বাংলা ব্যাকরণ-১১১

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. চক্ষুস্মাণ
খ. চক্ষষ্মান
গ. চাক্ষুশ্মাণ
ঘ. চক্ষুস্মান
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?
ক. তাহার জীবন সংশয়পূর্ণ
খ. তাহার জীবন সংশয়ময়
গ. তাহার জীবন সংশয়াপূর্ণ
ঘ. তাহার জীবন সংশয়ভরা
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. শশীভূষণ
খ. শশিভূষণ
গ. শশীভূষন
ঘ. শশিভুসন
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ?
ক. ভূমিশাৎ
খ. ভূমিষাৎ
গ. ভূমিসাৎ
ঘ. বুমিষাৎ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. আসক্তি
খ. আশক্তি
গ. আসত্তি
ঘ. আষক্তি
উত্তরঃ ক

প্রশ্নঃ সঠিক বানান কোনটি?
ক. কূসংস্কার
খ. কুসংকার
গ. কুসংষ্কার
ঘ. কূশংষ্কার
ঙ.কুসংস্কার
উত্তরঃ ঙ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ?
ক. শাস্বত
খ. শাশ্বত
গ. শ্বাশত
ঘ. স্বাসত
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?
ক. তোমার গোপন ক্থা শোনা আমার পক্ষে সম্ভব না
খ. দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা
গ. সল্লজিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল
ঘ. সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিৎ
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. ব্যাকুল
খ. ব্যাকুল
গ. ব্যাকূল
ঘ. ব্যকূল
উত্তরঃ খ

প্রশ্নঃ শুদ্ধ বাক্য কোনটি?
ক. তুমি, সে ও আমি কাল বইমেলায় যাব
খ. আমি, তুমি ও সে কাল বইমেলায় যাব
গ. সে, তুমি ও আমি কাল বইমেলায় যাব
ঘ. তুমি, আমি ও সে কাল বইমেলায় যাব
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. জগদ্বন্ধু
খ. জগবন্ধু
গ. জগবন্দু
ঘ. জগদ্বন্দু
উত্তরঃ খ

প্রশ্নঃ সঠিক বানান কোনটি?
ক. ভিবাদী
খ. বিভাদী
গ. বিবাদী
ঘ. কোনটাই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ আমি- প্রার্থনা করি ।শূন্যস্থানে বসবে-
ক. কায়ামনো বাক্যে
খ. কায়মনোবাক্যে
গ. কায়ামন বাক্যে
ঘ. কায়মন বাক্যে
উত্তরঃ খ

প্রশ্নঃ শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন।
ক. আমি চাক্ষুস প্রত্যক্ষ করেছি
খ. তিনি স্বস্ত্রীক এসেছেন
গ. তিনি সাক্ষ্য দেবেন না
ঘ. তার কথায় মাধুর্যতা নেই
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?
ক. মাতৃবিয়োগে তিনি শোকানলে দগ্ধ
খ. মাতৃবিয়োগে তিনি শোকানলে মগ্ন
গ. মাতা বিয়োগে তিনি সোকানলে দগ্ধ
ঘ. মাতৃবীয়োগে তিনি শোকানলে দগ্ধীভূত
উত্তরঃ ক

প্রশ্নঃ শুদ্ধ বানান কোনটি?
ক. সহপাঠিনী
খ. সহপাঠিনি
গ. সহপাঠীনী
ঘ. সহপাঠীনি
উত্তরঃ ক

প্রশ্নঃ নিম্নোক্ত শব্দসমূহের মধ্যে শুদ্ধ শব্দটি চিহ্নিত করুন?
ক. বীণাপাণি
খ. মূঢ়
গ. চরিত্র
ঘ. প্রত্যুষ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন শব্দটি সঠিক ?
ক. স্থয়ীত্ব
খ. স্থায়িত্ব
গ. স্থায়িত্ত
ঘ. স্থায়ীত্ব
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. স্ফুরন
খ. স্ফুরণ
গ. স্ফূরন
ঘ. স্ফুরণী
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ?
ক. সৌজন্নতা
খ. সৌজন্যতা
গ. সৌজন্ন
ঘ. সৌজন্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. প্রজ্বল
খ. প্রোজ্জল
গ. প্রোজ্বল
ঘ. প্রোজ্জ্বল
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. ভবিষ্যৎবাণী
খ. ভবিষ্যদ্বাণী
গ. ভবিষ্যৎবানী
ঘ. ভবিষ্যতবাণী
উত্তরঃ ক

প্রশ্নঃ শুদ্ধ বাক্যটি দেখান-
ক. তুমি কি আজ যাবে?
খ. তুমি কি আজ যাবে?
গ. তুমি কী অদ্য যাবে?
ঘ. তুমি কী আজ যাইবে?
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. আষাঢ়
খ. দারিদ্র
গ. শ্বশান
ঘ. বিশেষন
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?
ক. সবিনয়পূর্বক নিবেদন
খ. বিনয়পূর্বক নিবেদন
গ. সবিনয় নিবেদন
ঘ. সবিনয়ের সঙ্গে নিবেদন
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
ক. নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব
খ. অনূর্বর, ঊর্ধ্বগামী, শুদ্ধ্যশুদ্ধি
গ. ভূরিভূরি, ভূঁড়িওয়ালা, মাতৃস্বসা
ঘ. রানি, বিকিরণ, দুরতিক্রম্য
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. আমাবশ্যা
খ. অমাবস্যা
গ. অমাবশ্যা
ঘ. অমাবষ্যা
উত্তরঃ খ

প্রশ্নঃ ব্যাকরণগত দিক থেকে কোন শব্দটি সঠিক?
ক. সঞ্চিতা
খ. সঞ্চয়িতা
গ. সঞ্চয়নিতা
ঘ. সনিতা
উত্তরঃ ক

প্রশ্নঃ নির্ভুল বানান কোনটি?
ক. শ্রদ্ধাস্পদেষু
খ. শ্রদ্ধাস্পদেষূ
গ. শ্রদ্ধাস্পদাষু
ঘ. শ্রদ্ধাস্পদাসু
উত্তরঃ ক

প্রশ্নঃ বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর- বাক্যে ‘বিদ্যান’ ও ‘শ্রেষ্ঠতর’ পদদুটির শুদ্ধরূপ কি?
ক. বিদ্যান, শ্রেষ্টতর
খ. বিদ্যান, শ্রেষ্ঠ
গ. বিদ্বান, শ্রেষ্ঠ
ঘ. বিদ্বান, শ্রেষ্ঠতর
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!