বাংলা ব্যাকরণ-১৩৯

প্রশ্নঃ ‘ঘরজামাই’ কোন সমাস ?
ক. তৎপুরুষ
খ. উপমিত কর্মধারয়
গ. রূপক কর্মধারয়
ঘ. মধ্যপদলোপী কর্মধারয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ উভয় পদের অর্থ প্রধান হয় কোন সমাসে ?
ক. দ্বন্দ্ব
খ. তৎপুরুষ
গ. অব্যয়ীভাব
ঘ. দ্বিগু
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ হাটবাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস ?
ক. মিলনার্থে
খ. বিরোধার্থে
গ. সমার্থে
ঘ. বিপরীতার্থে
উত্তরঃ গ

প্রশ্নঃ আরক্তিম কোন অর্থে ব্যবহৃত হয় ?
ক. পশ্চাৎ
খ. সমগ্র
গ. ঈষৎ
ঘ. বেশী
উত্তরঃ গ

প্রশ্নঃ আশীতে বিষ যার = আশীবিষ -কোন বহুব্রীহি সমাস?
ক. ব্যধিকরণ
খ. অলুক
গ. প্রত্যয়ান্ত
ঘ. ব্যতিহার
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মুখ চন্দ্রের ন্যায়’ -কোন সমাস?
ক. দ্বন্দ্ব সমাস
খ. তৎপুরুষ সমাস
গ. অব্যয়ীভাব সমাস
ঘ. উপমিত কর্মধারয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সামস?
ক. কাগজ ও পত্র = কাগজ পত্র
খ. সাপে ও নেউলে = সাপে নেউলে
গ. কাগজ ও কলম = কাগজ-কলম
ঘ. যাকে ও তাকে = যাকে তাকে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়
ক. উপমিত
খ. উপমান
গ. উপমেয়
ঘ. রূপক
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কাঁচামিঠা’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. কাচাঁ ও মিঠা
খ. যা কাচাঁ তাই মিঠা
গ. কাচাঁ হয়েও মিঠা
ঘ. কাচাঁ যে মিঠা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পুষ্পসৌরভ’ কোন সমাসের উদাহরণ?
ক. বহুব্রীহি
খ. কর্মধারয়
গ. অব্যয়ীভাব
ঘ. তৎপুরুষ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ “কাপুরুষ” এর সমাস নিচের কোনটি?
ক. বহুব্রীহি
খ. কর্মধারয়
গ. দ্বন্দ্ব
ঘ. তৎপুরুষ
উত্তরঃ খ

প্রশ্নঃ সমাসের সাথে কোনটির কিছুটা মিল আছে ?
ক. ধাতু
খ. প্রত্যয়
গ. সন্ধি
ঘ. কারক
উত্তরঃ গ

প্রশ্নঃ যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে?
ক. দ্বন্দ্ব সমাস
খ. রূপক সমাস
গ. বহুব্রীহি সমাস
ঘ. দ্বিগু সমাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘হাতাহাতি’ কোন সমাসের উদাহরণ?
ক. অব্যয়ীভাব
খ. কর্মধারয়
গ. বহুব্রীহি
ঘ. দ্বন্দ্ব
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘লাঠালাঠি’ এটি কোন সমাস?
ক. প্রাদি সমাস
খ. ব্যতিহার বহুব্রীহি সমাস
গ. তৎপুরুষ সমাস
ঘ. কর্মধারয় সমাস
উত্তরঃ খ

প্রশ্নঃ ছদ্মবেশী সমাস কোনটি?
ক. সতীন
খ. বাসর
গ. আমরা
ঘ. সটান
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি কর্মধারয় সমাসের অধীনে নয় ?
ক. উপমান
খ. অলুক
গ. উপমিত
ঘ. রূপক
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি উপপদ সমাস?
ক. কর পল্লবের মত
খ. রাতে কানা
গ. ছেলে ধরে যে
ঘ. পঞ্চ বটের সমাহার
উত্তরঃ গ

প্রশ্নঃ যে সমাসে পদগুলি নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের প্রয়োজন হয় না, তাহাকে কোন সমাস বলে?
ক. নিত্য সমাস
খ. অলুক দ্বন্দ্ব
গ. প্রাদি সমাস
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ ক

প্রশ্নঃ সমাস শব্দের অর্থ কি ?
ক. বিশ্লেষণ
খ. সংক্ষেপণ
গ. সংযোজন
ঘ. সংশ্লেষণ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মহর্ষি’ কোন সমান?
ক. দ্বন্দ্ব
খ. কর্মধারয়
গ. তৎপুরুষ
ঘ. দ্বিগু
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘জলে-স্থলে’ কী সমাস?
ক. সমার্থক দ্বন্দ্ব
খ. বিপরীতার্থক দ্বন্দ্ব
গ. অলুক দ্বন্দ্ব
ঘ. একশেষ দ্বন্দ্ব
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘যিনি জজ তিনি সাহেব’ কোন সমাস?
ক. দ্বিগু সমাস
খ. দ্বন্দ্ব সমাস
গ. তৎপুরুষ সমাস
ঘ. কর্মধারয় সমাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের বিলুপ্তি ঘটে তাকে কি বলা হয়?
ক. উপমান কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. রূপক কর্মধারয়
ঘ. মধ্যপদলোপী কর্মধারয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘শতাব্দী’ কোন সমাস?
ক. দ্বিগু সমাস
খ. বহুব্রীহি সমাস
গ. তৎপুরুষ সমাস
ঘ. কর্মধারয় সমাস
উত্তরঃ ক

প্রশ্নঃ “গজমূর্খ” কোন সমাস?
ক. উপমান কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. নিত্য সমাস
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?
ক. অলুক
খ. নিত্য
গ. প্রাদি
ঘ. উপপদ
উত্তরঃ ক

প্রশ্নঃ দ্বিগু সমাস কোন অর্থে ব্যবহৃত হয় ?
ক. সমাহার
খ. সমাচার
গ. সমাপন
ঘ. সমাবেশ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘চা-বাগান’ শব্দটির ব্যাসবাক্য কি?
ক. চা ও বাগান
খ. চা হতে যে বাগান
গ. চায়ের বাগান
ঘ. চা উৎপন্ন বাগান
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কলুর বলদ’ কোন সমাস?
ক. উপপদ তৎপুরুষ
খ. অলুক তৎপুরুষ
গ. মধ্যপদলোপী কর্মধারয়
ঘ. উপমিত কর্মধারয়
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!