বাংলা ব্যাকরণ-১০৬

প্রশ্নঃ ‘বেটাইম’ শব্দটি গঠিত হয়েছে—
ক. ফারসি ও ইংরেজি শব্দে
খ. ফরাসি ও ইংরেজি শব্দে
গ. ফারসি ও ফরাসি শব্দে
ঘ. ফারসি ও হিন্দি শব্দে
উত্তরঃ ক

প্রশ্নঃ দেশী শব্দ কোনটি?
ক. চাঁদ
খ. ডাব
গ. ঈদ
ঘ. চশমা
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ নিচের কোনগুলো ওলন্দাজ শব্দ?
ক. আনারস, আলপিন
খ. গীর্জা, পাদ্রী
গ. রুইতন, হরতন
ঘ. স্কুল, ইউনিভার্সিটি
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন গুলো গুজরাটি শব্দ?
ক. রিকসা, হারিকিরি
খ. ফুঙ্গি, লুঙ্গি
গ. চাকর, দারোগ
ঘ. খদ্দর, হরতাল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয় ?
ক. ষ ও স
খ. শ ও হ
গ. প ও ম
ঘ. য ও ব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা বর্ণমালায় প্রকৃত ব্যঞ্জন রয়েছে ?
ক. ৩৯ টি
খ. ৩২ টি
গ. ৪৮ টি
ঘ. ৩৫ টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি ‘যৌগরূঢ়’ শব্দ?
ক. দৌহিত্র
খ. মহাযাত্রা
গ. পাঞ্জাবি
ঘ. তৈল
উত্তরঃ খ

প্রশ্নঃ মৌলিক শব্দ কোনটি?
ক. গোলাপ
খ. শীতল
গ. নেয়ে
ঘ. গৌরব
উত্তরঃ ক

প্রশ্নঃ যে শব্দ বিশ্লেষণ করলে একাধিক মৌলিক বা সাধিত শব্দ পাওয়া যায়, তাকে কি বলে ?
ক. উপসর্গ – নিস্পন্ন শব্দ
খ. প্রত্যয় – নিস্পন্ন শব্দ
গ. সমাস – নিস্পন্ন শব্দ
ঘ. মৌলিক শব্দ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি দেশী শব্দ –
ক. গিন্নি
খ. কৃপণ
গ. টোপর
ঘ. মাথা
উত্তরঃ গ

প্রশ্নঃ তৎসম শব্দ বলতে কি বুঝায়?
ক. তদ্ভভ শব্দ
খ. দ্বিরুক্ত শব্দ
গ. সংস্কৃত শব্দ
ঘ. কৃদন্ত শব্দ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘রিকসা’ কোন ভাষার শব্দ?
ক. বাংলা
খ. ইংরেজি
গ. জাপানি
ঘ. হিন্দি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘অম্লজান’ শব্দটি কোন শব্দের পরিভাষা?
ক. নাইট্রোজেন
খ. অক্সিজেন
গ. হাইড্রোজেন
ঘ. সালফিউরিক এসিড
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনগুলো তৎসম শব্দের উদাহরণ?
ক. গিন্নী, বোষ্ট, ছেরাদ্দ
খ. চন্দ্র, সূর্য, নক্ষত্র
গ. কুলা, গঞ্জ, চোঙ্গা
ঘ. ডাক, ঢেঁকি, কুড়ি
উত্তরঃ খ

শব্দের বিশিষ্ট প্রয়োগ:

প্রশ্নঃ ‘শাকে দিনু কানাসোঁআ পানি’- কানাসোঁআ শব্দের অর্থ-
ক. কানছোঁয়া
খ. কান পর্যন্ত
গ. কানায় কানায় পরিপূর্ণ
ঘ. কানে শোনা
উত্তরঃ গ

প্রশ্নঃ দেশের জন্য প্রয়োজনে আমরা জীবন দিব। -এখানে ‘দিব’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. মঞ্জুর করা
খ. প্রদান করা
গ. নষ্ট করা
ঘ. উৎসর্গ করা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোন শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. মাথা ব্যাথা
খ. মাথা ঘামান
গ. মাথা ধরা
ঘ. মাথা কাটা
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?
ক. তিনিই সমাজের মাথা
খ. মাথা খাটিয়ে কাজ করবে
গ. মাথা নেই তার মাথা ব্যাথা
ঘ. লজ্জায় আমার মাথা কাটা গেল
উত্তরঃ খ

প্রশ্নঃ সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে’- বাক্যে ‘উঠে’ শব্দের অর্থ-
ক. ভেঙে পড়া
খ. বন্ধ হওয়া
গ. স্থানান্তরিক হওয়া
ঘ. উন্নতি করা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছ’ –এ বাক্যে ‘মুখ’ কি অর্থ ব্যবহৃত হয়েছে?
ক. প্রত্যঙ্গ বিশেষ
খ. সুনাম
গ. মূল্য
ঘ. সম্মান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ছেলেটিকে চোখে চোখে রেখো’ – এখানে ‘চোখে চোখে’ কোন অর্থ প্রকাশ করছে?
ক. সন্দেহ অর্থে
খ. সততা অর্থে
গ. সতর্কতা অর্থে
ঘ. সাধারণ অর্থে
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বাক্যে ‘পাতা’ শব্দটি ‘স্থাপন’ অর্থে ব্যবহৃত?
ক. মেঝেতে বিছানা পাত
খ. তার মাথা পাতবার ঠাঁই নেই
গ. হাঁড়িতে দই পাতি
ঘ. কান পেতে আমার কথা শোন
উত্তরঃ গ

প্রশ্নঃ “সে তোমার মাথা খেয়েছে।” এ বাক্যে খাওয়ার অর্থ কি?
ক. মস্তক কামড়ে খাওয়া
খ. সর্বনাশ করা
গ. পাগলামি করা
ঘ. মাথায় আঘাত করা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘এত অল্প টাকায় মাস চলবে না’ – এই ‘চলা’ কোন অর্থ প্রকাশ করছে?
ক. সংকুলান হওয়া
খ. প্রচলিত হওয়া
গ. অবলম্বন করা
ঘ. সময় দেয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মাথা খাও, ভুলিওনা খেয়ো মনে করে’- ‘মাথা খাও’ বলতে-
ক. মাথা খাওয়া
খ. মাথা ধরা
গ. মাথার দিব্যি
ঘ. মাথা ব্যাথা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ছাত্রটি অংকে বেশ পাকা’ -এখানে ‘পাকা’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অভিজ্ঞ
খ. বিশেষজ্ঞ
গ. খাঁটি
ঘ. পুরাপুরি
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বাক্যে ‘বড়’ শব্দটি ‘ধনী’ অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. সেলিম সাহেব একজন বড়লোক
খ. সেলিম সাহেব বড় ঘরে বিয়ে করেছেন
গ. সেলিম সাহেব বড় মনের অধিকারী
ঘ. সেলিম সাহেব বড় ভাল মানুষ
উত্তরঃ ক

প্রশ্নঃ এ ব্যাপারে আমার কোন হাত নেই – এ বাক্যে ‘হাত’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. সহায়
খ. হস্তান্তর
গ. প্রভাব
ঘ. হস্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ঐ চাকরীর আশা ছেড়েছি”-কোন অর্থ প্রকাশ পায়?
ক. মুক্ত করা
খ. ত্যাগ করা
গ. বিরাগ
ঘ. হতাশা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘কোন বাক্যে ‘কাটা’ শব্দটি বিপদমুক্ত হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. বইটি বাজারে বেশ কাটছে
খ. যাক বিপদ কেটে গেছে
গ. সময় আর কাটছে না
ঘ. মেঘ কেটে গেছে
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!