কাব্যটি কে রচনা করেছেন?
ক. শামসুর রহমান
খ. শহীদ কাদরী
গ. আল-মাহমুদ
ঘ. দাউদ হায়দার
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘চিন্তা তরঙ্গিনী’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বিহারীলাল
গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘বাংলাদেশ’ কবিতাটি কার লেখা?
ক. আহসান হাবীব
খ. শামসুর রহমান
গ. অমিয় চক্রবর্তী
ঘ. ফররুখ আহমদ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘জন্মই আমার আজন্ম পাপ’ ও ‘নারকীয় ভুবনের কবিতা’ গ্রন্থদ্বয়ের রচয়িতা কে?
ক. হুমায়ুন আজাদ
খ. মহাদেব সাহা
গ. আহমদ রফিক
ঘ. দাউদ হায়দার
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন দুজন বাংলা কাব্য প্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফার্সি শব্দ ব্যবহার করেন?
ক. কাজী নজরুল ইসলাম ও ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. মোহিতলাল মজুমদার ও কাজী নজরুল ইসলাম
গ. আব্দুল করিম সাহিত্য বিশারদ ও ঈশ্বরগুপ্ত
ঘ. মীর মশাররফ হোসেন ও কায়কোবাদ
উত্তরঃ খ
প্রশ্নঃ বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৯২৩ সন
খ. ১৯২১ সন
গ. ১৯১৯ সন
ঘ. ১৯১৮ সন
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটি কার লেখা?
ক. শামসুর রাহমান
খ. আল মাহমুদ
গ. আবুল ফজল
ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ উনিশ শতকের ‘মহিলা’ কাব্যের রচয়িতা কে?
ক. সুরেন্দ্রনাথ মজুমদার
খ. বিহারীলাল চক্রবর্তী
গ. সত্যেন্দ্রনাথ
ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ময়নামতীর চর’ কোন ধরনের রচনা?
ক. নৃত্য কাব্য
খ. কথা সাহিত্য
গ. কাব্য
ঘ. আঞ্চলিক উপন্যাস
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘আমি কিংবদন্তীর কথা বলছি’- এর রচয়িতা কে?
ক. সিকান্দার আবু জাফর
খ. আবু জাফর ওবায়দুল্লাহ
গ. ফররুখ আহমদ
ঘ. আহসান হাবীব
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘আবোল-তাবোল’ কার লেখা?
ক. উপন্দ্রকিশোর রায় চৌধুরী
খ. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
গ. সুকুমার রায়
ঘ. সত্যজিৎ রায়
উত্তরঃ গ
বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, আধুনিক কবিতা, বিখ্যাত কাব্য গ্রন্থ:
প্রশ্নঃ ‘তুমি শুধু পঁচিশে বৈশাখ’ কাব্যটি কে লিখেছেন?
ক. বিষ্ণু দে
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. অমিয় চক্রবর্তী
ঘ. সুধীন্দ্রনাথ দত্ত
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘বিচ্ছিন্ন প্রতিলিপি’ কাব্য গ্রন্থের রচয়িতা—
ক. ভারতচন্দ্র রায়
খ. আলাওল
গ. মাযহারুল ইসমাল
ঘ. আলাউদ্দীন আল আযাদ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘বন্দীর বন্দনা’ গ্রন্থটির প্রকৃতি কি?
ক. উপন্যাস
খ. প্রবন্ধ
গ. নাটক
ঘ. কাব্য
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা সাহিত্যে আধুনিক কবিদের আদর্শ–
ক. শেক্সপিয়ার
খ. টি. এস. এলিয়ট
গ. রামরাম বসু
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি বন্দে আলী মিয়ার কাব্য?
ক. অনলপ্রবাহ
খ. অরণ্য গোধূলী
গ. জন্মই আমার আজন্ম পাপ
ঘ. সূর্য করোজ্জ্বল বনভূমি
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘দশমী’ কাব্যগ্রন্থটি কার রচনা?
ক. সমর সেন
খ. সুধীন্দ্রনাথ দত্ত
গ. সুকান্ত ভট্টাচার্য
ঘ. জীবনানন্দ দাশ
উত্তরঃ খ
প্রশ্নঃ রবীন্দ্রনাথ যে কাব্যের নামকরণ করে যেতে পারেননি–
ক. শেষের কবিতা
খ. শেষ লেখা
গ. ঘরে বাইরে
ঘ. ডাকঘর
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)