বাংলা সাহিত্য-০১

প্রশ্নঃ চর্যার ধর্ম নিয়ে প্রথম আলোচনা করেন–
ক. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ. ডক্টর সুকুমার সেন
গ. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. হরপ্রাসাদ শাস্ত্রী
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
ক. ২০০৭ সালে
খ. ১৯০৭ সালে
গ. ১৯১৬ সালে
ঘ. ১৯০৯ সালে
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়?
ক. ১০ নং পদ
খ. ১৬ নং পদ
গ. ১৮ নং পদ
ঘ. ২৩ নং পদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের আদি কবি কে? অথবা, চর্যাপদের আদি কবি কে?
ক. কাহ্নপা
খ. চেগুনপা
গ. লুইপা
ঘ. ভূসুকুপা
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী?
ক. বাংলা ও উর্দু
খ. বাংলা ও অসমিয়া
গ. বাংলা ও হিন্দি
ঘ. বাংলা ও সংস্কৃত
উত্তরঃ খ

প্রশ্নঃ চর্যা শব্দের অর্থ কি?
ক. আচরণ
খ. প্রকৃত
গ. শুদ্ধ
ঘ. আচার
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন গ্রন্থ কোনটি?
ক. মহাভারত
খ. রামায়ণ
গ. বঙ্গনামা
ঘ. চর্যাপদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দু’ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
উত্তরঃ খ

প্রশ্নঃ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাস কে কয়টি যুগে ভাগ করেছেন?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চর্যাপদের মূল বিষয়বস্তু কোনটি?
ক. বৌদ্ধোধর্ম প্রচার
খ. কাহিনী বর্ণনা
গ. দেহতত্ত্ব
ঘ. বৌদ্ধোধর্মের গূঢ় তত্ত্বকথা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?
ক. চর্যাপদ
খ. গীতগোবিন্দ
গ. পদার্বলী
ঘ. চৈতন্যজীবনী
উত্তরঃ ক

প্রশ্নঃ চর্যাপদের পদগুলো রচিত–
ক. অক্ষরবৃত্ত ছন্দে
খ. মাত্রাবৃত্ত ছন্দে
গ. স্বরবৃত্ত ছন্দে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ চর্যাপদের বয়স আনুমানিক কত বছর?
ক. ৮০০ বছর
খ. ১০০০ বছর
গ. ১১০০ বছর
ঘ. ১২০০ বছর
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন–
ক. চর্যাপদ
খ. বৈষ্ণব পদাবলী
গ. ঐতরেয় আরণ্যক
ঘ. দোহা কোষ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আপনা মাংসে হরিণা বৈরী’- লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত?
ক. লোক সাহিত্য
খ. ব্রজবুলি
গ. চর্যাপদ
ঘ. বৈষ্ণব গীতিকা
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
ক. পাল
খ. সেন
গ. মুঘল
ঘ. তুর্কী
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন শাসনামলে ‘চর্যাপদ’ রচিত হয়েছে বলে জানা যায়?
ক. পাল আমলে
খ. সেন আমলে
গ. খিলজী আমলে
ঘ. মুঘল আমলে
উত্তরঃ ক

প্রশ্নঃ চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ কে রচনা করেন?
ক. লুইপা
খ. কাহ্নপা
গ. সরহপা
ঘ. শবরপা
উত্তরঃ খ

প্রশ্নঃ চর্যাপদ আবিস্কৃত হয়–
ক. নেপালের রাজ-দরবার থেকে
খ. কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে
গ. ভুটানের রাজ-দরবার থেকে
ঘ. মুর্শিদাবাদ থেকে
উত্তরঃ ক

প্রশ্নঃ অশুদ্ধ বাংলা ও সংস্কৃত ভাষার মিশ্রণে রচিত একটি গ্রন্থ–
ক. ডাকার্ণব
খ. চর্যাপদ
গ. দোঁহাকোষ
ঘ. সেক শুভোদয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চর্যাপদ কোন সময়ের রচনা?
ক. ৬৫০-১২০০
খ. ৬৫০-৯০০
গ. ৯৫০-১২০০
ঘ. ৭৫০-১০০০
উত্তরঃ ক

প্রশ্নঃ চর্যাপদ কতটি পদের সংকলন?
ক. সাড়ে ছেচল্লিশ
খ. একান্ন
গ. পঞ্চাশ
ঘ. আটচল্লিশ
উত্তরঃ খ

প্রশ্নঃ চর্যাপদের কোন পদটি আংশিক পাওয়া গেছে?
ক. ২৪ সংখ্যক
খ. ২৫ সংখ্যক
গ. ৪৮ সংখ্যক
ঘ. ২৩ সংখ্যক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রাচীতন কবি কে? চর্যাপদের আদি কবি কে/
ক. কাহৃপা
খ. লুইপা
গ. সরহপা
ঘ. শবরপা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
ক. পথের পাচালী
খ. বৈষ্ণব পদাবলী
গ. চর্যাপদ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ চর্যাপদে মোট কতটি পদ পাওয়া গেছে?
ক. একান্নটি
খ. ছেচল্লিশটি
গ. সাড়ে ছেচল্লিশটি
ঘ. পঞ্চাশটি
উত্তরঃ গ

প্রশ্নঃ ড. হরপ্রসাদ শাস্ত্রী উদ্ধার করেন–
ক. চর্যাপদ
খ. ডাকার্ণব
গ. দোঁহাকোষ
ঘ. খ ও গ উভয়ই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চর্যাপদের ভাষায় কোন ভাষাটির প্রভাব দেখা যায়?
ক. অসমীয়া
খ. উড়িয়া
গ. মৈথিলী
ঘ. কোল ভাষা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চর্যাপদ কোন ছন্দে লেখা ?
ক. অক্ষরবৃত্ত
খ. মাত্রাবৃত্ত
গ. স্বরবৃত্ত
ঘ. অমিত্রাক্ষর
উত্তরঃ খ

প্রশ্নঃ সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
ক. লুইপা
খ. শবরপা
গ. ভুসুকুপা
ঘ. কাহুপা
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

1 thought on “বাংলা সাহিত্য-০১”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!