বাংলা ব্যাকরণ-১৪১

প্রশ্নঃ কোন সমাসে কোন ব্যাসবাক্য হয় না?
ক. অলুক সামসে
খ. প্রাদী সমাসে
গ. নিত্য সমাসে
ঘ. অব্যয়ীভাব সমাসে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘নদীমাতৃক’ শব্দের সমাস হল-
ক. নদী মাতা যার
খ. নদীতে মাতা আছে যার
গ. নদী ও মাতা
ঘ. নদী এবং মাতৃকা
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘পঞ্চনদ’ কোন সমাসের উদহারণ?
ক. বহুব্রীহি
খ. অব্যয়ীভাব
গ. দ্বিগু
ঘ. ব্যতিহার বহুব্রীহি
উত্তরঃ গ

প্রশ্নঃ অব্যয়ীভাব সমাসে কোন পদের অর্থ প্রধান হয় ?
ক. পূর্বপদ
খ. উত্তরপদ
গ. উভয়পদ
ঘ. পরপদ
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি কর্মধারয় সমাস?
ক. খাসমহল
খ. আকণ্ঠ
গ. মৌলভী সাহেব
ঘ. রাজর্ষি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে?
ক. প্রথম পদে
খ. শেষ পদে
গ. সর্বনাম পদে
ঘ. বিশেষ্য পদে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বেতমিজ’ কোন তৎপুরুষ সমাস?
ক. ৬ষ্ঠী
খ. ২য়া
গ. ৩য়া
ঘ. নঞ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অলুক তৎপুরুষ সমাস ‘তেলেভাজা’র ব্যাসবাক্য কি?
ক. তেলেভাজা
খ. তেল দ্বারা ভাজা
গ. তেলের উপর ভাজা
ঘ. তেলের মধ্যে ভাজা
উত্তরঃ ক

প্রশ্নঃ দ্বিগু সমাসে কোন পদের অর্থের প্রধান হয় ?
ক. পরপদ
খ. উওরপদ
গ. পূর্বপদ
ঘ. সমস্তপদ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বহুব্রীহি সমাস কোনো নিয়মের অধীন নয় ?
ক. সংখ্যাবাচক বহুব্রীহি
খ. প্রত্যয়ন্ত বহুব্রীহি
গ. অলুক বহুব্রীহি
ঘ. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অরুণের মত রাঙা = অরুণরাঙা- কোন কর্মধারয় সমাস?
ক. মধ্যপদলোপী
খ. উপমিত
গ. রূপক
ঘ. উপমান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পাপমুক্ত (পাপ হতে মুক্ত) কোন সমাস?
ক. কর্মধারয়
খ. তৎপুরুষ
গ. বহুব্রীহি
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘শশব্যস্ত’ কোন সমাস(শশকের ন্যায় ব্যস্ত)?
ক. কর্মধারয়
খ. তৎপুরুষ
গ. বহুব্রীহি
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন পদটি রূপক কর্মধারয় সমাস নয়?
ক. যৌবনবন
খ. ক্ষুধানল
গ. জীবনপ্রদীপ
ঘ. যুবজানি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ছেলে-মেয়ে’ কোন প্রকার দ্বন্দ্ব সমাস?
ক. সাধারণ দ্বন্দ্ব
খ. অলুক দ্বন্দ্ব
গ. একশেষ দ্বন্দ্ব
ঘ. সমার্থক দ্বন্দ্ব
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ছাপোষা’ কোন শ্রেণীর বহুব্রীহি সমাস?
ক. সমানাধিকরণ
খ. ব্যধিকরণ
গ. ব্যতিহার
ঘ. মধ্যপদলোপী
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি দ্বিগু সমাসের সমস্ত পদ?
ক. সাতসমুদ্র
খ. প্রতিদিন
গ. নীলকন্ঠ
ঘ. মুখেভাত
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
ক. কলেছাঁটা
খ. মাথায় ছাতা
গ. হাতেকলমে
ঘ. গায়েহলুদ
উত্তরঃ ক

প্রশ্নঃ দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটি ?
ক. তৎপুরুষ
খ. দ্বিগু
গ. বহুব্রীহি
ঘ. কর্মধারয়
উত্তরঃ গ

প্রশ্নঃ মধ্যপদলোপী কর্মধারয়ের দৃষ্টান্ত –
ক. ঘর হতে ছাড়া = ঘরছাড়া
খ. অরুণের মতো রাঙ্গা = অরুণরাঙা
গ. হাসিমাখা মুখ = হাসিমুখ
ঘ. চিরকাল ব্যাপিয়া সুখী = চিরসুখী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বেহায়া’ কেন সমাস?
ক. দ্বন্দ্ব সমাস
খ. নিত্য সমাস
গ. বহুব্রীহি সমাস
ঘ. অব্যয়ীভাব সমাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পরপদের অপর নাম কি ?
ক. উপপদ
খ. পূর্বপদ
গ. বিষেশ্য পদ
ঘ. উত্তরপদ
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!