বাংলা ব্যাকরণ-১০১

প্রশ্নঃ গঠনভেদে শব্দ কয় প্রকার ?
ক. ৫ প্রকার
খ. ৪ প্রকার
গ. ৩ প্রকার
ঘ. ২ প্রকার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘তৎসম’ কোন ধরনের শব্দ?
ক. সংস্কৃত শব্দ
খ. পারিভাষিক শব্দ
গ. হিন্দি শব্দ
ঘ. আঞ্চলিক শব্দ
উত্তরঃ খ

প্রশ্নঃ অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কি শব্দ বলে?
ক. দেশী
খ. বিদেশী
গ. তৎসম
ঘ. বাংলা
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘চানাচুর’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
ক. আরবি
খ. চীনা
গ. হিন্দি
ঘ. উর্দু
উত্তরঃ গ

প্রশ্নঃ আনারস, আলকাতরা, কেরানী, আলমারী, চাবি এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে?
ক. ওলন্দাজ
খ. পর্তুগিজ
গ. তুর্কি
ঘ. ফরাসি
উত্তরঃ খ

প্রশ্নঃ স্বরবর্ণ সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলা হয় ?
ক. ফলা
খ. কার
গ. যুক্তবর্ণ
ঘ. মাত্রা
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন শব্দটি ফারসি?
ক. মুসাফির
খ. তকদির
গ. পেরেশান
ঘ. মজলুম
উত্তরঃ গ

প্রশ্নঃ চন্দ্র শব্দের তদ্ভব রূপ-
ক. চন্দ
খ. চাঁদ
গ. চান্দ্র
ঘ. চন্দ্রিমা
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি অর্ধতৎসম শব্দ?
ক. কুচ্ছিত
খ. ভবন
গ. পাত্র
ঘ. গৃহিণী
উত্তরঃ ক

প্রশ্নঃ তৎসম শব্দ কোনটি?
ক. হস্ত
খ. চেয়ার
গ. আনারস
ঘ. টেবিল
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘জলধি’ কোন শব্দ?
ক. যোগরূঢ়
খ. রূঢ়ি
গ. মৌলিক
ঘ. যৌগিক
উত্তরঃ ক

প্রশ্নঃ বিদেশী শব্দ কোনটি?
ক. হাত
খ. ডাগর
গ. হায়াত
ঘ. নাগর
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি উপসর্গ নিস্পন্ন শব্দ ?
ক. ডুবুরী
খ. অভিমান
গ. রাখাল
ঘ. মাতাপিতা
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনগুলো তদ্ভব শব্দ?
ক. আকাশ, বাতাস, চাঁদ
খ. আধ, মাছ, তামা
গ. ডাক, বুক, পেট
ঘ. লুঙ্গি, লিচু, পাতা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মহাযাত্রা’ যখন ‘মৃত্যু’-তখন কি অর্থে ব্যবহৃত হয়?
ক. যোগরূঢ়
খ. যৌগিক
গ. রূঢ়
ঘ. রূঢ়ি
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যবহৃত ‘টুপি’ শব্দটি কোন দেশীয়?
ক. ফরাসি
খ. ফারসি
গ. পর্তুগিজ
ঘ. হিন্দি
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন শব্দটি ফরাসি ভাষা থেকে বাংলা ভাষায় গৃহীত হয়েছে?
ক. সাথী
খ. লাইব্রেরী
গ. প্রোগ্রাম
ঘ. নিলাম
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ
ক. হিন্দি
খ. উর্দু
গ. পর্তুগিজ
ঘ. গ্রিস
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘তারিখ’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. আরবি
খ. ফারসি
গ. ফরাসি
ঘ. গুজরাটি
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি তালব্য বর্ণ গুচ্ছ ?
ক. ক, খ, গ, ঘ, ঙ
খ. ট, ঠ, ড, ঢ়, ণ
গ. ত, থ, দ, ধ, ন
ঘ. চ,ছ,জ,ঝ,ঞ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘শাকসবজি’ শব্দটি নিম্নের কোন্ দুইয়ের মিলন?
ক. তৎসম
ফারসি
খ. তদ্ভব
ফারসি
গ. পর্তুগীজ
আরবি
ঘ. কোনটি না
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন গুলো পর্তুগীজ শব্দ?
ক. আলমারী
খ. চাহিদা, শিখ
গ. চা, চিনি
ঘ. কুপন, ডিপো
উত্তরঃ ক

প্রশ্নঃ পুর্তগীজ ভাষার শব্দ নয় কোনটি?
ক. আনারস
খ. আলমারি
গ. গুদাম
ঘ. চাহিদা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি মৌলিক শব্দ?
ক. ঢাকাই
খ. ঢাকা
গ. বাঁশী
ঘ. প্রভাত
উত্তরঃ খ

প্রশ্নঃ নিম্নের কোনটি তৎসম শব্দ?
ক. দধি
খ. মুড়ি
গ. আম
ঘ. কলম
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটি বর্ণ কি কি ?
ক. অ

খ. অ

গ. ঐ

ঘ. ই

উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি সাধিত শব্দ?
ক. দেশ
খ. ভাই
গ. ফুল
ঘ. পরাজয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘লুঙ্গি’ কোন ভাষার শব্দ?
ক. হিন্দি
খ. তুর্কী
গ. আরবি
ঘ. বর্মী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘হরতাল’ শব্দটি কোন ভাষার?
ক. ওলন্দাজ
খ. তুর্কি
গ. হিন্দি
ঘ. গুজরাটি
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top