বাংলা ব্যাকরণ-১৩৮

প্রশ্নঃ ‘লাঠালাঠি’ শব্দটির সমাস–
ক. দ্বন্দ্ব
খ. বহুব্রীহি
গ. কর্মধারয়
ঘ. তৎপুরুষ
উত্তরঃ খ

প্রশ্নঃ সাধারণত কোন সমাসে কোনো ব্যাসবাক্য হয় না ?
ক. অলুক দ্বন্দ্ব সমাস
খ. নিত্য সমাস
গ. উপমিত তৎপুরুষ
ঘ. দ্বিগু সমাস
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, তাকে কি বলে ?
ক. অলুক তৎপুরুষ
খ. উপপদ তৎপুরুষ
গ. কৃ -তৎপুরুষ
ঘ. অলুক তৎপুরুষ
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহির উদারহণ?
ক. কানাকানি
খ. আশীবিষ
গ. হাতেখড়ি
ঘ. হাতেনাতে
উত্তরঃ ক

প্রশ্নঃ তৎপুরুষ সমাস কয় প্রকার ?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৮ প্রকার
ঘ. ৯ প্রকার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যে সমাসে পূর্ব পদের বিভক্ত লোপ হয় না তাকে বলে-
ক. নিত্য সমাস
খ. প্রাদি সমাস
গ. দ্বন্দ্ব সমাস
ঘ. অলুক সমাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি বহুব্রীহি সমাস?
ক. সুপুরুষ
খ. দশানন
গ. সাদাকালো
ঘ. চৌরাস্তা
উত্তরঃ খ

প্রশ্নঃ “টাকা-পয়সা” কোন ধরনের সমাস?
ক. বহুব্রীহি
খ. দ্বন্দ্ব
গ. তৎপুরুষ
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ খ

প্রশ্নঃ পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম-
ক. সন্ধি
খ. প্রত্যয়
গ. সমাস
ঘ. পুরুষ
উত্তরঃ গ

প্রশ্নঃ যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা ত করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলে-
ক. দ্বন্দ্ব সমাস
খ. অব্যয়ীভাব সমাস
গ. কর্মধারয় সমাস
ঘ. নিত্য সমাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের সমস্ত পদ ?
ক. দীপ
খ. দিপ
গ. দ্বীপ
ঘ. দ্বিপ
উত্তরঃ গ

প্রশ্নঃ সপ্তমী তৎপুরুষের উদাহরণ কোনটি ?
ক. মাতৃসেবা
খ. তালকানা
গ. মনগড়া
ঘ. শাপমুক্ত
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘প্রাণপাখি’ কোন সমাস?
ক. রূপক কর্মধারয়
খ. মধ্যপদলোপী কর্মধারয়
গ. উপমান কর্মধারয়
ঘ. উপমিত কর্মধারয়
উত্তরঃ ক

প্রশ্নঃ চাঁদমুখ কোন সমাস
ক. উপমান
খ. উপমিত
গ. রূপক
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কাজল-কাল’ -এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. কাজলের ন্যায় কালো
খ. কাজল রূপ কালো
গ. কাজল ও কালো
ঘ. কালো যে কাজল
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অনুপ্রেরণা’ কোন মাসের উদাহরণ?
ক. বহুব্রীহি সমাস
খ. প্রাদি সমাস
গ. নিত্য সমাসে
ঘ. অব্যয়ীভাব সমাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত?
ক. মধ্যপদলোপী কর্মধারয়
খ. ষষ্ঠী তৎপুরুষ
গ. পঞ্চমী তৎপুরুষ
ঘ. উপমান কর্মধারয়
উত্তরঃ ক

প্রশ্নঃ রতনে রতন চিনে
ক. সম্প্রদানে ৭মী
খ. কর্মে ৭মী
গ. কর্তায় ৭মী
ঘ. অপাদানে ৭মী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বিশ্বকবি’ সমাস কি হবে?
ক. বিশ্বরূপ কবি
খ. যিনি বিশ্বের কবি
গ. বিশ্ব ও কবি
ঘ. বিশ্বের কবি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অহিনকুল কোন সমাস?
ক. কর্মধারয়
খ. বহুব্রীহি
গ. দ্বিগু
ঘ. দ্বন্দ্ব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘পকেট মার’ কোন সমাসের উদাহরণ ?
ক. পঞ্চমী তৎপুরুষ
খ. উপপদ তৎপুরুষ
গ. প্রাদি সমাস
ঘ. বহুব্রীহি সমাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘হাতেখড়ি’ কোন সমাসের উদাহরণ ?
ক. সমানাধিকরণ বহুব্রীহি
খ. অলুক বহুব্রীহি
গ. ব্যতিহার বহুব্রীহি
ঘ. মধ্যেপদলোপী বহুব্রীহি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘চাঁদমুখ’ এর ব্যাসবাক্য হলো-
ক. চাঁদমুখের ন্যায়
খ. চাঁদের মত মুখ
গ. চাঁদ মুখ যার
ঘ. চাঁদ রূপ মুখ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ ?
ক. নরাধম
খ. দ্বীপ
গ. বর্ণচোরা
ঘ. দোলন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘স্কুল পালানো’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. স্কুল রূপ পালানো
খ. স্কুল থেকে পালানো
গ. স্কুলের জন্য পালানো
ঘ. স্কুল পালায় যে
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ ?
ক. সিংহ চিহ্নিত আসন – সিংহাসন
খ. তুষারের ন্যায় শুভ্র – তুষারশুভ্র
গ. মন রুপ মাঝি – মনমাঝি
ঘ. সুন্দরী যে লতা = সুন্দর লতা
উত্তরঃ খ

প্রশ্নঃ সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয়-
ক. উপমান কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. রূপক কর্মধারয়
ঘ. মধ্যপদলোপী কর্মধারয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘প্রপিতামহ’ কি অর্থে অব্যয়ীভাব সমাস ?
ক. নিকটবর্তী
খ. বিরোধ
গ. দূরবর্তী
ঘ. অভাব
উত্তরঃ গ

প্রশ্নঃ দশানন সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. দশ ও আনন
খ. দশ সংখ্যক আনন
গ. দশ আননের সমাহার
ঘ. দশ আনন আছে যার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বিপত্মীক’ শব্দটির সমাস হ’ল
ক. অব্যয়ীভাব
খ. কর্মধারয়
গ. বহুব্রীহি
ঘ. দ্বিগু
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!