বাংলা ব্যাকরণ-১০০

প্রশ্নঃ বিভক্তি চিহ্ন যুক্ত না হলে সেখানে কোন বিভক্তি আছে বলে মনে করা হয় ?
ক. প্রথমা
খ. শূন্য
গ. ষষ্ঠী
ঘ. ৭মী
উত্তরঃ খ

প্রশ্নঃ উচ্চারণ বৈশিষ্ট্যানুযায়ী স্পর্শ ব্যঞ্জনগুলোকে প্রথমত কোন দুভাগে ভাগ করা হয় ?
ক. অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি
খ. কন্ঠধ্বনি ও দন্ত্যধ্বনি
গ. ঘোষধ্বনি ও অঘোষধ্বনি
ঘ. ওষ্ঠ্যবর্ণ ও তালব্যবর্ণ
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলা ভাষায় প্রচলিত বিদেশী শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কি বলে?
ক. মিশ্র শব্দ
খ. তদ্ভব শব্দ
গ. বিদেশী মিশ্র শব্দ
ঘ. পারিভাষিক শব্দ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায়-
ক. দুই ভাবে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন দুটো যোগরূঢ় শব্দ?
ক. প্রবীণ, হস্তী
খ. কর্তব্য, গায়ক
গ. মানব, জেলে
ঘ. রাজপুত, পঙ্কজ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শব্দ যখন বিশিষ্ট অর্থ গ্রহণ করে তখন তাকে কি বলে?
ক. যৌগিক
খ. রূঢ়
গ. রূঢ়ি
ঘ. যোগরূঢ়
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত কয়ভাগে ভাগ করা হয় ?
ক. ৪ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৫ ভাগে
ঘ. ২ ভাগে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সপ্তাহ’ কোন প্রকার সংখ্যাবাচক শব্দ ?
ক. অঙ্কবাচক
খ. ক্রম বা পূরণ বাচক
গ. পরিমাণ বা গণনাবাচক
ঘ. তারিখবাচক
উত্তরঃ গ

প্রশ্নঃ এক, দুই, তিন প্রভৃতি কোনধরনের সংখ্যা বাচক শব্দ ?
ক. অঙ্কবাচক
খ. পূরণবাচক
গ. গণনা বাচক
ঘ. তারিখ বাচক
উত্তরঃ গ

প্রশ্নঃ তৎসম শব্দ কোনটি?
ক. চন্দ্র
খ. চন্দর
গ. হাত
ঘ. আইন
উত্তরঃ ক

প্রশ্নঃ বাক্যের একক কি ?
ক. বিভক্তি
খ. ধ্বনি
গ. বর্ণ
ঘ. শব্দ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা ভাষার শব্দসম্ভারে দেশী শব্দের ব্যবহার শতকরা
ক. ২%
খ. ৪%
গ. ১০%
ঘ. ১২%
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন শব্দগুচ্ছে তৎসম তদ্ভব ও দেশী শব্দ রয়েছে?
ক. ধর্ম, ভবন, বোষ্টম, বদমাস
খ. পুত্র, চামার, টোপর, জ্যোছনা
গ. চুলা, কাঁচি, চর্মকার, মনুষ্য
ঘ. মহকুমা, কুচ্ছিত, নক্ষত্র, গিন্নি
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি দেশি শব্দ?
ক. ঢেঁকি
খ. কাগজ
গ. আনারস
ঘ. উকিল
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘উজবুক’ শব্দটি কোন ভাষা হতে বাংলা ভাষায় এসেছে?
ক. ফার্সি
খ. তুর্কি
গ. পর্তুগিজ
ঘ. আরবি
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন শব্দটি ফরাসি?
ক. চিনি
খ. রেস্তোরাঁ
গ. রিকশা
ঘ. হরতন
উত্তরঃ খ

প্রশ্নঃ মৌলিক শব্দ ব্যতীত সব শব্দকেই সাধারণত কি বলা হয় ?
ক. প্রাতিপাদক
খ. প্রকৃতি
গ. ক্রিয়া
ঘ. সাধিত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বর্ণের ওপরে রেখা বা কষি দেওয়াকে বলা হয় –
ক. হসন্ত
খ. ফলা
গ. কার
ঘ. মাত্রা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সন্দেশ’ শব্দের বুৎপত্তি অর্থ কি ?
ক. মিষ্টান্ন বিশেষ
খ. সংবাদ
গ. চকলেট
ঘ. মিষ্টি
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন শব্দটি তদ্ভব?
ক. অলাবু
খ. ভিটা
গ. ফল
ঘ. নদী
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রথম , দশম, বিংশ প্রভৃতি কোন ধরনের সংখ্যাবাচক শব্দের উদাহরণ ?
ক. অঙ্ক বাচক
খ. পূরণবাচক
গ. গণনা বাচক
ঘ. তারিখ বাচক
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ম্যালেরিয়া’ কোন ভাষার শব্দ?
ক. মেক্সিকো
খ. ইটালি
গ. জার্মান
ঘ. ইংরেজি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জাপানি শব্দের উদাহরণ কোনগুলো?
ক. রিকসা, হারিকেন
খ. হরতন, রুইতন
গ. চাকু, চাকর
ঘ. কোনটিই না
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি দেশী শব্দের উদাহরণ?
ক. কুড়ি
খ. হাত
গ. মনুষ্য
ঘ. শ্রাদ্ধ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি বিদেশী ও তদ্ভব শব্দ যোগে গঠিত?
ক. হেডপণ্ডিত
খ. হেডমিস্ত্রী
গ. পুলিশ সাহেব
ঘ. হাফ আছড়াই
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের শব্দগুলোর মধ্যে কোনটি জাপানি শব্দ?
ক. চা
খ. চিনি
গ. রিক্সা
ঘ. আলমারী
উত্তরঃ গ

প্রশ্নঃ মুৎসুদ্দি, নকল, দালাল, মুনাফা, লোকসান, এলাকা কোন ধরনের শব্দ–
ক. পর্তুগিজ
খ. আরবি
গ. ফার্সি
ঘ. ফরাসি
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ এসছে-
ক. আরবি থেকে
খ. হিন্দি থেকে
গ. উর্দু থেকে
ঘ. ফার্সি থেকে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রেস্তোরাঁ কোন ভাষার শব্দ?
ক. ওলন্দাজ
খ. জাপানি
গ. ফারসি
ঘ. ইংরেজি
উত্তরঃ গ

প্রশ্নঃ যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলে?
ক. তৎসম শব্দ
খ. অর্ধতৎসম শব্দ
গ. দেশী শব্দ
ঘ. বিদেশী শব্দ
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!