বাংলা ব্যাকরণ-৮৮

প্রশ্নঃ কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ?
ক. বাংলা ব্যাকরণ
খ. সরল ভাষা ও ব্যাকরণ রচনা
গ. মাতৃভাষা ও রচনা সওগাত
ঘ. A Grammer of the Bengali Language
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পর্তুগীজ ভাষার রচিত প্রথম বাংলা ব্যাকরণ “Vogabolario em idioma Bengalla, e potuguez dividido em duas parts” কে রচনা করেন ?
ক. মনোএল দ্য আস্সুস্পাসাঁও
খ. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
গ. আব্রাহাম নোয়াম চমস্কি
ঘ. রাজা রামমোহন রায়
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোন বাঙালি বাংলা ব্যাকরণ ইংরেজিতে রচনা করেন?
ক. নকুলেশ্বর বিদ্যাভূষণ
খ. হরনাথ ঘোষ
গ. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
ঘ. রাজা রামমোহন রায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ড. মুহম্মদ এনামূল হক রচিত ব্যাকরণের নাম-
ক. ব্যাকরণ মঞ্জুরী
খ. আধুনকি বাংলা ব্যাকরণ
গ. ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ
ঘ. সবুজ বাংলা ব্যাকরণ
উত্তরঃ ক

প্রশ্নঃ ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্বে
খ. শব্দতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে
ঘ. রূপতত্ত্বে
উত্তরঃ ক

প্রশ্নঃ মনোএল দ্য আসসুস্পসাঁও ঢাকার ভাওয়ালে থাকাকালীন প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কবে?
ক. ১৭৩০ সালে
খ. ১৭৩২ সালে
গ. ১৭৩৪ সালে
ঘ. ১৭৫৬ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘লিঙ্গ’, ‘কারক’, ‘সমাস’, ‘ধাতু’ ইত্যাদি ব্যাকারণের কোন অংশে আলোচিত হয়?
ক. বাক্য গঠনে
খ. বাক্যতত্ত্বে
গ. ধ্বনিতত্ত্বে
ঘ. রূপতত্ত্বে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি?
ক. বাক্যতত্ত্ব
খ. ধ্বনিতত্ত্ব
গ. শব্দতত্ত্ব
ঘ. অর্থতত্ত্ব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রাজা রামমোহন রায় রচিত ‘গৌড়ীয় ব্যাকরণ’ কত সালে বাংলায় অনূদিত হয়?
ক. ১৮৩২ সালে
খ. ১৮৩৩ সালে
গ. ১৮৩৬ সালে
ঘ. ১৮৩৮ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ ব্যাক্যের বিভিন্ন উপদান সংযোজন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. শব্দতত্ত্বে
খ. রূপতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে
ঘ. ধ্বনিতত্ত্বে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ কে রচনা করেন?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. সুকুমার সেন
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যাকরণ কে লিখেন?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. ডেভিড হেয়ার
গ. মদনমোহন তর্কালঙ্কার
ঘ. উইলিয়াম কেরি
উত্তরঃ ক

প্রশ্নঃ ব্যাকরণের কাজ কি?
ক. ভাল বক্তা তৈরি করা
খ. পন্ডিতব্যক্তি তৈরি করা
গ. শুদ্ধ লিখন শেখানো
ঘ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ উইলিয়াম কেরি রচিত A Grammer of the Bengali Language গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৮০০ সালে
খ. ১৮০১ সালে
গ. ১৮০২ সালে
ঘ. ১৮০৩ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ ক্রিয়ার কাল ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. রূপতত্ত্বে
খ. ধ্বনিতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে
ঘ. ভাষাতত্ত্বে
উত্তরঃ ক

প্রশ্নঃ কারক ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. রূপতত্ত্বে
খ. বাক্যতত্ত্বে
গ. ভাষাতত্ত্বে
ঘ. ধ্বনিতত্ত্বে
উত্তরঃ ক

ভাষারীতি:

প্রশ্নঃ কোন ভাষারীতির কোন ধরাবাধা নিয়ম নেই?
ক. আঞ্চলিক/উপভাষা
খ. সাধুভাষা
গ. চলিত ভাষা
ঘ. পালি ভাষা
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা ভাষায় সাধুরীতির আগমন যে ভাষা থেকে?
ক. আঞ্চলিক ভাষা
খ. উর্দু ভাষা
গ. সংস্কৃত ভাষা
ঘ. হিন্দি ভাষা
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে ড. মুহাম্মদ শহীদুল্লাহর মত হচ্ছে-
ক. গৌড়ীয় অপভ্রংশ
খ. মাগধী অপভ্রংশ
গ. গৌড় অপভ্রংশ
ঘ. প্রাচীন অবহট্ঠ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি চলিত ভাষর বৈশিষ্ট্য নয়?
ক. ক্রিয়াপদের সঙ্কুচিত রূপ ব্যবহৃত হয়
খ. তদ্ভব, অর্ধতৎসম, দেশি ও বিদেশী শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশি
গ. তৎসম শব্দের প্রয়োগ বেশী
ঘ. সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়
উত্তরঃ গ

প্রশ্নঃ সাধু ভাষায় কোন পদ বিশেষ রীতি মেনে চলে?
ক. বিশেষ্য ও বিশেষণ
খ. সর্বনাম ও ক্রিয়া
গ. বিশেষ্য ও ক্রিয়া
ঘ. ক্রিয়া ও বিশেষণ
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষার উৎপত্তিকাল-
ক. সপ্তম শতাব্দী
খ. অষ্টম শতাব্দী
গ. নবম শতাব্দী
ঘ. দশম শতাব্দী
উত্তরঃ ক

প্রশ্নঃ ভাষার কোন রীতি কৃত্রিমতা বর্জিত?
ক. চলিত রীতি
খ. সাধু রীতি
গ. কথ্যরীতি
ঘ. কোনটাই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আপনার একান্ত বাধ্যগত’ এখানে ‘বাধ্যগত’ যে কারনে অশুদ্ধ—-
ক. সন্ধিগত
খ. বচনগত
গ. শব্দের গঠনগত
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা ভাষার সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি?
ক. বিশেষ্য ও সর্বনাম এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
খ. বিশেষ্য ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
গ. সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
ঘ. সর্বনাম ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি সাধু রীতির উদাহরণ?
ক. আমি তার সাথে দেখা করলাম
খ. সে গতকাল ঢাকা গিয়েছিল
গ. মিনা তাহাকে দেখিয়াছে
ঘ. সেদিন তারা গেল
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি চলিত রীতির শব্দ?
ক. তুলা
খ. শুকনো
গ. পড়িল
ঘ. সহিত
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বৃক্ষমালা’ যে কারণে অশুদ্ধ?
ক. সংখ্যাজনিত
খ. ব্যাখ্যাজনিত
গ. বচনজনিত
ঘ. সংগাজনিত
উত্তরঃ গ

প্রশ্নঃ ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরূপে ব্যবহৃত হয় ?
ক. কথ্য রীতি
খ. আঞ্চলিক রীতি
গ. সাধু রীতি
ঘ. চলিত রীতি
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?
ক. কথ্য ভাষায়
খ. সাধু ভাষায়
গ. আঞ্চলিক ভাষায়
ঘ. চলিত ভাষায়
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!