বাংলা ব্যাকরণ-০১

অলঙ্কার প্রকরণ:

প্রশ্নঃ নিন্দাসূচক বিষয়কে ভদ্র ভাষায় আবৃত করাকে কি বলে?
ক. ব্যাজ-স্তুতি
খ. অতিশয়োক্তি
গ. সুভাষণ
ঘ. শ্রেষ
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার?
ক. ৬
খ. ২
গ. ৪
ঘ. ৫
উত্তরঃ খ

উক্তি পরিবর্তন:

প্রশ্নঃ প্রত্যক্ষ উক্তির কালসূচক পদকে পরোক্ষ উক্তিতে কি অনুযায়ী করতে হয়?
ক. কাল অনুসারে
খ. অর্থ অনুসারে
গ. বচন অনুসারে
ঘ. ভাব অনুসারে
উত্তরঃ খ

প্রশ্নঃ বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কোন পদের পরিবর্তন করতে হয়?
ক. সর্বনাম পদের
খ. বিশেষ্য পদের
গ. ক্রিয়া পদের
ঘ. নাম পদের
উত্তরঃ ক

প্রশ্নঃ উক্তি কয় ভাগে বিভক্ত?
ক. ৩
খ. ২
গ. ৪
ঘ. ৫
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রত্যক্ষ উক্তিতে কোন চিরন্তন সত্য থাকলে পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন হয় না?
ক. কালের
খ. ভাবের
গ. পুরুষের
ঘ. উক্তির
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করলে প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াকে কি অনুসারে পরিবর্তন করতে হয়?
ক. ক্রিয়া অনুসারে
খ. কাল অনুসারে
গ. ভাব অনুসারে
ঘ. কর্ম অনুসারে
উত্তরঃ গ

প্রশ্নঃ অর্থের সংগতি বজায় রাখার জন্য পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হয়–
ক. কালের
খ. সর্বনাম ও ক্রিয়া পদের
গ. অর্থের
ঘ. ক্রিয়া ও সর্মনাম পদের
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি পরোক্ষ উক্তি?
ক. মিনা বললো, “মিতু ভালো মেয়ে।”
খ. শিক্ষক বললেন, “পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।”
গ. সে বললো, “আমি ভালো আছি।”
ঘ. শিক্ষক বললেন, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আশ্রিত খণ্ডবাক্যের ক্রিয়ার কাল পরোক্ষ উক্তিতে সব সময় মূল বাক্যাংশের কিসের উপর নির্ভর করে না?
ক. ক্রিয়ার ভাবের উপর
খ. ক্রিয়ার কালের উপর
গ. ক্রিয়ার উপর
ঘ. কর্মের উপর
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রত্যক্ষ উক্তিতে গতকাল্য থাকলে পরোক্ষ উক্তিতে কি হবে?
ক. পূর্বদিন
খ. আগের দিন
গ. পরদিন
ঘ. সেইদিন
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রত্যক্ষ উক্তিতে গতকাল থাকলে পরোক্ষ উক্তিতে কি হবে?
ক. পরদিন
খ. পূর্বদিন
গ. সেদিন
ঘ. আগের দিন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ প্রত্যক্ষ উক্তিতে আগামীকাল থাকলে পরোক্ষ উক্তিতে কি হবে?
ক. আজ
খ. পরদিন
গ. পূর্বদিন
ঘ. সেদিন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘তিনি বললেন যে, বইটি তার দরকার। বাক্য কিসের উদাহরণ?
ক. প্রত্যক্ষ উক্তির
খ. কর্মবাচ্যের
গ. কর্তৃবাচ্যের
ঘ. পরোক্ষ উক্তির
উত্তরঃ ঘ

প্রশ্নঃ উক্তি পরিবর্তন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্বে
খ. রূপতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে
ঘ. অর্থতত্ত্বে
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যটুকু থাকে–
ক. বক্তার পরে
খ. বাক্যের প্রথমে
গ. বাক্যের শেষে
ঘ. উদ্ধরণ চিহ্নের ভিতরে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বক্তার মূলভাব ঠিক রেখে বক্তব্য পরিবর্তন করাকে কি বলে?
ক. বাক্য পরিবর্তন
খ. বাচ্য পরিবর্তন
গ. পদ পরিবর্তন
ঘ. উক্তি পরিবর্তন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন কথকের বাক্‌কর্মের নামই–
ক. বাক্য
খ. উক্তি
গ. কথা
ঘ. ধ্বনি
উত্তরঃ খ

প্রশ্নঃ শিক্ষক বললেন, “তোমরা কি ছুটি চাও?”
ক. শিক্ষক বললেন, আমরা ছুটি চাই কিনা
খ. শিক্ষক জিজ্ঞাসা করলেন আমরা ছুটি চাই কিনা
গ. আমাদের ছুটি চাই কিনা শিক্ষক তা জিজ্ঞাসা করলেন
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

উপসর্গ:

প্রশ্নঃ কোন কোন শব্দ বিভক্তি অনুসর্গ ?
ক. প্রথমা ও দ্বিতীয়া
খ. দ্বিতীয়া ও চতুর্থী
গ. তৃতীয়া ও পঞ্চমী
ঘ. ষষ্ঠী ও সপ্তমী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আজীবন’ শব্দের ‘আ’-এর অর্থ কি?
ক. প্রতি
খ. পর্যন্ত
গ. অভাব
ঘ. বিশিষ্ট
উত্তরঃ খ

প্রশ্নঃ বে, নিম, ফি, বদ, বর, -ইত্যাদী কোন ভাষার উপসর্গ ?
ক. আরবি
খ. স্প্যানিশ
গ. ফারসি
ঘ. ল্যাটিন
উত্তরঃ গ

প্রশ্নঃ ফারসি ভাষার উপসর্গ কোনটি?
ক. কম
খ. উৎ
গ. উন
ঘ. সু
উত্তরঃ ক

প্রশ্নঃ উনা ভাতে দুলা বল, বাক্যের উনা উপসর্গের অর্থ দ্যোতকতা কি ?
ক. বেশী
খ. কম
গ. দ্বিগুণ
ঘ. অর্ধেক
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি খাঁটি বাংলা উপসর্গ ?
ক. ভর
খ. পরা
গ. দুর
ঘ. উৎ
উত্তরঃ ক

প্রশ্নঃ আরবি শব্দ ‘মালুম’ -এর পূর্বে ‘বে’ যুক্ত হয়ে নতুন শব্দ হল ‘বেমালুম’ -এখানে ‘বে’ কোন প্রকার উপসর্গ?
ক. আরবি
খ. ফারসি
গ. গুজরাটি
ঘ. হিন্দি
উত্তরঃ খ

প্রশ্নঃ খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
ক. ১০ টি
খ. ১৫ টি
গ. ২১ টি
ঘ. ২০ টি
উত্তরঃ গ

প্রশ্নঃ অনাচার ও অনাদর শব্দ দুটি কোন উপসর্গযোগে গঠিত ?
ক. বিদেশী উপসর্গ
খ. খাঁটি বাংলা উপসর্গ
গ. তৎসম উপসর্গ
ঘ. ফারসি উপসর্গ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি ফারসি উপসর্গ ?
ক. কার
খ. কাম
গ. হয়
ঘ. হাফ
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!