বাংলা ব্যাকরণ-৩০

প্রশ্নঃ একাক্ষর শব্দে আ -এর উচ্চারণ কিরূপ হয় ?
ক. দীর্ঘ
খ. হ্রস্ব
গ. বিবৃত
ঘ. সংবৃত
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন দু’টি মহাপ্রাণ ধ্বনি?
ক. খ, ঝ
খ. ক, খ
গ. ত, দ
ঘ. চ, জ
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ভাষার শব্দ গঠিত হয়–
ক. বর্ণের সমন্বয়ে
খ. চিহ্নের সমন্বয়ে
গ. ধ্বনির সমন্বয়ে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন শব্দে – এর প্রকৃত উচ্চারণ বব্জায় রয়েছে ?
ক. পথে ঘাটে
খ. ক্যাট, ব্যাট
গ. তেনা দেখা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
ক. অল্পপ্রাণ ধ্বনি
খ. অঘোষ ধ্বনি
গ. মহাপ্রাণ ধ্বনি
ঘ. অল্পপ্রাণ ধ্বনি
উত্তরঃ গ

প্রশ্নঃ স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
ক. ২ টি
খ. ৫ টি
গ. ৩ টি
ঘ. ৪ টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
ক. ১০টি
খ. ১১টি
গ. ১২টি
ঘ. ১৩টি
উত্তরঃ খ

প্রশ্নঃ পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি ‘অ’ কি হয় ?
ক. বিবৃত
খ. স্বাভাবিক
গ. অবিকৃত
ঘ. সংবৃত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘হ’ বর্ণে দ্যেতিত ধ্বনিটি কন্ঠনালীতে উৎপন্ন হয় বলেই মূলত তাকেই কি বলে ?
ক. শিশধ্বনি
খ. অঘোষধ্বনি
গ. উষ্ম ঘোষধ্বনি
ঘ. অঘোষ অল্পপ্রাণ ধ্বনি
উত্তরঃ গ

প্রশ্নঃ উচ্চারণের বৈশিষ্ট্যানুযায়ী স্পর্শ ব্যঞ্জনধ্বনিগুলোকে প্রথমত কোন দুভাগে ভাগ করা হয়?
ক. অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি
খ. কণ্ঠ ধ্বনি ও দন্ত্য ধ্বনি
গ. ওষ্ঠ্য বর্ণ ও তালব্য বর্ণ
ঘ. অঘোষ ও ঘোষ ধ্বনি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণ কয়টি?
ক. ৪ টি
খ. ৫ টি
গ. ৩ টি
ঘ. ৬ টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে বলা হয়–
ক. ব্যঞ্জনধ্বনি
খ. স্বরধ্বনি
গ. অঘোষ ধ্বনি
ঘ. অল্পপ্রাণ ধ্বনি
উত্তরঃ গ

প্রশ্নঃ দুটি মৌলিক স্বরবর্ণ যোগে যে অক্ষর সৃষ্টি হয় তাকে কি বলে ?
ক. ঘিত বর্ণ
খ. অযোগবাহ বর্ণ
গ. নাসিক্য বর্ণ
ঘ. সংবৃত বর্ণ
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলায় বর্গীয় ধ্বনি কয়টি?
ক. ১০টি
খ. ১৫টি
গ. ২০টি
ঘ. ২৫টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিসর্গ (ঃ) বর্ণটি নিচের কোন বর্ণের একটি রূপান্তর?
ক. স
খ. হ
গ. শ
ঘ. ম
উত্তরঃ খ

প্রশ্নঃ হ বর্ণে দ্যোতিত ধ্বনিটি কণ্ঠনালীতে উৎপন্ন হয় বলে মূলত সেটিকে কি বলে ?
ক. তাড়নজাত ধ্বনি
খ. অঘোষ ধ্বনি
গ. উষ্ম ঘোষধ্বনি
ঘ. পার্শ্বিক ধ্বনি
উত্তরঃ গ

প্রশ্নঃ যৌগিক স্বরের অপর নাম কি ?
ক. প্রকৃতাক্ষর
খ. হ্রস্বস্বর
গ. দীর্ঘস্বর
ঘ. সান্ধ্যক্ষর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ খাঁটি বাংলা শব্দে এ উচ্চারণ রয়েছে কোনটিতে ?
ক. তেনা , খেমটা
খ. দেখা, ব্যাট
গ. খেলা > বেলা
ঘ. গেয়ে, যেয়ে
উত্তরঃ ক

প্রশ্নঃ তাড়নজাত ব্যাঞ্জনধ্বনি কোনটি?
ক. ক,ঘ
খ. চ,ছ
গ. ড়,ঢ়
ঘ. প,ফ
উত্তরঃ গ

প্রশ্নঃ দন্ত্য বর্ণ কয়টি?
ক. ৪ টি
খ. ৫ টি
গ. ৭ টি
ঘ. ৬ টি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি?
ক. যৌগিক স্বরধ্বনি
খ. তালব্য স্বরধ্বনি
গ. মিলিত স্বরধ্বনি
ঘ. কোনোটি নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ যুগ্ম স্বর ধ্বনির প্রতীক কয়টি ?
ক. সাতটি
খ. দুটি
গ. এগারটি
ঘ. আঠারটি
উত্তরঃ খ

প্রশ্নঃ যে সকল স্বরবর্ণ উচ্চারণে মুখ সম্পূর্ণ খোলা থাকে না, আবার বাতাস একেবারে বন্ধ ও থাকে না, সে সকল বর্ণকে বলে–
ক. স্পৃষ্ট বর্ণ
খ. অন্তঃস্থ বর্ণ
গ. অঘোষ বর্ণ
ঘ. ঘোষ বর্ণ
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলায় ‘ণ’ এবং ‘ন’ বর্ণে দ্যেতিত ধ্বনি দুটিতে কি আছে ?
ক. ঐক্য
খ. পার্থক্য
গ. বৈসাদৃশ্য
ঘ. অসমতা
উত্তরঃ ক

প্রশ্নঃ ভাষার মূল উপাদান হচ্ছে-
ক. বর্ণ
খ. শব্দ
গ. ধ্বনি
ঘ. বাক্য
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি মূল স্বরধ্বনি নয়?
ক. অ
খ. এ
গ. ঔ
ঘ. উ
উত্তরঃ গ

প্রশ্নঃ অনুস্বার (ং) এবং বিসর্গ (ঃ) এ দুটি বর্ণকে কি বর্ণ বলা হয়?
ক. ঘিত বর্ণ
খ. অযোগবাহ বর্ণ
গ. নাসিক্য বর্ণ
ঘ. সংবৃত বর্ণ
উত্তরঃ খ

প্রশ্নঃ ধ্বনিবিদ মুহম্মদ আবদুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি-
ক. এ্যা ধ্বনি
খ. ও ধ্বনি
গ. য়্ ধ্বনি
ঘ. উ ধ্বনি
উত্তরঃ ক

প্রশ্নঃ জিহ্বামূলীয় বর্ণ কোনটি ?
ক. ন
খ. গ
গ. থ
ঘ. ক
উত্তরঃ গ

প্রশ্নঃ কণ্ঠ্য বা জিহবামূলীয় বর্ণ কয়টি?
ক. ৪ টি
খ. ৫ টি
গ. ৭ টি
ঘ. ৬ টি
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!