প্রশ্নঃ বিভক্তি চিহ্ন যুক্ত না হলে সেখানে কোন বিভক্তি আছে বলে মনে করা হয় ?
ক. প্রথমা
খ. শূন্য
গ. ষষ্ঠী
ঘ. ৭মী
উত্তরঃ খ
প্রশ্নঃ উচ্চারণ বৈশিষ্ট্যানুযায়ী স্পর্শ ব্যঞ্জনগুলোকে প্রথমত কোন দুভাগে ভাগ করা হয় ?
ক. অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি
খ. কন্ঠধ্বনি ও দন্ত্যধ্বনি
গ. ঘোষধ্বনি ও অঘোষধ্বনি
ঘ. ওষ্ঠ্যবর্ণ ও তালব্যবর্ণ
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা ভাষায় প্রচলিত বিদেশী শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কি বলে?
ক. মিশ্র শব্দ
খ. তদ্ভব শব্দ
গ. বিদেশী মিশ্র শব্দ
ঘ. পারিভাষিক শব্দ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায়-
ক. দুই ভাবে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন দুটো যোগরূঢ় শব্দ?
ক. প্রবীণ, হস্তী
খ. কর্তব্য, গায়ক
গ. মানব, জেলে
ঘ. রাজপুত, পঙ্কজ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ শব্দ যখন বিশিষ্ট অর্থ গ্রহণ করে তখন তাকে কি বলে?
ক. যৌগিক
খ. রূঢ়
গ. রূঢ়ি
ঘ. যোগরূঢ়
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত কয়ভাগে ভাগ করা হয় ?
ক. ৪ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৫ ভাগে
ঘ. ২ ভাগে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘সপ্তাহ’ কোন প্রকার সংখ্যাবাচক শব্দ ?
ক. অঙ্কবাচক
খ. ক্রম বা পূরণ বাচক
গ. পরিমাণ বা গণনাবাচক
ঘ. তারিখবাচক
উত্তরঃ গ
প্রশ্নঃ এক, দুই, তিন প্রভৃতি কোনধরনের সংখ্যা বাচক শব্দ ?
ক. অঙ্কবাচক
খ. পূরণবাচক
গ. গণনা বাচক
ঘ. তারিখ বাচক
উত্তরঃ গ
প্রশ্নঃ তৎসম শব্দ কোনটি?
ক. চন্দ্র
খ. চন্দর
গ. হাত
ঘ. আইন
উত্তরঃ ক
প্রশ্নঃ বাক্যের একক কি ?
ক. বিভক্তি
খ. ধ্বনি
গ. বর্ণ
ঘ. শব্দ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা ভাষার শব্দসম্ভারে দেশী শব্দের ব্যবহার শতকরা
ক. ২%
খ. ৪%
গ. ১০%
ঘ. ১২%
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন শব্দগুচ্ছে তৎসম তদ্ভব ও দেশী শব্দ রয়েছে?
ক. ধর্ম, ভবন, বোষ্টম, বদমাস
খ. পুত্র, চামার, টোপর, জ্যোছনা
গ. চুলা, কাঁচি, চর্মকার, মনুষ্য
ঘ. মহকুমা, কুচ্ছিত, নক্ষত্র, গিন্নি
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি দেশি শব্দ?
ক. ঢেঁকি
খ. কাগজ
গ. আনারস
ঘ. উকিল
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘উজবুক’ শব্দটি কোন ভাষা হতে বাংলা ভাষায় এসেছে?
ক. ফার্সি
খ. তুর্কি
গ. পর্তুগিজ
ঘ. আরবি
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন শব্দটি ফরাসি?
ক. চিনি
খ. রেস্তোরাঁ
গ. রিকশা
ঘ. হরতন
উত্তরঃ খ
প্রশ্নঃ মৌলিক শব্দ ব্যতীত সব শব্দকেই সাধারণত কি বলা হয় ?
ক. প্রাতিপাদক
খ. প্রকৃতি
গ. ক্রিয়া
ঘ. সাধিত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন বর্ণের ওপরে রেখা বা কষি দেওয়াকে বলা হয় –
ক. হসন্ত
খ. ফলা
গ. কার
ঘ. মাত্রা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘সন্দেশ’ শব্দের বুৎপত্তি অর্থ কি ?
ক. মিষ্টান্ন বিশেষ
খ. সংবাদ
গ. চকলেট
ঘ. মিষ্টি
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোন শব্দটি তদ্ভব?
ক. অলাবু
খ. ভিটা
গ. ফল
ঘ. নদী
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রথম , দশম, বিংশ প্রভৃতি কোন ধরনের সংখ্যাবাচক শব্দের উদাহরণ ?
ক. অঙ্ক বাচক
খ. পূরণবাচক
গ. গণনা বাচক
ঘ. তারিখ বাচক
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ম্যালেরিয়া’ কোন ভাষার শব্দ?
ক. মেক্সিকো
খ. ইটালি
গ. জার্মান
ঘ. ইংরেজি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ জাপানি শব্দের উদাহরণ কোনগুলো?
ক. রিকসা, হারিকেন
খ. হরতন, রুইতন
গ. চাকু, চাকর
ঘ. কোনটিই না
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি দেশী শব্দের উদাহরণ?
ক. কুড়ি
খ. হাত
গ. মনুষ্য
ঘ. শ্রাদ্ধ
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি বিদেশী ও তদ্ভব শব্দ যোগে গঠিত?
ক. হেডপণ্ডিত
খ. হেডমিস্ত্রী
গ. পুলিশ সাহেব
ঘ. হাফ আছড়াই
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের শব্দগুলোর মধ্যে কোনটি জাপানি শব্দ?
ক. চা
খ. চিনি
গ. রিক্সা
ঘ. আলমারী
উত্তরঃ গ
প্রশ্নঃ মুৎসুদ্দি, নকল, দালাল, মুনাফা, লোকসান, এলাকা কোন ধরনের শব্দ–
ক. পর্তুগিজ
খ. আরবি
গ. ফার্সি
ঘ. ফরাসি
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ এসছে-
ক. আরবি থেকে
খ. হিন্দি থেকে
গ. উর্দু থেকে
ঘ. ফার্সি থেকে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ রেস্তোরাঁ কোন ভাষার শব্দ?
ক. ওলন্দাজ
খ. জাপানি
গ. ফারসি
ঘ. ইংরেজি
উত্তরঃ গ
প্রশ্নঃ যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলে?
ক. তৎসম শব্দ
খ. অর্ধতৎসম শব্দ
গ. দেশী শব্দ
ঘ. বিদেশী শব্দ
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)