বাংলা সাহিত্যের প্রাচীন যুগ: চর্যাপদ

বাংলা সাহিত্যের প্রাচীন যুগ : চর্যাপদ

ব্যাপ্তিকালঃ ৬৫০- ১২০০.
সাহিত্য নিদর্শনঃ চর্যাপদ
সাহিত্য প্রভাবঃ ধর্মীয় চেতনা।
চর্যাপদ আবিষ্কৃত হয়ঃ ১৯০৭ সালে
আবিষ্কার করেনঃ হরপ্রসাদ শাস্ত্রী
আবিষ্কৃত হয়ঃ নেপালের রাজগ্রন্থশালা থেকে।
চর্যাপদের মূল নামঃ চর্যাচর্যবিনিশ্চয়
চর্যাপদ হলঃ বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত।
চর্যাপদের পদ সংখ্যাঃ সাড়ে ৪৬টি

চর্যাপদে যতজন কবির পদ রয়েছেঃ ২৪ জন
সবচেয়ে পদ সংখ্যা বেশিঃ কাহ্নপা ১৩টি
পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেনঃ মুনিদও
চর্যাপদের আদি কবিঃ লুইপা
চর্যাপদের আধুনিকতম পদ কর্তাঃ সরহপা অথবা ভুসুকুপা
নিজেকে বাঙ্গালি বলে পরিচয় দিয়েছেন যে কবিঃ ভুসুকুপা
চর্যাপদের প্রাচীন বাঙ্গালি কবি ছিলেনঃ শবরপা

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

বাংলা সাহিত্যের প্রাচীন যুগ

ড.মুহাম্মদ শহীদুল্লাহ মতে, চর্যাপদের ভাষাঃ বঙ্গ-কামরূপী
চর্যাপদ যে বাংলাভাষায় রচিত এটি প্রমান করেনঃ ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায়
চর্যাপদের রচনা কালঃ সপ্তম থেকে দ্বাদশ শতক [নোটঃ সুনীতিকুমারেরর মতে,দশম থেকে দ্বাদশ শতক]
চর্যাপদ যে ছন্দে লেখাঃ মাত্রাবৃত্ত
হরপ্রসাদ শাস্ত্রীর আরও উদ্ধারকৃত বইঃ ডাকার্নব ও দোহাকোষ বই
তিনি সবগুলো বই প্রকাশ করেনঃ হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে[ নোটঃ প্রকাশ পায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ১৯১৬ সালে]
ডঃ হরপ্রসাদ শাস্ত্রী ছিলেনঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের (১৮ জুন১৯২১) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

চর্যাপদ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তরঃ

১)বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি?
উঃচর্যাপদ।
২)চর্যাপদ হলো মূলত এক প্রকার-
উঃগানের সংকলন
৩)চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?
উঃ সহজিয়া বৌদ্ধ
৪)কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
ঊঃপাল
৫)বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক?
উঃড.হরপ্রসাদ শাস্ত্রী

৬)চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?
উঃনেপালের রাজগ্রন্থশালা থেকে
৭)বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপন আবিষ্কৃত হয় কত সালে?
উঃ১৯০৭সালে
৮) চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
উঃবঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
৯)কোন সাহিত্য কর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?
উঃ চর্যাপদে
১০)চর্যাপদ বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন?
উঃআদিযুগ
১১)চর্যাপদের বয়স আনুমানিক কত বছর?
উঃ১০০০ বছর(ড.মুহম্মদ শহীদুল্লাহ`র মতে=১৩৬৬বছর)

১২)চর্যাপদের রচনাকাল?
উঃসপ্তম থেকে দ্বাদশ শতক
১২)চর্যাপদ কোন ছন্দে লেখা?
উঃমাত্রাবৃত্ত
১৩)চর্যাপদের আদি কবি কে?
উঃলুইপা
১৪)চর্যাপদের কবিগণের মধ্যে সর্বাধিক পদরচয়িতার গৌরবের অধিকারী-
উঃকাহ্নপা(তিনি মোট ১৩ টি পদ রচনা করেছেন=৭,৯,১০,১১,১২,১৩,১৮,১৯,২৪(পাওয়া যায়নি),৩৬,৪০,৪২ এবং৪৫
১৫)শবরপা কে ছিলেন?
উঃ চর্যাকর
১৬)বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা?
উঃ৫০টি

১৭)চর্যাপদের কোন পদটি খন্ডিত আকারে পাওয়া যায়?
উঃ২৩নং পদ
১৮)চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন?
উঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়
১৯)ড.মুহম্মদ শহিদুল্লাহ’র মতে চর্যাপদের ভাষা-
উঃবঙ্গঁ-কামরুপী
২০)”আপনা মাংসে হরিণা বৈরী” লাইনটি কোন সাহিত্যর অন্তর্ভূক্ত?
উঃ চর্যাপদ
২১। চর্যাপদের ভৌগোলিক সীমারেখায় কোন ভূ-খন্ডের নাম একাধিকবার উল্লেখিত হয়েছে?
উঃ বাংলা ভূ-খন্ডের।
২২। চর্যাপদের উল্লেখিত তৎ কালীন কৃষিজাত দ্রব্যের নাম কি?
উঃ আমন ধান,তুলা,কার্পাস, কঙ্গুচীনা ইত্যাদি।
২৩।চর্যাপদের ধর্মমত কি?
উঃ বৌদ্ধধর্মের মূল মন্ত্রঃ’ নির্বান প্রাপ্তি’।
২৪। চর্যাপদে দ্বিতীয় সর্বোচ্চ পদকর্তার নাম কি?
উঃ ভুসুকু ৮ টি।

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top