প্রশ্নঃ ‘ডালে ডালে কুসুম ভার’ -এখানে ‘ভার’ কোন অর্থ প্রকাশ করেছে ?
ক. বোঝা
খ. সমূহ
গ. গুরুত্ব
ঘ. বিবাদ
উত্তরঃ খ
প্রশ্নঃ কর্মভোগ এড়ানো যায় না – এখানে ‘কর্ম’ কোন অর্থ প্রকাশ করেছে ?
ক. পেশা
খ. অনুষ্ঠান
গ. কৃতকর্ম
ঘ. কর্তব্য
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সাহস’ কোন শব্দ দিয়ে বুঝানো হয়েছে ?
ক. বুক বাঁধা
খ. বুক ফাটা
গ. বুকের পাটা
ঘ. বুক পাতা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সন্তুষ্ট হওয়া’ কোন শব্দ দ্বারা বুঝানো হয়েছে ?
ক. মন উঠা
খ. মনের মিল
গ. মন পাওয়া
ঘ. মন লাগা
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন বাক্যে মাথা ‘বৃদ্ধি’ অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. তিনি সমাজের মাথা
খ. মাথা খাটিয়ে কাজ করবে
গ. লজ্জায় মাথা গেল
ঘ. মাথা নেই তার মাথা ব্যথা
উত্তরঃ খ
প্রশ্নঃ মুখ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয় না ?
ক. সহায়ক
খ. ভাষা
গ. মর্যাদা
ঘ. দিক
উত্তরঃ খ
কারক ও বিভক্তি:
প্রশ্নঃ উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে, তবে তাকে কোন ধরনের অধিকরণ বলে ?
ক. কালাধিকরণ
খ. অভিব্যাপক অধিকরণ
গ. বৈষয়িক অধিকরণ
ঘ. ঐকদেশিক অধিকরণ
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?
ক. তিনি ঢাকায় গেছেন
খ. বাবা বাড়ি নেই
গ. সকালে সূর্য উঠে
ঘ. ভোরে মোরগ ডাকে
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ব্যায়ামে শরীর ভাল হয়’ -বাক্যে ব্যায়ামে শব্দটি কোন কারকে কোন্ বিভক্তি?
ক. কর্মকারকে সপ্তমী
খ. করণ কারকে সপ্তমী
গ. অপাদান কারকে সপ্তমী
ঘ. অধিকরণ কারকে সপ্তমী
উত্তরঃ খ
প্রশ্নঃ টাকায় অসাধ্য সাধন হয়– বাক্যে টাকায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মকারকে সপ্তমী
খ. করণ কারকে সপ্তমী
গ. অধিকরণ কারকে সপ্তমী
ঘ. অপাদান কারকে সপ্তমী
উত্তরঃ খ
প্রশ্নঃ আধার শব্দের অর্থ কি ?
ক. সময়
খ. কাল
গ. স্থান
ঘ. অন্ধকার
উত্তরঃ গ
প্রশ্নঃ নীল আকাশের নিচে আমি (রাস্তা) চলেছি একা। চিহ্নিত শব্দটির কারক ও বিভক্তি কোনটি ?
ক. কর্মে শূন্য
খ. করণে শূন্য
গ. অপাদানে শূন্য
ঘ. সম্প্রদানে শূন্য
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘রাজায় রাজায় লড়াই হয়।’ রাজায় রাজায় পদটি কোন কারকে কোন বিভক্তি হয়?
ক. কর্তৃকারকে ৭মী বিভক্তি
খ. কর্তৃকারকে ৬ষ্ঠী বিভক্তি
গ. কর্মকারকে ৭মী বিভক্তি
ঘ. সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘আমার গানের মালা আমি করব কারে দান’ মালা শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে শূন্য
খ. কর্মকারকে শূন্য
গ. করণকারকে শূন্য
ঘ. অপদানকারকে শূন্য
উত্তরঃ গ
প্রশ্নঃ কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে, তাকে বলে –
ক. কর্তাকারক
খ. করণকারক
গ. অপাদান কারক
ঘ. কর্মকারক
উত্তরঃ খ
প্রশ্নঃ রুপার থালা সোনার বাটি – এগুলো কোন সম্বন্ধ পদের উদাহরণ ?
ক. ই – কারান্ত
খ. ঊ -কারান্ত
গ. ও -কারান্ত
ঘ. ঐ- কারান্ত
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘কাননে কুসুমকলি সকলি ফুটিল’-এ বাক্যে ‘কাননে’ কোন কারক ও বিভক্তি?
ক. কর্মে সপ্তমী
খ. অপাদানে সপ্তমী
গ. অধিকরণে সপ্তমী
ঘ. করণে শুণ্য
উত্তরঃ গ
প্রশ্নঃ পড়াশোনায় মন দাও বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় সপ্তমী
খ. কর্মে ৭মী
গ. অপাদানে শূন্য
ঘ. অধিকরণে সপ্তমী
উত্তরঃ খ
প্রশ্নঃ ডাক্তার ডাক বাক্যে ডাক্তার শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে শূন্য
খ. কর্তৃকারকে ২য়া
গ. কর্মকারকে শূন্য
ঘ. কর্মকারকে সপ্তমী
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘অহঙ্কার পতনের মূল’ -বাক্যে অহঙ্কার শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে শূন্য
খ. করণে শূন্য
গ. অপাদানে শূন্য
ঘ. অধিকরণে শূন্য
উত্তরঃ খ
প্রশ্নঃ শহরের লোকেরা গায়ে এসেছে – এ বাক্যে ‘লোকেরা’ কোন কারকে ?
ক. কর্তৃকারক
খ. করণকারক
গ. কর্মকারক
ঘ. সম্প্রদান কারক
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘তিনি ব্যাকরণে পণ্ডিত।’ -এ বাক্যে ‘ব্যাকরণে’ কোন কারক ও কোন বিভক্তি?
ক. অধিকরণ কারকে সপ্তমী
খ. সম্প্রদান কারকে সপ্তমী
গ. অপাদান কারকে দ্বিতীয়া
ঘ. কর্মকারকে সপ্তমী
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘তিলে তৈল হয়’-এ বাক্যে কোন কারকে কোন বিভক্তি বিদ্যমান?
ক. কর্তৃকারকে প্রথমা
খ. অপাদান কারকে তৃতীয়া
গ. সম্প্রদান কারকে চতুর্থী
ঘ. অধিকরণ কারকে সপ্তমী
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘মেঘে বৃষ্টি হয়’ -এখানে কারক হল-
ক. অধিকরণ
খ. অপাদান
গ. করণ
ঘ. কর্ম
উত্তরঃ খ
প্রশ্নঃ অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ-
ক. বাড়ি থেকে নদী দেখা যায়
খ. তিনি ঢাকা থেকে এসেছেন
গ. সোমবার থেকে পরীক্ষা শুরু
ঘ. জমি থেকে ফসল পাই
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ফুলে মালা গাঁথা’ ‘ফুলে’ কোন কারক?
ক. করণ কারক
খ. সম্প্রদান কারক
গ. অপাদান কারক
ঘ. অধিকরণ কারক
উত্তরঃ ক
প্রশ্নঃ ক্রিয়া পদের সাথে সম্বন্ধযুক্ত পদকে কি বলে?
ক. সমাস
খ. ধাতু
গ. কারক
ঘ. সন্ধি
উত্তরঃ গ
প্রশ্নঃ শব্দ বিভক্তি কত প্রকার ?
ক. ৪ প্রকার
খ. ৫ প্রকার
গ. ৭ প্রকার
ঘ. ৬ প্রকার
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘বাঘে-মহিষে এক ঘাটে জল খায়’ -‘বাঘে মহিষে’ কর্তৃকারকের প্রকারভেদে কোন কর্তার উদাহরণ?
ক. মুখ্য কর্তা
খ. প্রযোজক কর্তা
গ. ব্যতিহার কর্তা
ঘ. ভাববাচ্যের কর্তা
উত্তরঃ গ
প্রশ্নঃ অপ্রাণী বা ইতর প্রাণীবাচক শব্দের বহুবচনে কোন বিভক্তি যুক্ত হয় না ?
ক. গুলো
খ. দের
গ. রা
ঘ. দিগের
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)