প্রশ্নঃ বাংলা ভাষায় যে সকল বিদেশী প্রত্যয় নতুুন নতুম শব্দ গঠন সাহায্য কররেছে , তাদের অধিকাংশ কোন ভাষা থেকে গৃহীত ?
ক. আরবি
খ. ফারসি
গ. ফরাসি
ঘ. ইংরেজী
উত্তরঃ খ
প্রশ্নঃ ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায় ?
ক. অক
খ. আই
গ. ফলে
ঘ. আও
উত্তরঃ খ
প্রশ্নঃ যে শব্দ বা শব্দাংশের অংশকে আর কোনো বিশ্লেষণ বা ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না, তাকে বলে –
ক. প্রত্যয়
খ. কারক
গ. প্রকৃতি
ঘ. বর্ণ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘পিতা’ কিভাবে ‘পৈত্রিক’ -এ রূপান্তরিত হয়েছে?
ক. পিতা
উক
খ. পিতা
ঋক
গ. পিতা
এক
ঘ. পিতা
ইক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?
ক. উৎকর্ষতা
খ. উৎকর্ষ
গ. উৎকৃষ্ট
ঘ. উৎকৃষ্টতা
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ষ্ণ’ প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের কি হয়?
ক. বৃদ্ধি
খ. গুণ
গ. আগম
ঘ. ইৎ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘মেঠো’ -এর প্রকৃতি প্রত্যয় কি?
ক. মাঠ
এ
খ. মাঠ
ঐ
গ. মাঠ
উয়া
ঘ. মাঠ
ও
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘শান্তি’-এর প্রকৃতি প্রত্যয় কি?
ক. শম
ক্তি
খ. শম
ন্তি
গ. শান্ত
ঈ
ঘ. শাম
ন্তি
উত্তরঃ ক
প্রশ্নঃ লেঠেল শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. লাঠি
এল
খ. লাঠি
আল
গ. লাঠি
ইয়াল
ঘ. লাঠী
ইয়াল
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘চৈনা’ শব্দের সঠিক প্রকৃতি -প্রত্যয় কোনটি ?
ক. √চে
অনা
খ. √চিন
আ
গ. √চীন
আ
ঘ. √চে
না
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ
ক. সন্ধিজনিত
খ. প্রত্যয়জনিত
গ. উপসর্গজনিত
ঘ. বিভক্তিজনিত
উত্তরঃ খ
প্রশ্নঃ ষ্ণ প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের কি হয় ?
ক. বৃদ্ধি
খ. গুণ
গ. ইক
ঘ. আগম
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের কোনটি উপসর্গযুক্ত কৃদন্ত পদের উদাহরণ ?
ক. অধোয়া
খ. পাঠক
গ. গায়ক
ঘ. কর্তব্য
উত্তরঃ ক
প্রশ্নঃ প্রকৃতির আগে কোন চিহ্ন ব্যবহৃত হয় ?
ক.
খ. –
গ. ×
ঘ. √
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পবন শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. √প
অন
খ. √পো
অন
গ. √প
বন
ঘ. √পো
বন
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘চলন্ত’ শব্দটির ক্রিয়ামূল কোনটি?
ক. চল
খ. চল্
গ. অন্ত
ঘ. চলা
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘চাষী’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. চাষ
ই
খ. চাষ
ঈ
গ. চষ
ই
ঘ. চাষী
ই
উত্তরঃ খ
প্রশ্নঃ ভাববাচ্য বিশেষ্য গঠনে কোন প্রত্যয় ব্যবহৃত হয় ?
ক. আ প্রত্যয়
খ. আন প্রত্যয়
গ. আই প্রত্যয়
ঘ. অনি প্রত্যয়
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ ?
ক. বড়াই
খ. ছেলেমি
গ. দেনাদার
ঘ. সার্বভৌম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ নয় ?
ক. ভাবুক
খ. পঙ্কিল
গ. গরিব
ঘ. বৈজ্ঞানিক
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ত্যাগ’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. ত্যাগ
অ
খ. ত
ঘঞ
গ. ত্যজ্
ঘঞ
ঘ. ত্য
ষ্ণ
উত্তরঃ গ
প্রশ্নঃ কেবল অপ্রাণিবাচক বহুবচনের প্রত্যয় কোনটি ?
ক. মালা
খ. মণ্ডলী
গ. কুল
ঘ. সমাজ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘জেলে’ এর প্রকৃতি কি?
ক. জাল
ইয়া
খ. জেল
এ
গ. জাল
আ
ঘ. জালা
এ
উত্তরঃ ক
প্রশ্নঃ প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. বাক্যতত্ত্ব
খ. রূপতত্ত্ব
গ. অর্থতত্ত্ব
ঘ. ধ্বনিতত্ত্ব
উত্তরঃ খ
প্রশ্নঃ ধাতু কিংবা প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হলে প্রত্যয়ের যে অংশ লোপ হয় , তাকে কি বলে ?
ক. টি
খ. বৃদ্ধি
গ. ইৎ
ঘ. গুণ
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)