প্রশ্নঃ বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি?
ক. কারক
খ. লিখিত
গ. বেদনা
ঘ. খেলনা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ চলিষ্ণু -শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক. চল
ষ্ণু
খ. চলি
ষ্ণু
গ. চল
ইষ্ণু
ঘ. চলে
উষ্ণু
উত্তরঃ গ
প্রশ্নঃ ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয়যোগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে কি বলা হয় ?
ক. প্রকৃতি
খ. কৃদন্ত শব্দ
গ. তদ্ধিত প্রত্যয়
ঘ. ক্রিয়া প্রকৃতি
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘মানব’ কোন প্রত্যয়?
ক. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
খ. বাংলা তদ্ধিত প্রত্যয়
গ. সংস্কৃত কৃৎ প্রত্যয়
ঘ. বাংলা কৃৎ প্রত্যয়
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘মুক্তি’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক. মু
ক্ত
খ. মুচ
ক্ত
গ. মুক
ত
ঘ. মুচ
ত
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘জল’ শব্দের সাথে বিভিন্ন প্রত্যয় যোগে বিশেষণ হয়। কোনটি ভুল বিশেষণ?
ক. জলীয়
খ. জলা
গ. জলো
ঘ. জলতা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘দীপ্যমান’ শব্দের সঠিক প্রকৃতি- প্রত্যয় কোনটি ?
ক. √দীপ্য
মান
খ. √দীপ
আনন
গ. √দীপ
আন
ঘ. √দীপ
শানচ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘বধ’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?
ক. ইন
অল
খ. অন
অল
গ. ব
স্ব
ঘ. ধ
অ
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের কোন প্রত্যয়যুক্ত কৃদন্ত পদে সাধারণত দ্বিত্ব প্রয়োগ হয় ?
ক. অ
খ. আ
গ. ই
ঘ. ঈ
উত্তরঃ ক
প্রশ্নঃ কর্তব্য শব্দের ধাতু কোনটি ?
ক. কৃ
খ. কর
গ. কর্ত
ঘ. কৃৎ
উত্তরঃ ক
প্রশ্নঃ ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যোগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে বলে-
ক. তদ্ধিতান্ত শব্দ
খ. তদ্ধিত প্রত্যয়
গ. কৃদন্ত শব্দ
ঘ. প্রাতিপদিক শব্দ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘আই’ প্রত্যয় যোগে কোনটি আদর অর্থে ব্যবহৃত হয়?
ক. মোগলাই
খ. চারাই
গ. ঢাকাই
ঘ. কানাই
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোনটি কৃদন্ত শব্দ ?
ক. ঢাকা
আই = ঢাকাই
খ. ঘাট
তি = ঘাটতি
গ. সাপ
উড়ে = সাপুড়ে
ঘ. হাট
উরে = হাটুরে
উত্তরঃ খ
প্রশ্নঃ কৃৎ প্রত্যয়সাধিত পদটিকে কি বলা হয় ?
ক. কৃদন্ত পদ
খ. ক্রিয়াপদ
গ. উপপদ
ঘ. অব্যয় পদ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘চাকরানী’ শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত?
ক. ই
খ. ঈ
গ. আনী
ঘ. নী
উত্তরঃ গ
প্রশ্নঃ ক্রিয়া পদরে মূল অংশকে বলা হয়–
ক. প্রকৃতি
খ. প্রত্যয়
গ. ক্রিয়া
ঘ. সর্বনাম
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলা কৃৎ প্রত্যয় কোনটি?
ক. কৃ
তব্য
খ. দৃশ
অন
গ. কাট
আরী
ঘ. গুরু
গিরি
উত্তরঃ গ
প্রশ্নঃ মাইকেলী নাম ধাতুজাত ক্রিয়াপদ কোনটি ?
ক. ভেংচিকাট
খ. হারায়
গ. উত্তরিলা
ঘ. সাবধান হও
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘কারক’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি ?
ক. √কৃ
অক
খ. √কার
অক
গ. √কৃচ
ণক
ঘ. √কৃ
ণক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ প্রত্যয়ান্ত শব্দ থেকে প্রত্যয় বাদ দিলে যা পাওয়া যায় তাকে কি বলে ?
ক. ধাতু
খ. প্রকৃতি
গ. প্রত্যয়
ঘ. প্রাতিপাদিক
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘কুলীন’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. কুলা
ইন
খ. কুল
নীন
গ. কুলা
নীন
ঘ. কুলি
ইন
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?
ক. সভাসদ
খ. শুভেচ্ছা
গ. ফলবান
ঘ. তন্বী
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘শূন্’ কোন ধাতুর উদাহরণ?
ক. মৌলিক ধাতু
খ. যৌগিক ধাতু
গ. সাধিত ধাতু
ঘ. সংস্কৃত
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘জ্ঞানবান’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. জ্ঞান
বান
খ. জ্ঞান
অজ্ঞান
গ. জ্ঞান
বতুপ
ঘ. জ্ঞান
মতুপ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘শ্রমী’ এর প্রকৃতি -প্রত্যয় কোনটি ?
ক. শ্রম
ই
খ. শ্রম
ইন
গ. শ্রম
আই
ঘ. শ্র
অমী
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)