প্রশ্নঃ সমাসবদ্ধ পদের পূর্ববর্তী পদকে কি বলে ?
ক. পূর্বপদ
খ. পরপদ
গ. বিষেশ্য পদ
ঘ. বিশেষণ পদ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘অলৌকিক’ কোন সমাস?
ক. দ্বন্দ্ব
খ. কর্মধারয়
গ. নঞ তৎপুরুষ
ঘ. দ্বিগু
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘কানাকানি’ শব্দটি কোন সমাস?
ক. বহুব্রীহি
খ. কর্মধারয়
গ. দ্বিগু
ঘ. তৎপুরুষ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘বিষবৃক্ষ’ কোন সমাস?
ক. কর্মধারয় সমাস
খ. তৎপুরুষ সমাস
গ. বহুব্রীহি সমাস
ঘ. অব্যয়ীভাব সমাস
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস?
ক. গুরুদেব
খ. মৌমাছি
গ. মহাজন
ঘ. কাঁচামিঠে
উত্তরঃ খ
প্রশ্নঃ নঞ বহুব্রীহি সমাসে সাধিত পদটি কোন পদ হয় ?
ক. বিশেষ্য পদ
খ. সর্বনাম পদ
গ. বিশেষণ পদ
ঘ. অব্যয় পদ
উত্তরঃ গ
প্রশ্নঃ তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রধান হয় ?
ক. পরপদের
খ. বিশেষণ পদের
গ. নাম পদের
ঘ. বিশেষ্য পদের
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘তুষারশুভ্র’ -এর ব্যাসবাক্য কি?
ক. তুষারের ন্যায় শুভ্র
খ. তুষার যেমন শুভ্র
গ. তুষার শুভ্রের ন্যায়
ঘ. শুভ্র তুষারের ন্যায়
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘গা-ঢাকা’ কোন তৎপুরুষ সমাস?
ক. পঞ্চমী
খ. চতুর্থী
গ. তৃতীয়া
ঘ. দ্বিতীয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ “খবরবার্তা” কোন সমাস?
ক. বহুব্রীহি
খ. কর্মধারয়
গ. দ্বন্দ্ব
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ গ
প্রশ্নঃ সমাস নিষ্পন্ন পদটির নাম কি?
ক. অব্যয় পদ
খ. বিগ্রহ পদ
গ. সমস্যমান পদ
ঘ. সমস্ত পদ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘তেপান্তর’ কোন সমাসের উদাহরণ?
ক. দ্বিগু
খ. অব্যয়ীভাব
গ. নিত্য সমাস
ঘ. বহুব্রীহি
উত্তরঃ ক
প্রশ্নঃ যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের বিলুপ্তি ঘটে তাকে কি বলা হয়?
ক. উপমান কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. রূপক কর্মধারয়
ঘ. মধ্যপদলোপী কর্মধারয়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ “মিশকালো” এর সমাস নিচের কোনটি?
ক. উপমান কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. রূপক কর্মধারয়
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘জায়া ও পতি’ সমাস করলে কি হয়?
ক. স্বামী-স্ত্রী
খ. পতি-পত্নী
গ. দম্পতি
ঘ. জায়া-পতি
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
ক. চা-বিস্কুট
খ. মহাত্মা
গ. তেমাথা
ঘ. মনগড়া
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি দ্বন্দ্ব সমাস?
ক. মধুকণ্ঠি
খ. রাতকানা
গ. হাট-বাজার
ঘ. গোমড়ামুখো
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘রাজহাঁস’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?
ক. রাজার হাঁস
খ. হাঁসের রাজা
গ. হাঁসদের রাজা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক. অন্যায়
খ. অনাসক্ত
গ. আমরণ
ঘ. অহি নকুল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘হাভাতে’ কোন সমাস?
ক. প্রাদি
খ. অভ্যয়ীভাব
গ. উপপদ তৎপরুষ
ঘ. বহুব্রীহি
উত্তরঃ খ
প্রশ্নঃ অলুক বহুব্রীহি সমাসে সমস্ত পদটি কোন পদ হয় ?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. অব্যয়
ঘ. সর্বনাম
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘গরমিল’ -এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. মিলের অবাব
খ. অমিলের সদৃশ
গ. মিল ও অমিল
ঘ. অমিল রূপের ন্যায়
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি অলুক দ্বন্দ্বের উদাহরণ?
ক. দম্পতি
খ. পথে-ঘাটে
গ. হাঁড়ি পাতিল
ঘ. বর-কনে
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি বহুব্রীহি সমাসের উদারহণ
ক. তেমাথা
খ. মনগড়া
গ. চা-বিস্কুট
ঘ. হাতাহাতি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?
ক. পূর্বপদ
খ. উভয়পদ
গ. পরপদ
ঘ. মধ্যপদ
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি নিত্য সমাসের উদাহরণ?
ক. হাতে কলমে
খ. গায়ে হলুদ
গ. মাথায় ছাতা
ঘ. দর্শনমাত্র
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ঈষৎ রক্তিম = আরক্তিম -এখানে ‘আ’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অনিক্রমতা
খ. ঈষৎ
গ. সমগ্র
ঘ. বিরোধ
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
ক. বিমনা
খ. সজ্জন
গ. প্রভাত
ঘ. নির্বিঘ্ন
উত্তরঃ ক
প্রশ্নঃ যে সমাসে সমস্যমান পদের পরিবর্তে অন্যপদ প্রধান হয় তাকে কি বলে?
ক. দ্বন্দ্ব
খ. কর্মধারয়
গ. বহুব্রীহি
ঘ. তৎপুরুষ
উত্তরঃ গ
প্রশ্নঃ একঘরে কোন সমাস?
ক. বহুব্রীহি
খ. কর্মধারয়
গ. দ্বন্দ্ব
ঘ. তৎপুরুষ
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)