বাংলা ভাষা বিষয়ক গ্রন্থ ও রচয়িতা

০১। রামমোহন রায় — গৌড়ীয় ব্যাকরণ।

০২। নাথানিয়েল ব্রাসি হ্যালহেড —

A Grammar of the Banglali Language বাঙলা ব্যাকরণ ১৭৭৮ সালে।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৩। আবুল কালাম মনজুর মোরশেদ— আধুনিক ভাষা তত্ত্ব।

০৪। মুহম্মদ দানীউল হক — (১) ভাষাতত্ত্বের নানা প্রসঙ্গ ও

(২) ভাষার কথা।

০৫। ডঃ মুহম্মদ শহীদুল্লাহ — (১) বাঙ্গালা ব্যাকরণ ও

(২) বাংলা ভাষার ইতিবৃত্ত্ব।

০৬। হুমায়ুন আজাদ — তুলনামূলক ঐতিহাসিক ভাষা বিজ্ঞান।

০৭। মনিরুজ্জামান — ভাষাতত্ত্ব অনুশীলন।

০৮। মুহম্মদ আব্দুল হাই — ভাষা ও সাহিত্য, ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব।

০৯। সুনীতকুমার চট্রোপাধ্যায় — (১) ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরন

(২) Original Development Bengali Language.

১০। শাজাহান মনির — বাঙ্গালা ব্যাকরণ।

১১। ড. মুহম্মদ এনামুল হক — ব্যাকরণ মঞ্জরী।

১২। জগদীশ চন্দ্র ঘোষ —আধুনিক বাংলা ব্যাকরণ।

১৩। সুকুমার সেন — ভাষার ইতিবৃত্ত্ব।

১৪। রবীন্দ্রনাথ ঠাকুর — (১) শব্দতত্ত্ব ও

(২) বাংলা ভাষার পরিচয়।

১৫। মুনীর চৌধুরী — বাংলা গদ্যরীতি।

১৬। জামিল চৌধুরী — বানান ও উচ্চারণ।

১৭। আজিজুল হক — আধনিক ভাষা তত্ত্বের স্বরূপ ও প্রযুক্তি।

১৮। নরেন বিশ্বাস —বাংলা উচ্চারণ অভিধান।

১৯। ডঃ মোহাম্মদ আবুল কায়উম— (১) অভিধান ও (২) পান্ডুলিপি পাঠ ও পাঠ সমালোচনা।

২০। মুরারী মোহন সেন — ভাষার কথা।

২১। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী — শব্দ কথা।


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!