বাংলা ব্যাকরণ-১৪১

প্রশ্নঃ কোন সমাসে কোন ব্যাসবাক্য হয় না?
ক. অলুক সামসে
খ. প্রাদী সমাসে
গ. নিত্য সমাসে
ঘ. অব্যয়ীভাব সমাসে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘নদীমাতৃক’ শব্দের সমাস হল-
ক. নদী মাতা যার
খ. নদীতে মাতা আছে যার
গ. নদী ও মাতা
ঘ. নদী এবং মাতৃকা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পঞ্চনদ’ কোন সমাসের উদহারণ?
ক. বহুব্রীহি
খ. অব্যয়ীভাব
গ. দ্বিগু
ঘ. ব্যতিহার বহুব্রীহি
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ অব্যয়ীভাব সমাসে কোন পদের অর্থ প্রধান হয় ?
ক. পূর্বপদ
খ. উত্তরপদ
গ. উভয়পদ
ঘ. পরপদ
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি কর্মধারয় সমাস?
ক. খাসমহল
খ. আকণ্ঠ
গ. মৌলভী সাহেব
ঘ. রাজর্ষি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে?
ক. প্রথম পদে
খ. শেষ পদে
গ. সর্বনাম পদে
ঘ. বিশেষ্য পদে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বেতমিজ’ কোন তৎপুরুষ সমাস?
ক. ৬ষ্ঠী
খ. ২য়া
গ. ৩য়া
ঘ. নঞ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অলুক তৎপুরুষ সমাস ‘তেলেভাজা’র ব্যাসবাক্য কি?
ক. তেলেভাজা
খ. তেল দ্বারা ভাজা
গ. তেলের উপর ভাজা
ঘ. তেলের মধ্যে ভাজা
উত্তরঃ ক

প্রশ্নঃ দ্বিগু সমাসে কোন পদের অর্থের প্রধান হয় ?
ক. পরপদ
খ. উওরপদ
গ. পূর্বপদ
ঘ. সমস্তপদ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বহুব্রীহি সমাস কোনো নিয়মের অধীন নয় ?
ক. সংখ্যাবাচক বহুব্রীহি
খ. প্রত্যয়ন্ত বহুব্রীহি
গ. অলুক বহুব্রীহি
ঘ. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অরুণের মত রাঙা = অরুণরাঙা- কোন কর্মধারয় সমাস?
ক. মধ্যপদলোপী
খ. উপমিত
গ. রূপক
ঘ. উপমান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পাপমুক্ত (পাপ হতে মুক্ত) কোন সমাস?
ক. কর্মধারয়
খ. তৎপুরুষ
গ. বহুব্রীহি
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘শশব্যস্ত’ কোন সমাস(শশকের ন্যায় ব্যস্ত)?
ক. কর্মধারয়
খ. তৎপুরুষ
গ. বহুব্রীহি
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন পদটি রূপক কর্মধারয় সমাস নয়?
ক. যৌবনবন
খ. ক্ষুধানল
গ. জীবনপ্রদীপ
ঘ. যুবজানি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ছেলে-মেয়ে’ কোন প্রকার দ্বন্দ্ব সমাস?
ক. সাধারণ দ্বন্দ্ব
খ. অলুক দ্বন্দ্ব
গ. একশেষ দ্বন্দ্ব
ঘ. সমার্থক দ্বন্দ্ব
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ছাপোষা’ কোন শ্রেণীর বহুব্রীহি সমাস?
ক. সমানাধিকরণ
খ. ব্যধিকরণ
গ. ব্যতিহার
ঘ. মধ্যপদলোপী
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি দ্বিগু সমাসের সমস্ত পদ?
ক. সাতসমুদ্র
খ. প্রতিদিন
গ. নীলকন্ঠ
ঘ. মুখেভাত
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
ক. কলেছাঁটা
খ. মাথায় ছাতা
গ. হাতেকলমে
ঘ. গায়েহলুদ
উত্তরঃ ক

প্রশ্নঃ দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটি ?
ক. তৎপুরুষ
খ. দ্বিগু
গ. বহুব্রীহি
ঘ. কর্মধারয়
উত্তরঃ গ

প্রশ্নঃ মধ্যপদলোপী কর্মধারয়ের দৃষ্টান্ত –
ক. ঘর হতে ছাড়া = ঘরছাড়া
খ. অরুণের মতো রাঙ্গা = অরুণরাঙা
গ. হাসিমাখা মুখ = হাসিমুখ
ঘ. চিরকাল ব্যাপিয়া সুখী = চিরসুখী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বেহায়া’ কেন সমাস?
ক. দ্বন্দ্ব সমাস
খ. নিত্য সমাস
গ. বহুব্রীহি সমাস
ঘ. অব্যয়ীভাব সমাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পরপদের অপর নাম কি ?
ক. উপপদ
খ. পূর্বপদ
গ. বিষেশ্য পদ
ঘ. উত্তরপদ
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top