বাংলা বিবিধ-০৯

প্রশ্নঃ কবে এবং কোথায় প্রথম এইডস রোগী চিহ্নিত হয়?
ক. ১৯৮০ সালে যুক্তরাজ্যে
খ. ১৯৮১ সালে যুক্তরাজ্যে
গ. ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রে
ঘ. ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ কোনটি?
ক. ক্ষীরের পুতুল
খ. শকুন্তলা
গ. খাতাঞ্জির খাতা
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলাদেশের অন্যতম বিজ্ঞান বিষয়ক লেখক কে?
ক. হুমায়ুন আহমেদ
খ. রশীদ করিম
গ. হুমায়ুন আজাদ
ঘ. আবদুল্লাহ আল-মুতি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পোলিও টিকা আবিষ্কারক জোনস সাল্ক যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান, শহরটার নাম-
ক. La Martini
খ. La Zola
গ. San Antonio
ঘ. San Hose
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘চলিষ্ণু অভিধান’ কাকে বলা হত?
ক. রামনারায়ণ তর্করত্ন
খ. হরপ্রসাদ শাস্ত্রী
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘জীবনের মূল্য’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. ড. লুৎফুর রহমান
গ. প্রভাতকুমার মুখোপাধ্যায়
ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘গহনার বাক্স’ নামক গল্পগ্রন্থটির রচয়িতা কে?
ক. প্রমথ চৌধুরী
খ. প্রভাতকুমার মুখোপাধ্যায়
গ. বেগম রোকেয়া
ঘ. মোজাম্মেল হক
উত্তরঃ খ

প্রশ্নঃ মায়া সভ্যতার নিদর্শন পাওয়া যায় কোথায়?
ক. জাপান
খ. মেক্সিকো
গ. জার্মানি
ঘ. ইতালি
উত্তরঃ খ

প্রশ্নঃ সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে?
ক. মালিকের বরাবর
খ. সাংবাদিকের বরাবর
গ. প্রকাশকের বরাবর
ঘ. সম্পাদকের বরাবর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সুকুমার রায় রচিত শিশুসাহিত্য কোনটি?
ক. আবোল তাবোল
খ. হ য ব র ল
গ. পাগলা দাশু
ঘ. তিনটিই
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘জন্ম যদি তব বঙ্গে’ কোন ধরনের সাহিত্যকর্ম?
ক. নাটক
খ. কাব্য
গ. গল্প
ঘ. উপন্যাস
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি সমর সেনের রচনা?
ক. কয়েকটি কবিতা
খ. নানাকথা
গ. খোলাচিঠি
ঘ. তিনটিই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আমার ভায়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারীর রচয়িতা-
ক. শামসুর রাহমান
খ. আলতাফ মাহমুদ
গ. হাসান হাফিজুর রহমান
ঘ. আবদুল গাফফার চৌধুরী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাক্যে সেমিকোলন(;) থাকলে কতক্ষন থামতে হয়?
ক. ১ বলতে যে সময় লাগে
খ. এক সেকেন্ড
গ. ১ বলার দ্বিগুণ সময়
ঘ. কোনটিই না
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সমকালীন বাংলা ভাষার অভিধান’ -এর সম্পাদনা করেছেন কে?
ক. জামিলুর রেজা চৌধুরী
খ. জামিল চৌধুরী
গ. মনজুরুর রহমান
ঘ. আবু ইসহাক
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!