বাংলা ব্যাকরণ-২৯

প্রশ্নঃ কোন দুটি অঘোষ ধ্বনি?
ক. চ ছ
খ. ড ঢ
গ. ব ভ
ঘ. দ ধ
উত্তরঃ ক

প্রশ্নঃ যৌগিক স্বরের উদাহরণ কোনটি?
ক. খাই
খ. দিবস
গ. দিন
ঘ. মাত্রা
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ উচ্চারণের সুবিধায় বাংলা ব্যঞ্জনবর্ণের কোন দ্যেতিত ধ্বনি যোগ করে উচ্চারণ করা হয় ?
ক. ‘চ’ স্বরধ্বনি
খ. ‘ট’ স্বরধ্বনি
গ. ‘অ’ স্বরধ্বনি
ঘ. ‘গ’ স্বরধ্বনি
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন দুটি যৌগিক স্বরবর্ণ ?
ক. ঐ, ঔ
খ. ই, উ
গ. ই, উ
ঘ. ও, এ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়?
ক. ঘোষ ধ্বনি
খ. অঘোষ ধ্বনি
গ. মহাপ্রাণ ধ্বনি
ঘ. অল্পপ্রাণ ধ্বনি
উত্তরঃ ক

প্রশ্নঃ ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়?
ক. কার
খ. ফলা
গ. ফলাই
ঘ. ফলের
উত্তরঃ খ

প্রশ্নঃ আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়?
ক. বাহান্নটি
খ. পয়তাল্লিশটি
গ. চুয়ান্নটি
ঘ. আটত্রিশটি
উত্তরঃ খ

প্রশ্নঃ সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় ‘ঋ’ কোন বর্ণের মধ্যে রক্ষিত?
ক. স্বরবর্ণে
খ. ব্যঞ্জন বর্ণে
গ. শীষ বর্ণে
ঘ. বিবৃত বর্ণে
উত্তরঃ ক

প্রশ্নঃ উচ্চারণের সঙ্গে কোনটির সংশ্লিষ্ট ?
ক. IPA
খ. বানান
গ. Monosyllabic word
ঘ. Diphthong
উত্তরঃ ক

প্রশ্নঃ তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত্য ‘অ” কি হয় ?
ক. বিবৃত হয়
খ. প্রকৃত হয়
গ. সংবৃত
ঘ. অপঋতি হয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে আবশ্যিকভাবেই আগমন ঘটে–
ক. ব্যঞ্জনধ্বনি
খ. স্বরধ্বনি
গ. যৌগিক স্বরধ্বনি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি
ক. ৬টি
খ. ৭টি
গ. ৯টি
ঘ. ১০টি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ফ’ ধ্বনিটির ধ্বনিতাত্ত্বিক পরিচয় হল-
ক. ওষ্ঠ্য, মহাপ্রাণ ও অঘোষ
খ. দন্ত্য, মহাপ্রাণ ও ঘোষ
গ. কণ্ঠ অল্পপ্রাণ ও অঘোষ
ঘ. ওষ্ঠ অল্পপ্রাণ ও অঘোষ
উত্তরঃ ক

প্রশ্নঃ সংস্কৃত ও প্রাচীন বাংলায় কোন তিনটি বর্ণে দ্যোতিত তিনটি ধ্বনির পৃথক ব্যবহার ছিল ?
ক. শ, ষ, স
খ. র, ড়, ঢ়
গ. ন, ণ, ল
ঘ. স, ষ, হ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ড়’ ও ‘ঢ়’ ধ্বনিগুলোকে কি ধ্বনি বলে ?
ক. ঘোষধ্বনি
খ. শিশধ্বনি
গ. কল্পনাজাত ধ্বনি
ঘ. তাড়নজাত ধ্বনি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন দু’টি স্বরের মিলিত ধ্বনিতে ‘ঐ’ ধ্বনির সৃষ্টি হয়?
ক. ও এবং ই
খ. এ এবং ই
গ. অ এবং ই
ঘ. উ এবং ই
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি অঘোষ হ এর উচ্চারণে প্রাপ্ত ধ্বনি ?
ক. ক্ষ
খ. ঃ
গ. ং
ঘ. ৺
উত্তরঃ খ

প্রশ্নঃ বিসর্গের উচ্চারণ শব্দের শেষে কোন বর্ণের মত হয় ?
ক. ত
খ. থ
গ. হ
ঘ. ষ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সুস্পষ্টরূপে’ শব্দটির কোন বিশ্লেষণটি ঠিক?
ক. সুস্পষ্ট
রূপে
খ. সু
স্পষ্ট
রূ
পে
গ. সু
স্পষ্ট
রুপ

ঘ. সুস্পষ্ট
রূপ

উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে ?
ক. ৫টি
খ. ৭টি
গ. ৩টি
ঘ. ৯টি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ক’ ধ্বনিকে ‘ক’ অক্ষর বলতে চাইলে উহার সঙ্গে কি যোগ করতে হয়?
ক. ‘অ’ ধ্বনি
খ. স্বরধ্বনি
গ. হ্রস্বধ্বনি
ঘ. ব্যঞ্জনধ্বনি
উত্তরঃ ক

প্রশ্নঃ ব্যঞ্জনবর্ণে অর্ধমাত্রার বর্ণ কয়টি?
ক. ৪ টি
খ. ৫ টি
গ. ৭ টি
ঘ. ৬ টি
উত্তরঃ গ

প্রশ্নঃ ওষ্ঠ্য বর্ণ কয়টি?
ক. ৪ টি
খ. ৫ টি
গ. ৭ টি
ঘ. ৩ টি
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ব্যাকরণে পরাশ্রয়ী বর্ণযুক্ত শব্দ কোনগুলো?
ক. আম্র, বৃহৎ, মিঞা
খ. আয়না, হণি, ঋণ
গ. রং, চাঁদ, দুঃখ
ঘ. শিউলি, উচিত, বৃষ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বর্ণগুলোতে অর্ধমাত্রা ব্যবহৃত হয়?
ক. ধ এবং গ
খ. ত এবং ঠ
গ. ট এবং থ
ঘ. এ এবং ঐ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বর্ণের দ্যোতিত ধ্বনির উচ্চারণ জিহ্বার গোড়ার দিকে নরম তালুর পশ্চাৎ ভাগ স্পর্শ করে ?
ক. চ – বর্গীয় ধ্বনি
খ. ট – বর্গীয় ধ্বনি
গ. ক – বর্গীয় ধ্বনি
ঘ. প – বর্গীয় ধ্বনি
উত্তরঃ গ

প্রশ্নঃ শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়-
ক. পদ
খ. ধ্বনি
গ. কারক
ঘ. বর্ণ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট ’ এই ইটকে বাংলা ভাষায় কি বলে?
ক. বর্ণ
খ. কথা
গ. বাক্য
ঘ. ব্যাকরণ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ক্ষ’ যুক্তাক্ষরটি কোন দুটি বর্ণের সংযোগে জাত?
ক. খ +য
খ. ম +হ
গ. ক+স
ঘ. ক +ষ
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!