বাংলা ব্যাকরণ-১৩৭

প্রশ্নঃ সমাসবদ্ধ পদের পূর্ববর্তী পদকে কি বলে ?
ক. পূর্বপদ
খ. পরপদ
গ. বিষেশ্য পদ
ঘ. বিশেষণ পদ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অলৌকিক’ কোন সমাস?
ক. দ্বন্দ্ব
খ. কর্মধারয়
গ. নঞ তৎপুরুষ
ঘ. দ্বিগু
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘কানাকানি’ শব্দটি কোন সমাস?
ক. বহুব্রীহি
খ. কর্মধারয়
গ. দ্বিগু
ঘ. তৎপুরুষ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বিষবৃক্ষ’ কোন সমাস?
ক. কর্মধারয় সমাস
খ. তৎপুরুষ সমাস
গ. বহুব্রীহি সমাস
ঘ. অব্যয়ীভাব সমাস
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস?
ক. গুরুদেব
খ. মৌমাছি
গ. মহাজন
ঘ. কাঁচামিঠে
উত্তরঃ খ

প্রশ্নঃ নঞ বহুব্রীহি সমাসে সাধিত পদটি কোন পদ হয় ?
ক. বিশেষ্য পদ
খ. সর্বনাম পদ
গ. বিশেষণ পদ
ঘ. অব্যয় পদ
উত্তরঃ গ

প্রশ্নঃ তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রধান হয় ?
ক. পরপদের
খ. বিশেষণ পদের
গ. নাম পদের
ঘ. বিশেষ্য পদের
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘তুষারশুভ্র’ -এর ব্যাসবাক্য কি?
ক. তুষারের ন্যায় শুভ্র
খ. তুষার যেমন শুভ্র
গ. তুষার শুভ্রের ন্যায়
ঘ. শুভ্র তুষারের ন্যায়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘গা-ঢাকা’ কোন তৎপুরুষ সমাস?
ক. পঞ্চমী
খ. চতুর্থী
গ. তৃতীয়া
ঘ. দ্বিতীয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ “খবরবার্তা” কোন সমাস?
ক. বহুব্রীহি
খ. কর্মধারয়
গ. দ্বন্দ্ব
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ গ

প্রশ্নঃ সমাস নিষ্পন্ন পদটির নাম কি?
ক. অব্যয় পদ
খ. বিগ্রহ পদ
গ. সমস্যমান পদ
ঘ. সমস্ত পদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘তেপান্তর’ কোন সমাসের উদাহরণ?
ক. দ্বিগু
খ. অব্যয়ীভাব
গ. নিত্য সমাস
ঘ. বহুব্রীহি
উত্তরঃ ক

প্রশ্নঃ যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের বিলুপ্তি ঘটে তাকে কি বলা হয়?
ক. উপমান কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. রূপক কর্মধারয়
ঘ. মধ্যপদলোপী কর্মধারয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ “মিশকালো” এর সমাস নিচের কোনটি?
ক. উপমান কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. রূপক কর্মধারয়
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘জায়া ও পতি’ সমাস করলে কি হয়?
ক. স্বামী-স্ত্রী
খ. পতি-পত্নী
গ. দম্পতি
ঘ. জায়া-পতি
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
ক. চা-বিস্কুট
খ. মহাত্মা
গ. তেমাথা
ঘ. মনগড়া
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি দ্বন্দ্ব সমাস?
ক. মধুকণ্ঠি
খ. রাতকানা
গ. হাট-বাজার
ঘ. গোমড়ামুখো
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘রাজহাঁস’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?
ক. রাজার হাঁস
খ. হাঁসের রাজা
গ. হাঁসদের রাজা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক. অন্যায়
খ. অনাসক্ত
গ. আমরণ
ঘ. অহি নকুল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘হাভাতে’ কোন সমাস?
ক. প্রাদি
খ. অভ্যয়ীভাব
গ. উপপদ তৎপরুষ
ঘ. বহুব্রীহি
উত্তরঃ খ

প্রশ্নঃ অলুক বহুব্রীহি সমাসে সমস্ত পদটি কোন পদ হয় ?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. অব্যয়
ঘ. সর্বনাম
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘গরমিল’ -এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. মিলের অবাব
খ. অমিলের সদৃশ
গ. মিল ও অমিল
ঘ. অমিল রূপের ন্যায়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি অলুক দ্বন্দ্বের উদাহরণ?
ক. দম্পতি
খ. পথে-ঘাটে
গ. হাঁড়ি পাতিল
ঘ. বর-কনে
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি বহুব্রীহি সমাসের উদারহণ
ক. তেমাথা
খ. মনগড়া
গ. চা-বিস্কুট
ঘ. হাতাহাতি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?
ক. পূর্বপদ
খ. উভয়পদ
গ. পরপদ
ঘ. মধ্যপদ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি নিত্য সমাসের উদাহরণ?
ক. হাতে কলমে
খ. গায়ে হলুদ
গ. মাথায় ছাতা
ঘ. দর্শনমাত্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ঈষৎ রক্তিম = আরক্তিম -এখানে ‘আ’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অনিক্রমতা
খ. ঈষৎ
গ. সমগ্র
ঘ. বিরোধ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
ক. বিমনা
খ. সজ্জন
গ. প্রভাত
ঘ. নির্বিঘ্ন
উত্তরঃ ক

প্রশ্নঃ যে সমাসে সমস্যমান পদের পরিবর্তে অন্যপদ প্রধান হয় তাকে কি বলে?
ক. দ্বন্দ্ব
খ. কর্মধারয়
গ. বহুব্রীহি
ঘ. তৎপুরুষ
উত্তরঃ গ

প্রশ্নঃ একঘরে কোন সমাস?
ক. বহুব্রীহি
খ. কর্মধারয়
গ. দ্বন্দ্ব
ঘ. তৎপুরুষ
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!