প্রশ্নঃ কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ?
ক. বাংলা ব্যাকরণ
খ. সরল ভাষা ও ব্যাকরণ রচনা
গ. মাতৃভাষা ও রচনা সওগাত
ঘ. A Grammer of the Bengali Language
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পর্তুগীজ ভাষার রচিত প্রথম বাংলা ব্যাকরণ “Vogabolario em idioma Bengalla, e potuguez dividido em duas parts” কে রচনা করেন ?
ক. মনোএল দ্য আস্সুস্পাসাঁও
খ. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
গ. আব্রাহাম নোয়াম চমস্কি
ঘ. রাজা রামমোহন রায়
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন বাঙালি বাংলা ব্যাকরণ ইংরেজিতে রচনা করেন?
ক. নকুলেশ্বর বিদ্যাভূষণ
খ. হরনাথ ঘোষ
গ. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
ঘ. রাজা রামমোহন রায়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ড. মুহম্মদ এনামূল হক রচিত ব্যাকরণের নাম-
ক. ব্যাকরণ মঞ্জুরী
খ. আধুনকি বাংলা ব্যাকরণ
গ. ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ
ঘ. সবুজ বাংলা ব্যাকরণ
উত্তরঃ ক
প্রশ্নঃ ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্বে
খ. শব্দতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে
ঘ. রূপতত্ত্বে
উত্তরঃ ক
প্রশ্নঃ মনোএল দ্য আসসুস্পসাঁও ঢাকার ভাওয়ালে থাকাকালীন প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কবে?
ক. ১৭৩০ সালে
খ. ১৭৩২ সালে
গ. ১৭৩৪ সালে
ঘ. ১৭৫৬ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘লিঙ্গ’, ‘কারক’, ‘সমাস’, ‘ধাতু’ ইত্যাদি ব্যাকারণের কোন অংশে আলোচিত হয়?
ক. বাক্য গঠনে
খ. বাক্যতত্ত্বে
গ. ধ্বনিতত্ত্বে
ঘ. রূপতত্ত্বে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি?
ক. বাক্যতত্ত্ব
খ. ধ্বনিতত্ত্ব
গ. শব্দতত্ত্ব
ঘ. অর্থতত্ত্ব
উত্তরঃ ঘ
প্রশ্নঃ রাজা রামমোহন রায় রচিত ‘গৌড়ীয় ব্যাকরণ’ কত সালে বাংলায় অনূদিত হয়?
ক. ১৮৩২ সালে
খ. ১৮৩৩ সালে
গ. ১৮৩৬ সালে
ঘ. ১৮৩৮ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ ব্যাক্যের বিভিন্ন উপদান সংযোজন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. শব্দতত্ত্বে
খ. রূপতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে
ঘ. ধ্বনিতত্ত্বে
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ কে রচনা করেন?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. সুকুমার সেন
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যাকরণ কে লিখেন?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. ডেভিড হেয়ার
গ. মদনমোহন তর্কালঙ্কার
ঘ. উইলিয়াম কেরি
উত্তরঃ ক
প্রশ্নঃ ব্যাকরণের কাজ কি?
ক. ভাল বক্তা তৈরি করা
খ. পন্ডিতব্যক্তি তৈরি করা
গ. শুদ্ধ লিখন শেখানো
ঘ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ উইলিয়াম কেরি রচিত A Grammer of the Bengali Language গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৮০০ সালে
খ. ১৮০১ সালে
গ. ১৮০২ সালে
ঘ. ১৮০৩ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ ক্রিয়ার কাল ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. রূপতত্ত্বে
খ. ধ্বনিতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে
ঘ. ভাষাতত্ত্বে
উত্তরঃ ক
প্রশ্নঃ কারক ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. রূপতত্ত্বে
খ. বাক্যতত্ত্বে
গ. ভাষাতত্ত্বে
ঘ. ধ্বনিতত্ত্বে
উত্তরঃ ক
ভাষারীতি:
প্রশ্নঃ কোন ভাষারীতির কোন ধরাবাধা নিয়ম নেই?
ক. আঞ্চলিক/উপভাষা
খ. সাধুভাষা
গ. চলিত ভাষা
ঘ. পালি ভাষা
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলা ভাষায় সাধুরীতির আগমন যে ভাষা থেকে?
ক. আঞ্চলিক ভাষা
খ. উর্দু ভাষা
গ. সংস্কৃত ভাষা
ঘ. হিন্দি ভাষা
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে ড. মুহাম্মদ শহীদুল্লাহর মত হচ্ছে-
ক. গৌড়ীয় অপভ্রংশ
খ. মাগধী অপভ্রংশ
গ. গৌড় অপভ্রংশ
ঘ. প্রাচীন অবহট্ঠ
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি চলিত ভাষর বৈশিষ্ট্য নয়?
ক. ক্রিয়াপদের সঙ্কুচিত রূপ ব্যবহৃত হয়
খ. তদ্ভব, অর্ধতৎসম, দেশি ও বিদেশী শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশি
গ. তৎসম শব্দের প্রয়োগ বেশী
ঘ. সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়
উত্তরঃ গ
প্রশ্নঃ সাধু ভাষায় কোন পদ বিশেষ রীতি মেনে চলে?
ক. বিশেষ্য ও বিশেষণ
খ. সর্বনাম ও ক্রিয়া
গ. বিশেষ্য ও ক্রিয়া
ঘ. ক্রিয়া ও বিশেষণ
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা ভাষার উৎপত্তিকাল-
ক. সপ্তম শতাব্দী
খ. অষ্টম শতাব্দী
গ. নবম শতাব্দী
ঘ. দশম শতাব্দী
উত্তরঃ ক
প্রশ্নঃ ভাষার কোন রীতি কৃত্রিমতা বর্জিত?
ক. চলিত রীতি
খ. সাধু রীতি
গ. কথ্যরীতি
ঘ. কোনটাই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘আপনার একান্ত বাধ্যগত’ এখানে ‘বাধ্যগত’ যে কারনে অশুদ্ধ—-
ক. সন্ধিগত
খ. বচনগত
গ. শব্দের গঠনগত
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা ভাষার সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি?
ক. বিশেষ্য ও সর্বনাম এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
খ. বিশেষ্য ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
গ. সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
ঘ. সর্বনাম ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোনটি সাধু রীতির উদাহরণ?
ক. আমি তার সাথে দেখা করলাম
খ. সে গতকাল ঢাকা গিয়েছিল
গ. মিনা তাহাকে দেখিয়াছে
ঘ. সেদিন তারা গেল
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোনটি চলিত রীতির শব্দ?
ক. তুলা
খ. শুকনো
গ. পড়িল
ঘ. সহিত
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘বৃক্ষমালা’ যে কারণে অশুদ্ধ?
ক. সংখ্যাজনিত
খ. ব্যাখ্যাজনিত
গ. বচনজনিত
ঘ. সংগাজনিত
উত্তরঃ গ
প্রশ্নঃ ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরূপে ব্যবহৃত হয় ?
ক. কথ্য রীতি
খ. আঞ্চলিক রীতি
গ. সাধু রীতি
ঘ. চলিত রীতি
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?
ক. কথ্য ভাষায়
খ. সাধু ভাষায়
গ. আঞ্চলিক ভাষায়
ঘ. চলিত ভাষায়
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)