ধ্বনি ও বর্ণ:
প্রশ্নঃ বাংলা ভাষায় দীর্ঘ স্বরবর্ণের সংখ্যা কয়টি ?
ক. ৫ টি
খ. ৭ টি
গ. ৩ টি
ঘ. ৯টি
উত্তরঃ খ
প্রশ্নঃ ত, থ, দ, ধ, ন হচ্ছে-
ক. তালব্যবর্ণ
খ. কণ্ঠবর্ণ
গ. দন্ত্যবর্ণ
ঘ. মূর্ধন্যবর্ণ
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি?
ক. ঘ
খ. ঠ
গ. প
ঘ. থ
উত্তরঃ গ
প্রশ্নঃ যে যে বর্ণের সমন্বয়ে ‘ষ্ণ’ যুক্তবর্ণটি গঠিত হয়েছে, সেগুলো নির্দেশ করুন-
ক. ষ
ণ
খ. ষ
ঞ
গ. ষ
ন
ঘ. ষ
ঙ
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায়?
ক. কণ্ঠধ্বনি
খ. স্বরধ্বনি
গ. ব্যঞ্জনধ্বনি
ঘ. মিশ্র ধ্বনি
উত্তরঃ গ
প্রশ্নঃ বর্গীয় এবং অন্তঃস্থ ব -এর মধ্যে কিসে কোনো পার্থক্য নেই ?
ক. বিন্যাসে
খ. আকৃতিতে
গ. অবস্থানে
ঘ. উচ্চারণে
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যবহৃত অর্ধমাত্রার বর্ণগুলোর মধ্যে কতটি স্বরবর্ণের?
ক. ৩টি
খ. ১টি
গ. ২টি
ঘ. ৪টি
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোন বর্ণগুলো কখনো শব্দের প্রথমে আসে না?
ক. ঙ ং ঞ ণ
খ. ন ঝ ধ ঙ
গ. থ ন ধ
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ অঘোষ অল্পপ্রাণ দ্যোতিত বর্ণ কয়টি?
ক. ২ টি
খ. ৫ টি
গ. ৬ টি
ঘ. ৩ টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কতটি ?
ক. ২ টি
খ. ৪ টি
গ. ৩ টি
ঘ. ৫ টি
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা ভাষার পরাশ্রয়ী ধ্বনি কতটি?
ক. ২টি
খ. ৪টি
গ. ৩টি
ঘ. ৫টি
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয়?
ক. মহাপ্রাণ ধ্বনি
খ. অল্পপ্রাণ ধ্বনি
গ. ঘোষধ্বনি
ঘ. অঘোষ ধ্বনি
উত্তরঃ ক
প্রশ্নঃ ক্ষ কে ভাঙলে কোনটি হয় ?
ক. ষ
ক
খ. ক
ষ
গ. খ
খ
ঘ. ক
খ
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কতটি?
ক. ৭টি
খ. ৮টি
গ. ৯টি
ঘ. ১০টি
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনগুলো স্পর্শধ্বনি?
ক. ‘আ’ থেকে ‘ঢ’ পর্যন্ত
খ. ‘চ’ থেকে ‘শ’ পর্যন্ত
গ. ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত
ঘ. ‘ট’ থেকে ‘য়’ পর্যন্ত
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা ব্যঞ্জনবর্ণ কতটি বর্গে ভাগ করা হয়েছে?
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘জ’ হল-
ক. জিহ্বামূলীয় বর্ণ
খ. তালব্য বর্ণ
গ. দন্ত্য বর্ণ
ঘ. ওষ্ঠ্য বর্ণ
উত্তরঃ খ
প্রশ্নঃ যুক্তবর্ণের য ও ব উচ্চারিত হওয়ার সময় যে বর্ণটি সাথে যুক্ত হয় সেটি দ্বিত্ব হয়ে উচ্চারিত হয়। যেমন –
ক. কথ্য
খ. সত্য
গ. দ্বীপ
ঘ. পথ্য
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি সঠিক ?
ক. উচ্চারণ ভুল হলে অর্থের পরিবর্তন ঘটে না
খ. উচ্চারণ ভুল হলে সব সময় অর্থের পরিবর্তন ঘটে
গ. মাঝে মাঝে অর্থের পরিবর্তন ঘটে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ শব্দের আদিতে অ -এর নাবোধকতার উদাহরণ কোনটি ?
ক. অমানিশা
খ. অনাচার
গ. যত
ঘ. কথা
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘র’ বর্ণে দ্যেতিত ধ্বনি জিহ্বাকে দোলা দেয় বলে এ ধ্বনিকে কি ধ্বনি বলা হয় ?
ক. পার্শ্বিকধ্বনি
খ. তালব্যধ্বনি
গ. স্পর্শধ্বনি
ঘ. কম্পনজাত ধ্বনি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ উচ্চ স্বরধ্বনি কোনগুলো ?
ক. ও, উ
খ. ই, ঈ
গ. অ্যায়
ঘ. আ, অ
উত্তরঃ খ
প্রশ্নঃ শ, ষ, স, হ এই চারটি ধ্বনিকে কি বলা হয় ?
ক. অন্তঃস্থ ধ্বনি
খ. নাসিক্য ধ্বনি
গ. উষ্মধ্বনি
ঘ. পরাশ্রয়ী বর্ণ
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনগুলো জিহ্বামূলীয় বা কন্ঠ্যস্পর্শ ধ্বনি ?
ক. ক, খ, গ, ঘ, ঙ
খ. ট, ঠ, ড, ঢ়, ণ
গ. ত, থ, দ, ধ, ন
ঘ. প, ফ, ব, ভ, ম
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের কোন বর্ণগুলো মহাপ্রাণ ধ্বনির উদাহারণ ?
ক. খ, ঘ, ছ
খ. ণ, ন, ম
গ. ড, দ, ব
ঘ. ট, ত, প
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের কোন বর্ণগুলো অল্পপ্রাণ ধ্বনির উদাহারণ ?
ক. খ, ছ, ঝ
খ. ঠ, থ, ফ
গ. ঢ, ধ, ঙ
ঘ. গ, চ, জ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্ব স্বর আছে?
ক. ৫টি
খ. ৪টি
গ. ৭টি
ঘ. ৬টি
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনগুলো কণ্ঠধ্বনি?
ক. ক খ গ ঘ ঙ
খ. চ ছ জ ঝ ঞ
গ. ট ঠ ড ঢ ণ
ঘ. প ফ ব ভ ম
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন বর্ণগুলোতে মাত্রা হবে না?
ক. ক এবং খ
খ. খ এবং ল
গ. ট এবং ঠ
ঘ. এ এবং ঐ
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)
ভালো উদ্যোগ নিঃসন্দেহে