প্রশ্নঃ কবে এবং কোথায় প্রথম এইডস রোগী চিহ্নিত হয়?
ক. ১৯৮০ সালে যুক্তরাজ্যে
খ. ১৯৮১ সালে যুক্তরাজ্যে
গ. ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রে
ঘ. ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ কোনটি?
ক. ক্ষীরের পুতুল
খ. শকুন্তলা
গ. খাতাঞ্জির খাতা
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের অন্যতম বিজ্ঞান বিষয়ক লেখক কে?
ক. হুমায়ুন আহমেদ
খ. রশীদ করিম
গ. হুমায়ুন আজাদ
ঘ. আবদুল্লাহ আল-মুতি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পোলিও টিকা আবিষ্কারক জোনস সাল্ক যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান, শহরটার নাম-
ক. La Martini
খ. La Zola
গ. San Antonio
ঘ. San Hose
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘চলিষ্ণু অভিধান’ কাকে বলা হত?
ক. রামনারায়ণ তর্করত্ন
খ. হরপ্রসাদ শাস্ত্রী
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘জীবনের মূল্য’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. ড. লুৎফুর রহমান
গ. প্রভাতকুমার মুখোপাধ্যায়
ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘গহনার বাক্স’ নামক গল্পগ্রন্থটির রচয়িতা কে?
ক. প্রমথ চৌধুরী
খ. প্রভাতকুমার মুখোপাধ্যায়
গ. বেগম রোকেয়া
ঘ. মোজাম্মেল হক
উত্তরঃ খ
প্রশ্নঃ মায়া সভ্যতার নিদর্শন পাওয়া যায় কোথায়?
ক. জাপান
খ. মেক্সিকো
গ. জার্মানি
ঘ. ইতালি
উত্তরঃ খ
প্রশ্নঃ সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে?
ক. মালিকের বরাবর
খ. সাংবাদিকের বরাবর
গ. প্রকাশকের বরাবর
ঘ. সম্পাদকের বরাবর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সুকুমার রায় রচিত শিশুসাহিত্য কোনটি?
ক. আবোল তাবোল
খ. হ য ব র ল
গ. পাগলা দাশু
ঘ. তিনটিই
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘জন্ম যদি তব বঙ্গে’ কোন ধরনের সাহিত্যকর্ম?
ক. নাটক
খ. কাব্য
গ. গল্প
ঘ. উপন্যাস
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি সমর সেনের রচনা?
ক. কয়েকটি কবিতা
খ. নানাকথা
গ. খোলাচিঠি
ঘ. তিনটিই
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আমার ভায়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারীর রচয়িতা-
ক. শামসুর রাহমান
খ. আলতাফ মাহমুদ
গ. হাসান হাফিজুর রহমান
ঘ. আবদুল গাফফার চৌধুরী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাক্যে সেমিকোলন(;) থাকলে কতক্ষন থামতে হয়?
ক. ১ বলতে যে সময় লাগে
খ. এক সেকেন্ড
গ. ১ বলার দ্বিগুণ সময়
ঘ. কোনটিই না
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সমকালীন বাংলা ভাষার অভিধান’ -এর সম্পাদনা করেছেন কে?
ক. জামিলুর রেজা চৌধুরী
খ. জামিল চৌধুরী
গ. মনজুরুর রহমান
ঘ. আবু ইসহাক
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)