বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

০১. রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দেন —ব্রহ্মবান্ধব উপাধ্যায়

০২. আধুনিক যুগের নাগরিক কবি বলা হয়— সমর সেনকে।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৩. বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি উপাধি দেন— রবীন্দ্রনাথ ঠাকুর

০৪. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা— লাঙ্গল, ধূমকেতু, নবযুগ।

০৫. ভাষা আন্দোলনের উপর রচিত ১ম উপন্যাস— আরেক ফাল্গুন (জহির রায়হান)

০৬. সনেট এর উৎপত্তি কোন দেশে— ইতালীতে

০৭. অমিতাক্ষর ছন্দের সনেটের জনক— মাইকেল মধুসূদন দত্ত

০৮. অমিতাক্ষর ছন্দ মানে কি বোঝায়?— যেখানে ছন্দের মিল নেই।

০৯. মেঘনাদবধ মহাকাব্যের কাহিনী নেওয়া হয়েছে— রামায়ন থেকে

১০. শ্রীকৃষ্ণকীর্তনকাব্য রচিয়তা বড়ু চন্ডীদাসের ডাক নাম— অনন্ত

১১। ‘নীল দর্পন’ নাটকের রচয়িতা কে?

উঃ দীনবন্ধু মিত্র।

১২। ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যটির রচয়িতা কে?

উঃ জসিম উদ্দিন।

১৩। ‘চাচা কাহিনী’ গ্রন্থের রচিয়তা কে?

উঃ সৈয়দ মুজতবা আলী।

১৪। ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের কবি কে?

উঃ কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী।

১৫। ‘জমিদার দর্পন’ নাটক রচনা করেছেন কে?

উঃ মীর মোশারফ হোসেন।

১৬। ‘জিব্রাইলের ডানা’র গল্পকার কে?

উঃ শাহেদ আলী।

১৭। ‘আরেক ফাল্গুন’, হাজার বছর ধরে’,‘বরফ গলা নদী’ এগুলো কার রচিত উপন্যাস?

উঃ জহির রায়হান।

১৮। ‘তোতা ইতিহাস’ গ্রন্থটি কোন ভাষা থেকে অনূদিত?

উঃ ফারসি।

১৯। ‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসের রচিয়তা কে?

উঃ ডঃ আলাউদ্দিন আল-আজাদ।

২০। ‘নরুল দীনের সারাজীবন’ নাটকের রচয়িতা কে?

উঃ সৈয়দ শাসসূল হক।

২১। ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের রচয়িতা কে?

উঃ সৈয়দ শামসুল হক।

২২। ‘খেলা রাম খেলে যারে’ কার রচনা?

উঃ সৈয়দ শামসুল হক।

২৩। ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের রচয়িতা কে?

উঃ অদ্বৈত মল্লবর্মণ।

২৪। ‘তারাবাঈ’ নাটকটির রচিয়তা কে?

উঃ দ্বিজেন্দ্রলাল রায়।

২৫। ‘দেওয়ানা মদিনা’ পালার রচয়িতা কে?

উঃ মনসুর বয়াতী।


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!