বাংলা ব্যাকরণ-১১৮

প্রশ্নঃ মরিতে চাই না আমি সুন্দর ———–
ক. পৃথিবীতে
খ. ধরনে
গ. ভুবনে
ঘ. ধরাতলে
উত্তরঃ গ

প্রশ্নঃ মিষ্টি কথায় —- তুষ্ট।
ক. সবাই
খ. ভুবন
গ. অন্তর
ঘ. জগৎ
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ এক — শীত যায় না।
ক. কাপড়ে
খ. মাঘে
গ. কাঁথায়
ঘ. পৌষে
উত্তরঃ খ

প্রশ্নঃ —– না শুনে ধর্মের কাহিনী।
ক. ডাকাত
খ. চোরা
গ. চোরাই
ঘ. চোরে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিমেষ ————- ইচ্ছে করে বিরাট উল্লাসে।
ক. মোরে
খ. তরে
গ. একটু
ঘ. আমায়
উত্তরঃ খ

প্রশ্নঃ ঘর পোড়া —– সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়।
ক. ছাগল
খ. গরু
গ. ভেড়া
ঘ. ঘোড়া
উত্তরঃ খ

প্রশ্নঃ —— আমাদের জাতীয় ফুল।
ক. গোলাপ
খ. শাপলা
গ. জবা
ঘ. বেলী
উত্তরঃ খ

প্রশ্নঃ অতি দর্পে —– লংকা।
ক. গজন
খ. মাতপ
গ. হত
ঘ. শত
উত্তরঃ গ

প্রশ্নঃ ছেলের প্রত্যাগমনে মা যেন এবার হাতে —— পেয়েছেন।
ক. সোনা
খ. স্বর্গ
গ. ঈদ
ঘ. চাঁদ
উত্তরঃ খ

প্রশ্নঃ এ বিষয়ে তোমার বিদ্যা ক অক্ষর —-
ক. শূন্য
খ. বিহীন
গ. গো-মাংস
ঘ. মাত্র
উত্তরঃ গ

প্রশ্নঃ কভু আশীবিষে —- যারে।
ক. ধংসন
খ. দংশেনি
গ. মারেনি
ঘ. গুতোয়নি
উত্তরঃ খ

প্রশ্নঃ —— আমাদের জাতীয় পাখি।
ক. কাক
খ. দোয়েল
গ. কবুতর
ঘ. ঘুঘু
উত্তরঃ খ

প্রশ্নঃ পরিশ্রম সৌভাগ্যের ——–
ক. চাবিকাঠি
খ. মানদণ্ড
গ. প্রসূতি
ঘ. চাবি
উত্তরঃ গ

প্রশ্নঃ এক খুরে মাথা ——
ক. কামানো
খ. ছিলানো
গ. মুড়ানো
ঘ. ধরা
উত্তরঃ গ

প্রশ্নঃ বাঙালী —- জাতী।
ক. অনুন্নত
খ. উন্নত
গ. ভিন্ন
ঘ. শংকর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এ হৃদয়ের চেয়ে বড় কোন-কাবা নেই।
ক. মসজিদ
খ. গির্জা
গ. মন্দির
ঘ. প্যাগোডা
উত্তরঃ গ

প্রশ্নঃ এত কিছু দেখেও তোমার —– হলো না।
ক. জ্ঞান
খ. আক্কেল
গ. সচেতনতা
ঘ. প্রয়োজন
উত্তরঃ খ

প্রশ্নঃ —- হচ্ছে জ্ঞানের ফলশ্রুতি।
ক. শিক্ষা
খ. সত্য
গ. বিনয়
ঘ. অর্থ
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ একটি —– দেশ।
ক. উন্নত
খ. উন্নয়নশীল
গ. উন্নতশীল
ঘ. সুন্দর
উত্তরঃ খ

প্রশ্নঃ কপোল ভাসিয়া যায়—— জলে।
ক. নয়নের
খ. চোখের
গ. বৃষ্টির
ঘ. ঝর্ণার
উত্তরঃ ক

প্রশ্নঃ ———সেপ্টেম্বর নিরক্ষরতা দিবস?
ক. ৬
খ. ৮
গ. ৫
ঘ. ১০
উত্তরঃ খ

প্রশ্নঃ বানরের গলায় —- মালা।
ক. হিরের
খ. সোনার
গ. মুক্তার
ঘ. ফুলের
উত্তরঃ গ

প্রশ্নঃ গাড়িটা —– করে চলে গেল।
ক. ধাঁ ধাঁ
খ. সাঁ সাঁ
গ. হঠাৎ
ঘ. হু হু
উত্তরঃ খ

প্রশ্নঃ পাখির — মত চোখ তুলে নাটরের বনলতা সেন।
ক. নীড়ের
খ. বাসার
গ. পাখার
ঘ. চোখের
উত্তরঃ ক

প্রশ্নঃ আমি যদি হতাম বনহংস ——- হতে তুমি
ক. বনহাস
খ. বনের পাখি
গ. বনহংসী
ঘ. পাতিহাস
উত্তরঃ গ

প্রশ্নঃ কাননে কুসুম কলি —– ফুটিল।
ক. সবি
খ. সকলি
গ. সবে
ঘ. এক্ষুনি
উত্তরঃ খ

প্রশ্নঃ উপদেশ অপেক্ষা — ভালো।
ক. দৃষ্টান্ত
খ. পরামর্শ
গ. নির্দেশনা
ঘ. আদেশ
উত্তরঃ ক

প্রশ্নঃ সে আমার কলমটাকে —– করল।
ক. চক্ষুদান
খ. চক্ষুশুল
গ. তালকানা
ঘ. ছ’কড়া ন’কড়া
উত্তরঃ ক

প্রশ্নঃ তার সঙ্গে —– দেখা হয়।
ক. কালেভদ্রে
খ. সময় অসময়ে
গ. শীত-গ্রীষ্মে
ঘ. আটটা-নয়টায়
উত্তরঃ ক

প্রশ্নঃ তোমার —- বুঝতে বাকি নেই।
ক. দিব্যি
খ. কর্ম
গ. মতলব
ঘ. ইচ্ছা
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!