প্রশ্নঃ নিচের কোন শব্দটি তদ্ভব?
ক. হাত
খ. গতর
গ. নিমন্ত্রণ
ঘ. নেংটি
উত্তরঃ ক
প্রশ্নঃ ফিরিঙ্গি ও বুর্জোয়া কোন শব্দ?
ক. হিন্দি
খ. ওলন্দাজ
গ. ইতালীয়
ঘ. ফরাসি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোনটি মৌলিক শব্দ ?
ক. ঢালাই
খ. ঢাকা
গ. বাঁশি
ঘ. সুপ্রভাত
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা ভাষায় কোন প্রকার শব্দ বিচার বিশ্লেষণ সাপেক্ষ নয় ?
ক. যৌগিক শব্দ
খ. সাধিত শব্দ
গ. মৌলিক শব্দ
ঘ. প্রত্যয় সাধিত শব্দ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘রূঢ়ি’ শব্দ কোন গুলো?
ক. প্রবীণ, বাঁশি
খ. গায়ক, কর্তব্য
গ. মহাযাত্রা, জলধি
ঘ. গোলাপ, কমল
উত্তরঃ ক
প্রশ্নঃ অর্থ অনুসারে শব্দ কয় প্রকার?
ক. ৪ প্রকার
খ. ২ প্রকার
গ. ৫ প্রকার
ঘ. ৩ প্রকার
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোনগুলো দেশী শব্দের উদাহরণ?
ক. টোপর, ঢেঁকি
খ. জ্যোৎস্না, ছেরাদ্দ
গ. চা, চিনি
ঘ. খদ্দর, হরতাল
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘সনেট’ শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন?
ক. জার্মানি
খ. ইংরেজি
গ. ইটালিয়ান
ঘ. ফ্রেঞ্চ
উত্তরঃ গ
প্রশ্নঃ ভাষার ইতিহাস সংক্রান্ত বিষয়াবলী আলোচিত হয় –
ক. প্রথাগত ব্যাকরণে
খ. তুলনামূলক ব্যাকরণে
গ. ঐতিহাসিক ব্যাকরণে
ঘ. কালানুক্রমিক ব্যাকরণে
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘পাউরুটি’ কোন ভাষার শব্দ?
ক. পর্তুগীজ
খ. ওলন্দাজ
গ. হিন্দি
ঘ. ফারসি
উত্তরঃ ক
প্রশ্নঃ যে শব্দ বিশ্লেষণ করলে একাধিক মৌলিক বা সাধিত শব্দ পাওয়া যায়, তাকে কি বলে ?
ক. মৌলিক শব্দ
খ. প্রত্যয় নিস্পন্ন শব্দ
গ. বিভক্তিযুক্ত শব্দ
ঘ. সমাস নিস্পন্ন শব্দ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সমাসনিষ্পন্ন যে সকল শব্দ সমস্যমান পদসমূহের অর্থের অনুগামী না হয়ে বিশিষ্ট অর্থ প্রকাশ করলে তাকে বলে-
ক. মৌলিক শব্দ
খ. সমাস সাধিত শব্দ
গ. প্রত্যয় সাদিত শব্দ
ঘ. রূঢ়ি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘গৃহিণী’ কোন ধরনের শব্দ?
ক. দেশি
খ. তদ্ভব
গ. অর্ধ-তৎসম
ঘ. তৎসম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘প্রত্যয়’ সাধিত শব্দ কোনটি?
ক. সুশ্রী
খ. সফল
গ. জেলে
ঘ. মহাত্মা
উত্তরঃ গ
প্রশ্নঃ শব্দ বা পদের গঠন-প্রকৃতি বিশ্লেষিত হয় –
ক. রূপতত্ত্বে
খ. বাক্যতত্ত্বে
গ. শব্দতত্ত্বে
ঘ. ধ্বনিতত্ত্বে
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের কোনটি মৌলিক শব্দ?
ক. হাত
খ. ফুল
গ. গোলাপ
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘বাবুর্চি’ কোন ভাষার শব্দ?
ক. আরবি
খ. ফারসি
গ. তুর্কি
ঘ. উর্দু
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা ভাষার শব্দসম্ভারে বিদেশী শব্দ কত ভাগ এসেছে?
ক. ৫%
খ. ৮%
গ. ১০%
ঘ. ১২%
উত্তরঃ খ
প্রশ্নঃ ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে বলা হয় ?
ক. উষ্মধ্বনি
খ. পরাশ্রয়ী ধ্বনি
গ. স্পর্শধ্বনি
ঘ. জিহ্বামূলীয় ধ্বনি
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘রূঢ়ি’ শব্দ হিসেবে ‘হাতি’-এর ব্যুৎপত্তিগত অর্থ কি?
ক. একটি বিশেষ পশু
খ. হস্তী
গ. হাত আছে যার
ঘ. শুঁড় বিশিষ্ট প্রাণী
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘জোছনা’ কোন শ্রেণীর শব্দ?
ক. যৌগিক
খ. তৎসম
গ. দেশী
ঘ. অর্ধ-তৎসম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘চকলেট’ কোন দেশের ভাষার শব্দ?
ক. অস্ট্রেলিয়ান
খ. ইংরেজি
গ. জার্মান
ঘ. মেক্সিকান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা ভাষার ব্যবহৃত ‘লেবু’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক. ফরাসি
খ. আরবি
গ. হিন্দি
ঘ. ফারসি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘কাষ্ঠ’ এর প্রাকৃত রূপ কোনটি?
ক. কট্ঠ
খ. কষ্ট
গ. কাঠ
ঘ. কাত্থ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘আদালত’ কোন ভাষার শব্দ?
ক. হিন্দি
খ. ওলন্দাজ
গ. আরবি
ঘ. উর্দু
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘আনারস’ কোন ভাষার শব্দ?
ক. পর্তুগীজ
খ. চীনা
গ. ফরাসী
ঘ. ফারসি
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের কোনটি আরবি শব্দ?
ক. নামাজ
খ. রোযা
গ. খোদা
ঘ. হজ্জ্ব
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘নামাষ’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. আরবী
খ. ফারসি
গ. তুর্কী
ঘ. সিন্ধী
উত্তরঃ খ
প্রশ্নঃ যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, তাকে বলা হয় ?
ক. স্বরবর্ণ
খ. ব্যঞ্জনবর্ণ
গ. কন্ঠধ্বনি
ঘ. স্বরধ্বনি
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ‘ঐ’ ধ্বনি সৃষ্টি হয় ?
ক. অ
ঈ
খ. এ
ই
গ. অ
ই
ঘ. ও
ঈ
উত্তরঃ গ
প্রশ্নঃ ক ধ্বনিকে ‘ক’ অক্ষর বলতে চাইলে তার সাথে কি যোগ করতে হয় ?
ক. স্বরধ্বনি
খ. হসচিহ্ন
গ. অ-ধ্বনি
ঘ. আ-ধ্বনি
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)